বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজI

এই অংশে সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন উত্তরের ব্যাখ্যাসহ কুইজ প্রস্তুত করা হয়েছে।
General Knowledge
কুইজ শুরু করার জন্য নিম্নের Quiz শুরু করুন বোতাম টিপুন।

এখানে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।

Note: কুইজ শুরুর আগে সম্পর্কিত প্রশ্ন-উত্তরের সংক্ষিপ্ত আলোচনা যাচাই করে নিতে পারেন।

Quiz Application

নিচের বোতাম টিপে কুইজ শুরু করুন।

প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় 20 সেকেন্ড।
Time
Over
score:

QUIZ RESULT

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



Content Of the Quiz: সাধারণ জ্ঞান:02
• ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানব শরীরে রক্ত সংবহন লক্ষ্য করেছিলেন। 1628 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থ De Motu Cordis -তে তিনি তা উল্লেখ করেন। 1928 খ্রিস্টাব্দে গ্রন্থটি Anatomical Account of the Motion of the Heart and Blood নামে ইংরেজিতে অনুবাদ করা হয়।
    Note: পরিমাপ যন্ত্র
Stethoscope(স্টেথোস্কোপ) - হৃদস্পন্দন
Lactometer(ল্যাক্টোমিটার) - দুধের ঘনত্ব
Hygrometer (হাইগ্রোমিটার) - বায়ুর আর্দ্রতা
SPHYGMOMANOMETER (সিগমোম্যানোমিটার) - রক্তচাপ
  মানব শরীরের কিছু হরমোন ও তাদের কাজ:
ইনসুলিন - রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
অ্যাড্রিনালিন - এই হরমোন রক্তবাহ কি সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়।

• ভারতের জাতীয় কংগ্রেস এবং তার সভাপতিগণ।

° ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি(W C Banerjee)।
° 1887 সালের মাদ্রাজ অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন বদরুদ্দীন তায়েবজি।
° ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত(1917)।
° ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু(1925) যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল( উত্তর প্রদেশ)।
° 1924 সালে মহাত্মা গান্ধী প্রথম ও শেষ বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
° 1929 সালের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন জহরলাল নেহেরু। এই অধিবেশনে পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দাবি করা হয়েছিল এবং 1930 সালের 26 শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়।
° নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তিনি পুনরায় 1939 সালে ত্রিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে পদত্যাগ করেন।
° ভারত স্বাধীন লাভের সময় অর্থাৎ 1947 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী।

মানব শরীরের বৃহত্তম গ্রন্থি( Largest gland) হল যকৃৎ এবং বৃহত্তম অঙ্গ(Largest organ) হলো ত্বক বা চর্ম।

• কম্পিউটার ডিভাইস:
   ইনপুট ডিভাইস- মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।
আউটপুট ডিভাইস - মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।
স্থায়ী স্মৃতি বা মেমোরি - RAM
অস্থায়ী স্মৃতি বা মেমোরি - ROM
CPU - সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।

• প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206 টি হাড় থাকে কিন্তু জন্মের সময় শিশুদের 300 এর বেশি হাড় থাকে।
দাঁতের এনামেল হচ্ছে শরীরের সবচেয়ে শক্ত তম অংশ। শিশুদের দুধের দাঁতের সংখ্যা 20।
Axact

Swapnapuran.com

বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত তথ্য, যেমন - সাধারণ জ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পরিবেশ বিদ্যা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রচুর তথ্য দেওয়া হয়। তাছাড়া Group-D/C/B/A এবং WBCS এর পরীক্ষার জন্য সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সাধারণ জ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (MCQ) এবং মক টেস্ট প্রশ্নপত্র বিস্তারিত উত্তর সহ প্রদান করা হয়।

Post A Comment: