Skip to main content
Categories

ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)

12 টি  তফশিল:

 প্রথম তফশীল - রাষ্ট্রের নাম এবং অঙ্গরাজ্যের নাম। (অনুচ্ছেদ 1 এবং 4) 

দ্বিতীয় তফশিল- ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল,লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, উপ সভাপতি, বিধানসভার অধ্যক্ষ এবংউপাধ্যক্ষ, বিধান পরিষদের সভাপতি এবং উপ-সভাপতি, সুপ্রিম কোর্টের বিচারক এবং হাইকোর্টের বিচারক এবং ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বেতন এবং তাদের অধিকার সমূহ। (অনুচ্ছেদ 59, 65, 75,97,125,148, 158,164,168 এবং 221)। 

তৃতীয় তফশিল-  কেন্দ্রীয় মন্ত্রী,  লোকসভার সদস্য, লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী, সুপ্রিম কোর্টের বিচারক, ভারতের  কম্পট্রোলার  এবং অডিটর জেনারেল,  বিধানসভার মন্ত্রী,  বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী , বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারকদের শপথ গ্রহণ ।  (অনুচ্ছেদ 75, 84, 99, 124, 146, 173, 188 এবং 219) 

চতুর্থ তফশিল -রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল  গুলিতে রাজ্যসভার সদস্য সংখ্যা  বিভাজন। (অনুচ্ছেদ 4 এবং 80)

পঞ্চম তফশিল - বিভিন্ন তপশিলী ও উপজাতী এলাকার  শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। (অনুচ্ছেদ 244)

ষষ্ঠ তফশিল-  আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এর বিভিন্ন তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকার শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। (অনুচ্ছেদ 244 এবং 275) 

সপ্তম তফশিল- কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন।  তিনটি তালিকার মধ্যে ক্ষমতা বন্টন করা হয় , 1.কেন্দ্রীয় তালিকা  2.রাজ্য তালিকা এবং 3.যুগ্ম তালিকা। (অনুচ্ছেদ 246)

অষ্টম তফশিল-  সাংবিধানিক স্বীকৃতি প্রাপ্ত ভাষাসমূহের তালিকা । বর্তমানে এরূপ ভাষার সংখ্যা 22 । প্রথমে তা 14 ছিল। (অনুচ্ছেদ 344 এবং 351)

নবম তফশিল-  ভুমি সংস্কার  আইন-কানুন এবং জমিদারী প্রথার অবসান। তপশীল টি সংবিধানের প্রথম সংশোধনী,1951 এর মাধ্যমে যুক্ত হয়েছে। ( অনুচ্ছেদ 31-B)

দশম তফশিল- লোকসভা এবং বিধানসভার সদস্যদের ক্ষেত্রে সদস্যপদ খারিজ হওয়ার আইন এবং দলত্যাগ বিরোধী আইন। এটি 52 তম সংবিধান সংশোধনী,1985 এর মাধ্যমে যুক্ত হয়েছে। ( অনুচ্ছেদ 102 এবং 191)

একাদশ তফশিল- পঞ্চায়েত  এর অধিকার, ক্ষমতা এবং দায়িত্ব । এটি 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। ( অনুচ্ছেদ 243-G)

দ্বাদশ তফশিল- পৌরসভার অধিকার, ক্ষমতা এবং দায়িত্ব । এটি 1992 সালের 74 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। (অনুচ্ছেদ  243-W)। 

Q. প্রথমে ভারতীয় সংবিধানে কয়টি তপশিল ছিল?

Ans. আটটি। 


এক নজরে ভারতীয় সংবিধানের অংশসমূহ (Parts) :


অংশ-1 ( অনুচ্ছেদ 1-4) - রাষ্ট্র এবং এর রাজ্যসমূহ।
অংশ-2 ( অনুচ্ছেদ 5-11 ) - নাগরিকত্ব।
অংশ-3(অনুচ্ছেদ 12-35 ) - মৌলিক অধিকার। অংশ-4( অনুচ্ছেদ 36-51 ) - রাজ্য পরিচালনার নির্দেশ মূলক নীতি। (DPSP)
অংশ-5 ( অনুচ্ছেদ 52-151) - কেন্দ্র সরকার গঠন এবং শাসন ব্যবস্থা।
অংশ-6 ( অনুচ্ছেদ 152-237 ) - রাজ্য সরকার গঠন এবং শাসন ব্যবস্থা।
অংশ -7 ( অনুচ্ছেদ 238) - দ্বিতীয় ভাগের অঙ্গরাজ্য সমূহ ( 1956 সালের  সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে) ।
অংশ-8( অনুচ্ছেদ 239-242 ) - রাষ্ট্রের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের শাসন ব্যবস্থা।
অংশ-9 ( অনুচ্ছেদ 243-243-O) - পঞ্চায়েত শাসনব্যবস্থা।  অংশ- 9-A ( অনুচ্ছেদ 243P-243ZG ) - পৌরসভা শাসন ব্যবস্থা।
অংশ- 9-B ( অনুচ্ছেদ 243ZH- 243ZT) - কোঅপারেটিভ সোসাইটি।
অংশ- X ( অনুচ্ছেদ 244 -244A ) - তপশিলি জ জাতি এবং তপশিলি উপজাতি এলাকা।
অংশ- XI ( অনুচ্ছেদ  245-263 ) - কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। 
অংশ-XII ( অনুচ্ছেদ 264-300A ) - অর্থ, সম্পদ, চুক্তি এবং মামলা-মোকাদ্দমা।
অংশ-XIII ( অনুচ্ছেদ 301-307 ) - ব্যবসা-বাণিজ্য এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্ক। 
অংশ-XIV ( অনুচ্ছেদ 308-323 ) - কেন্দ্র ও রাজ্য সমূহের অধীনে সরকারি চাকরি।
অংশ-XIV-A ( অনুচ্ছেদ 323A- 323B) - ট্রাইব্যুনালসমূহ।
অংশ- XV ( অনুচ্ছেদ 324-329A) - নির্বাচন সমূহ।
অংশ-XVI ( অনুচ্ছেদ 330-342) - কিছু শ্রেণী সম্পর্কে বিশেষ বিধান সমূহ।
অংশ - XVII ( অনুচ্ছেদ 343 - 351) - সরকারী ভাষা।
অংশ -XVIII ( অনুচ্ছেদ 352 - 360) - জরুরি অবস্থা ঘোষণা এবং তার বিধান সমূহ।
অংশ - XIX ( অনুচ্ছেদ 361 - 367) - বিবিধ।
অংশ -XX ( অনুচ্ছেদ 368) - সংবিধান সংশোধনী।
অংশ -XXI ( অনুচ্ছেদ 369 - 392) - অস্থায়ী ও পরিবর্তনযোগ্য বিশেষ বিধান।
অংশ - XXII ( অনুচ্ছেদ 393 - 395) - সংক্ষিপ্ত নাম,  সূচনা, হিন্দিতে প্রামাণ্য পাঠ  এবং প্রত্যাহার।




ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ(Articles)  সমূহ:      


অনুচ্ছেদ 1 -  রাষ্ট্রের নাম এবং এর অঙ্গরাজ্যগুলো নাম।
অনুচ্ছেদ 2 - নতুন রাজ্যের গঠন।
অনুচ্ছেদ 3 - নতুন রাজ্যের গঠন পদ্ধতি, নাম এবং এর সীমানা এবং আয়তন পরিবর্তন।
অনুচ্ছেদ 4 - অনুচ্ছেদ 2 এবং 3 প্রয়োগের ক্ষেত্রে সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথম চতুর্থ তফসিল পরিবর্তনের আইন।
 অনুচ্ছেদ 5  -এর সংবিধানের সূচনার মাধ্যমে নাগরিকত্ব।
অনুচ্ছেদ 6 - পাকিস্তান থেকে ভারতে স্থানান্তরিত ব্যক্তির নাগরিকত্ব অধিকার।
অনুচ্ছেদ 7- পাকিস্থানে স্থানান্তরিত কিছু ব্যক্তির নাগরিকত্বের অধিকার।
অনুচ্ছেদ 8 - ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাগরিকত্ব অধিকার।
অনুচ্ছেদ 9 - স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে ভারতের নাগরিকত্ব খারিজ।
অনুচ্ছেদ 11 - নাগরিকত্ব আইন পরিবর্তনে ভারতীয় পার্লামেন্টের অধিকার।

মৌলিক অধিকার

অনুচ্ছেদ 14 - সাম্যের অধিকার।
অনুচ্ছেদ 15 - জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান এর ভিত্তিতে ভেদাভেদ নিষিদ্ধকরণ।
অনুচ্ছেদ 15(C) - যানবাহনে মহিলা এবং শিশুদের জন্য সিটের সংরক্ষণ।
অনুচ্ছেদ 16 - সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের ব্যবস্থা।
অনুচ্ছেদ 17 - অস্পৃশ্যতা দূরীকরণ।
অনুচ্ছেদ 18 -শিরোনাম,  যেমন রাজা মহারাজা পন্ডিত ইত্যাদি বিলুপ্তি করন।
অনুচ্ছেদ 19 - বাক স্বাধীনতা সংক্রান্ত কিছু আইন সংরক্ষণ।
 অনুচ্ছেদ 20 -  দোষী সাব্যস্ত তার জন্য  অপরাধীর সুরক্ষা।
অনুচ্ছেদ 21 - জীবন ও ব্যক্তি-স্বাধীনতার সুরক্ষা।
অনুচ্ছেদ 21a- শিক্ষার অধিকার ( 1 থেকে 14 বছর বয়সীদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার যা 2002 সালের 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে) ।
অনুচ্ছেদ 22- নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেফতার এবং নাটকের বিরুদ্ধে অধিকার।
অনুচ্ছেদ 23- জোরপূর্বক কাজ করানো এবং মানুষ কেনাবেচা নিষিদ্ধকরণ।
অনুচ্ছেদ 24 - শিশু শ্রমিক নিষিদ্ধকরণ (14 বছর বয়সের শিশুদের কলকারখানায় কাজ করানো নিষিদ্ধ)।
অনুচ্ছেদ 25 - ধর্মীয় আচার-আচরণ, অনুষ্ঠান এবং প্রচার এর স্বাধীনতা।
অনুচ্ছেদ 28 - নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা বা ধর্মীয় উপাসনায় উপস্থিত থাকার স্বাধীনতা ।
অনুচ্ছেদ 30 - সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার অধিকার।
অনুচ্ছেদ 31 - সম্পত্তির অধিকার( বাতিল)। 1978 সালের 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 300-A অনুচ্ছেদে  আইনি অধিকার হিসাবে যুক্ত হয়েছে।
অনুচ্ছেদ 32 - সংবিধান প্রতিবিধানের অধিকার (মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে) । ( ডঃ বি আর আম্বেদকর এই অনুচ্ছেদটি কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন)

মক টেস্ট দেওয়ার জন্য  ক্লিক করুন Gk-3




DPSP( রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি) 


 অনুচ্ছেদ 39 A - সমান ন্যায়বিচার এবং বিনামূল্যে আইনী সহায়তা (একটি 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে)।
অনুচ্ছেদ 40 - গ্রাম পঞ্চায়েত গঠন।
অনুচ্ছেদ 41- কিছু ক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার।
অনুচ্ছেদ 42- ন্যায়বিচার এবং মানুষের কাজের অবস্থা এবং মাতৃত্বকালীন ত্রাণের ব্যবস্থা।
অনুচ্ছেদ 44 -  ইউনিফর্ম সিভিল কোড।
অনুচ্ছেদ 45 - 6 বছরের কম বয়সী শিশুদের শিক্ষা এবং  শৈশবকালীন যত্নের বিধান।
অনুচ্ছেদ 47 - জনসাধারণের স্বাস্থ্য পুষ্টি এবং দৈনন্দিন জীবনযাপনের মান উন্নয়নে রাজ্যের দায়িত্ব।
অনুচ্ছেদ 48A - পরিবেশ গঠন এবং রক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ।
অনুচ্ছেদ 49 - স্মৃতিস্তম্ভ এবং জাতীয় সৌধ সংরক্ষণ।
অনুচ্ছেদ 50 - বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার পৃথকীকরণ।

মৌলিক কর্তব্য

  • অনুচ্ছেদ 51A - 11 টি মৌলিক কর্তব্য। 

কেন্দ্র সরকার

অনুচ্ছেদ 52 - ভারতের রাষ্ট্রপতি।
অনুচ্ছেদ 54 - রাষ্ট্রপতি নির্বাচন।
অনুচ্ছেদ 55 - রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
অনুচ্ছেদ 56 - রাষ্ট্রপতির মেয়াদ।
অনুচ্ছেদ 60 - রাষ্ট্রপতির শপথ গ্রহণ।
অনুচ্ছেদ 61 - রাষ্ট্রপতির  ইমপিচমেন্ট বা অপসারণ। ( সংসদের যেকোনো কক্ষ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ডাক দিতে পারে)
অনুচ্ছেদ 63 - উপরাষ্ট্রপতি।
অনুচ্ছেদ 64 - পদাধিকারবলে উপ-রাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি।
অনুচ্ছেদ 72 - রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার। আসামির মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য সাজা রদ করতে পারে ।
অনুচ্ছেদ  76 - ভারতের অ্যাটর্নি জেনারেল।
অনুচ্ছেদ 78 - রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানে প্রধান মন্ত্রীর দায়িত্ব।
অনুচ্ছেদ 93- লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ।
অনুচ্ছেদ 97- রাজ্যসভার সভাপতি, উপ-সভাপতি লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর  বেতন এবং ভাতা।
অনুচ্ছেদ 99 - পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ।
অনুচ্ছেদ 106 - পার্লামেন্টের সদস্যদের বেতন ও ভাতা।
অনুচ্ছেদ 108- বিশেষ ক্ষেত্রে সংসদের দুই কক্ষের  যৌথ অধিবেশন।
অনুচ্ছেদ 110 - অর্থবিল এর সংজ্ঞা।
অনুচ্ছেদ 112 - বার্ষিক অর্থ বাজেট।
অনুচ্ছেদ 120 - সংসদে আলোচনায় ব্যবহৃত ভাষা সমূহ।
অনুচ্ছেদ 123 - সংসদের অধিবেশন বন্ধ থাকার সময় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে।
অনুচ্ছেদ 124  - সুপ্রিম কোর্টের ।
অনুচ্ছেদ 125 - সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন এবং ভাতা।
অনুচ্ছেদ 126 - প্রধান বিচারপতির নিযুক্তি করন।
অনুচ্ছেদ 139 - কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টের লেখ জারি করার অধিকার প্রদান।
অনুচ্ছেদ  143  - সুপ্রিম কোর্টকে পরামর্শ প্রদানে রাস্ট্রপতির ক্ষমতা।
অনুচ্ছেদ 148 - কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (CAG)।
অনুচ্ছেদ 151 - অডিট রিপোর্ট। 

রাজ্য সরকার

অনুচ্ছেদ 153 - রাজ্যের রাজ্যপাল।
 অনুচ্ছেদ 155 - রাজ্যপালের নিয়োগ (রাজ্যপাল কে রাষ্ট্রপতি নিয়োগ করেন)।
অনুচ্ছেদ 159 - রাজ্যপালের শপথ গ্রহণ (রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি) ।
অনুচ্ছেদ 161 - ক্ষমা প্রদানে রাজ্যপালের ক্ষমতা।
অনুচ্ছেদ 165 - এডভোকেট জেনারেল।
অনুচ্ছেদ 167 -  রাজ্যপালের কাছে তথ্য প্রদানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ও কর্তব্য।
অনুচ্ছেদ  169 - কিছু রাজ্যের বিধান পরিষদ বিলুপ্তি করণ।
অনুচ্ছেদ 178 - বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
অনুচ্ছেদ 199 - রাজ্যের অর্থ বিল।
অনুচ্ছেদ 214 - রাজ্যগুলি হাইকোর্ট।
অনুচ্ছেদ 217 - হাইকোর্টের বিচারপতি নিয়োগ।
অনুচ্ছেদ 226 - লেখ জারি করার ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা।
অনুচ্ছেদ 233 - জেলা কোড গুলিতে বিচারপতি নিয়োগ।

কেন্দ্রশাসি কেন্দ্রশাসিত

অনুচ্ছেদ 240 - কেন্দ্রশাসিত অঞ্চলের আইন প্রণয়নে রাষ্ট্রপতি ক্ষমতা।

পঞ্চায়েত

অনুচ্ছেদ 243 - পঞ্চায়েত।
অনুচ্ছেদ 243A - গ্রাম সভা।
অনুচ্ছেদ 243D - পঞ্চায়েতের আসন সংরক্ষণ।

পৌরসভা

অনুচ্ছেদ 243P - পৌরসভা।

SC/ ST

অনুচ্ছেদ 244 -  তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এলাকায় শাসনব্যবস্থা।

অর্থ ও সম্পদ

অনুচ্ছেদ 267- জরুরী তবিল।
অনুচ্ছেদ 280 - অর্থ কমিশন।
অনুচ্ছেদ 300A - সম্পত্তির আইনি অধিকার। 

সরকারি চাকরি

অনুচ্ছেদ 312- সর্বভারতীয় চাকরি।

অনুচ্ছেদ 312A - সর্বভারতীয় চাকরির পদ বাড়ানো কিংবা কমানোর ক্ষেত্রে সংসদের ক্ষমতা।
অনুচ্ছেদ 315 - UPSC  এবং PSC।
অনুচ্ছেদ 320 - পাবলিক সার্ভিস কমিশনের কর্তব্য।
অনুচ্ছেদ 323 - পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট।

নির্বাচন

অনুচ্ছেদ 324 - নির্বাচন কমিশন।
অনুচ্ছেদ 326 - প্রাপ্তবয়স্কদের ভোট দানের মাধ্যমে লোকসভা এবং বিধানসভার সদস্যদের নির্বাচন  অর্থাৎ ভোট প্রদানের অধিকার।
অনুচ্ছেদ 330 - লোকসভা নির্বাচনে SC  ও  ST  দের জন্য আসন সংরক্ষণ।
অনুচ্ছেদ 331 - লোকসভায়  Anglo-indian দের প্রতিনিধির আসন সংরক্ষণ। ( রাষ্ট্রপতি কর্তৃক দুইজন অ্যাংলো-ইন্ডিয়ান সদস্য নিয়োজিত হন)।

বিশেষ শ্রেণীর কিছু সুযোগ সুবিধা

অনুচ্ছেদ 332 - বিধানসভা নির্বাচনে SC ও ST দের জন্য আসন সংরক্ষণ।
অনুচ্ছেদ 338 - ন্যাশনাল কমিশন (SC) ।
অনুচ্ছেদ 338A - ন্যাশনাল কমিশন (ST) ।
অনুচ্ছেদ 340 - ব্যাকওয়ার্ড ক্লাস দের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কমিশন নিয়োগ।

সরকারী ভাষা

অনুচ্ছেদ 343 - রাষ্ট্রের সরকারি ভাষা।
অনুচ্ছেদ 345 - রাজ্যের সরকারি ভাষা।

জরুরি অবস্থা

অনুচ্ছেদ 352-  দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা।
অনুচ্ছেদ 356 - রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা (রাষ্ট্রপতি শাসন) ।
অনুচ্ছেদ 360 - আর্থিক জরুরি অবস্থা ঘোষণা।
সংবিধান সংশোধনী
অনুচ্ছেদ 368 - সংবিধান সংশোধনী সংসদের ক্ষমতা।

Share To:

Follow Social Site For More

Popular Posts

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ।

সাধারণ জ্ঞান। General Knowledge এখানে আপনি সাধারণ জ্ঞান এর 20 টি প্রশ্নের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এই রকম আরো প্রচুর কুইজ পেতে নিম্নের SET-17 / SET-19 বোতাম টি টিপুন। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ | General Knowledge for all competitive examinations in Bengali. Set-19 Set-18 Set-17 Important Questions  For All Competitve Examinations  General Knowledge Set:18 General Knowledge Quiz Based on all subjects কুইজ শুরু করার জন্য নিম্নের Quiz শুরু করুন বোতাম টিপুন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন। এখানে ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সাধারণ জ্ঞান

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর। সংবিধানের 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

ভারতীয় সংবিধান প্রস্তাবনা আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা; মর্যাদা ও সুযোগ-সুবিধা সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। Be With Us and Let's Learn Gk

ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Indian Rivers & Short Questions

এখানে আপনি ভারতের নদ-নদীর সম্বন্ধে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। ভারতের নদনদী ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের ওয়েব সাইটে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান , ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস , ভূগোল , ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন। এটি একটি রেখাচিত্র। সমস্ত উপনদী গুলো দেখানো হয়নি। 🖋 ভারতের নদ-নদী : 🖋 (Indian Rivers & short Questions) 1. ভারতের দীর্ঘতম নদী কোনটি?       A. ব্রহ্মপুত্র       B. গঙ্গা       C. সিন্ধু       D. নীলনদ উত্তর: B Show Answer 2. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?       A. মানস সরোবর       B. রোটাং গিরিপথ       C. যমুনোত্রী হিমবাহ       D. গঙ্গোত্রী হিমাবাহ উত্তর: D । উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ (যা 7,010 মিটার উচ্চতায় অবস্থিত) থেকে ভাগীরথী ন

পশ্চিমবঙ্গের ভূগোল (গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন)

BE WITH US AND LET's LEARN 1.📚 পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? উত্তর - বীরভূম জেলার ময়ূরেশ্বর। 2.📚 পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর - চক্রবর্তী রাজাগোপালাচারী। 3.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? উত্তর - মেছো বিড়াল। 4.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? উত্তর - শ্বেত কন্ঠ মাছরাঙা। 5.📚 পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? উত্তর - শিউলি। 6.📚 পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? উত্তর - ছাতিম গাছ। 7.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? উত্তর - 3 টি বাংলাদেশ, নেপাল ও ভুটান। 8.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? উত্তর - 5 টি আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং ওড়িশা। 9.📚 পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি? উত্তর - কলকাতা। 10.📚 পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? উত্তর - কলকাতায়। ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 11.📚 আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর - দক্ষিণ 24 পরগনা। 12.📚 আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ক