সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর || 25 টি মাল্টিপল চয়েস কোশ্চেন|| 40+ মক টেস্ট কুইজ||
GK TEST No-04
1. তিনটি প্রাথমিক রং কি কি?
উত্তর. C. লাল নীল সবুজ √
2. স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার গতিবেগের অনুপাত 7:5 । স্রোতের বেগ ঘন্টায় 3 কিমি হলে স্থির জলে নৌকার বেগ কত?
উত্তর. C. ঘণ্টায় 18 কিমি √
স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার বেগ এর অনুপাত=7:5
মনে করি, অনুকূলে গতিবেগ=7x
এবং প্রতিকূলে গতিবেগ=5x
(আমরা জানি, (অনুকুলের গতিবেগ+ প্রতিকুলের গতিবেগ) কে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ পাওয়া যায়।
আবার, (অনুকুলের গতিবেগ - প্রতিকূলের গতিবেগ) কে 2 দিয়ে ভাগ করলে স্রোতের গতিবেগ পাওয়া যায়।)
এখানে স্রোতের বেগ=3 কিমি/ ঘন্টায়
অর্থাৎ, (7x-5x) ÷2=3
বা, x=3
এখন, স্থির জলে নৌকার বেগ=(7x+5x) ÷2
=18
সংক্ষিপ্ত ভাবে, 3×2÷(7-5)=3
3×(7+5)÷2=18
মনে করি, অনুকূলে গতিবেগ=7x
এবং প্রতিকূলে গতিবেগ=5x
(আমরা জানি, (অনুকুলের গতিবেগ+ প্রতিকুলের গতিবেগ) কে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ পাওয়া যায়।
আবার, (অনুকুলের গতিবেগ - প্রতিকূলের গতিবেগ) কে 2 দিয়ে ভাগ করলে স্রোতের গতিবেগ পাওয়া যায়।)
এখানে স্রোতের বেগ=3 কিমি/ ঘন্টায়
অর্থাৎ, (7x-5x) ÷2=3
বা, x=3
এখন, স্থির জলে নৌকার বেগ=(7x+5x) ÷2
=18
সংক্ষিপ্ত ভাবে, 3×2÷(7-5)=3
3×(7+5)÷2=18
3. ভাস্কো দা গামা ভারতে কত সালে এসেছিলেন?
উত্তর. B. 1498 সালে √
4. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর. C. সরদার বল্লভ ভাই প্যাটেল √
5. ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
উত্তর. D. শক্তিকান্ত দাস √
6. কয়েক জন বালকের গড় বয়স 12 বছর । 17 বছরের আর একজন ছেলে আসায় তাদের গড় বয়স এক বছর বেড়ে যায়। প্রথমে কয় জন বালক ছিল?
উত্তর. C. 4 জন √
প্রথমে গড় বয়স ছিল 12 বছর
17 বছর বয়সের একজন বালক আসায় গড় বয়স হল=12+1=13 বছর
এখানে নবাগত বালক নিজের জন্য 13 বছর বয়স রেখে 17-13=4 বছর 4 জনকে 1 বছর করে ভাগ দিতে পেরেছে।
অর্থাৎ, প্রথমে 4 জন বালক ছিল।
সংক্ষিপ্ত ভাবে,
[17-(12+1)] কে 1 দিয়ে ভাগ ।
=4
17 বছর বয়সের একজন বালক আসায় গড় বয়স হল=12+1=13 বছর
এখানে নবাগত বালক নিজের জন্য 13 বছর বয়স রেখে 17-13=4 বছর 4 জনকে 1 বছর করে ভাগ দিতে পেরেছে।
অর্থাৎ, প্রথমে 4 জন বালক ছিল।
সংক্ষিপ্ত ভাবে,
[17-(12+1)] কে 1 দিয়ে ভাগ ।
=4
7. ভারতের প্রথম ব্যাংক কোনটি?
উত্তর. D. ব্যাঙ্ক অফ হিন্দুস্তান √
8. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং পরিসীমা 50 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
উত্তর. A. 100 বর্গমিটার √
মনে করি প্রস্থ x মি
অতএব দৈর্ঘ্য=4x মি
পরিসীমা =2(4x+x) =10x মি
10x=50
x = 5
অতএব, প্রস্থ=5 মিটার
দৈর্ঘ্য = 4x=20 মিটার
ক্ষেত্রফল = 20×5 =100 বর্গমিটার
অতএব দৈর্ঘ্য=4x মি
পরিসীমা =2(4x+x) =10x মি
10x=50
x = 5
অতএব, প্রস্থ=5 মিটার
দৈর্ঘ্য = 4x=20 মিটার
ক্ষেত্রফল = 20×5 =100 বর্গমিটার
9. ফিউজ তারের বৈশিষ্ট্য কেমন?
উত্তর. B. উচ্চ রোধ নিম্ন গলনাংক √
10. 123=5, 346=21, 876=34 হলে 694=?
উত্তর. A.30 √
123=5
এখানে, 2×3-1=5
346=21
এখানে, 4×6-3=21
একইভাবে, 876=34
এবং, 694=9×4-6=30
11.কোন ধাতু আঘাত করলেও শব্দ হয় না?
উত্তর. D. অ্যান্টিমনি √
12. স্বামী বিবেকানন্দের জন্ম দিনটিকে কোন দিন হিসেবে পালন করা হয়?
উত্তর. C. যুব দিবস √
13.ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তর. B. তেলেঙ্গানা √
14. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোন দেশে বা মহাদেশ অবস্থিত?
উত্তর. B. আফ্রিকা √
15. একটি বহুভুজের প্রত্যেকটি কোণের মান 150 ডিগ্রী হলে বহুভুজ টির বাহু সংখ্যা কত?
উত্তর. B.12 √
বহুভুজের প্রত্যেকটি কোণের মান=150°
বহিঃ কোণের মান=180-150=30°
বহুভুজের বাহুর সংখ্যা=360/30=12
solve
16. ভারতের অর্থনীতি প্রণয়ন, কার্য প্রচলন ও নিয়ন্ত্রণ কে করে?
উত্তর. B. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া √
17. একটি যৌগিক সংখ্যার কমপক্ষে কয়টি গুননীয়ক থাকবে?
উত্তর. B. 3 টি √
18. একটি সংখ্যা থেকে 9 বিয়োগ করলে সংখ্যাটির বর্গমূল 7 হয়। সংখ্যাটির সঙ্গে কমপক্ষে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে?
উত্তর. D. 6 √
সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে বর্গমূল 7 হয়
অর্থাৎ 9 বিয়োগ করার পর সংখ্যাটি হয় 7×7=49
অতএব মূল সংখ্যাটি হল=49+9=58
58 এর বড় পূর্ণবর্গ সংখ্যাটি হল 64
অর্থাৎ মূল সংখ্যার সঙ্গে 6 যোগ করে পাওয়া যাবে।
solve
19. পরম শূন্য তাপমাত্রার মান কত?
উত্তর. B. -273°C. √
20. 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য গ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার পান । এর মূল গ্রন্থ কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন?
উত্তর. C. রবীন্দ্রনাথ ঠাকুর √
21. ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তর. A. ভারতের রাষ্ট্রপতি √
22. বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর. C. আয়োনোস্ফিয়ার √
23. একটি নল দিয়ে একটি চৌবাচ্চা 56 মিনিটে পূর্ণ হয় । সকাল নয়টার সময় নলটি চালু করলে চৌবাচ্চাটি কখন 1/4 অংশ খালি থাকবে?
উত্তর. D. 9:42 টা √
চৌবাচ্চাটির 1 অংশ পূর্ণ হয় 56 মিনিটে
অতএব, 1-¼ = ¾ অংশ পূর্ণ হয় 56× ¾ = 42 মিনিটে
সকাল 9 টার সময় চালু করলে 9:42 টার সময় ¼ অংশ খালি বা ¾ পূর্ণ থাকবে।
solve
24. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোট দানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে?
উত্তর. B. 61 তম সংশোধনী √
25. একটি সংখ্যাকে 20% কমানো হল তারপর আবার কত শতাংশ বাড়ালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে?
উত্তর. A. 25% √
100
➡
80
➡
100
প্রথমে 20% কমেছে ( 100 থেকে 80)
তারপরে 20 বেড়েছে (80 থেকে 100),
তারপরে 20 বেড়েছে (80 থেকে 100),
এখানে শতাংশ বলা যাবে না, কারণ 80 এর উপর 20 বেড়েছে।
80 তে বাড়ে 20
100 তে বাড়ে (20/80)×100=25
অর্থাৎ 25% বাড়াতে হবে।
100 তে বাড়ে (20/80)×100=25
অর্থাৎ 25% বাড়াতে হবে।
solved