সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ।

সাধারণ জ্ঞান। General Knowledge

এখানে আপনি সাধারণ জ্ঞান এর 20 টি প্রশ্নের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এই রকম আরো প্রচুর কুইজ পেতে নিম্নের SET-17 / SET-19 বোতাম টি টিপুন।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ |
General Knowledge for all competitive examinations in Bengali.


Important Questions
 For All Competitve Examinations 
General Knowledge Set:18
General Knowledge Quiz
Based on all subjects

কুইজ শুরু করার জন্য নিম্নের Quiz শুরু করুন বোতাম টিপুন।


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন। এখানে ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।

সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।

Note: কুইজ শুরুর আগে সম্পর্কিত প্রশ্ন-উত্তরের সংক্ষিপ্ত আলোচনা যাচাই করে নিতে পারেন।
Quiz Application

নিম্নের বোতাম টিপে ক্যুইজ শুরু করুন।

প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় 20 সেকেন্ড।
Time
Over
score:

QUIZ RESULT

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:




Content Of the Quiz: সাধারণ জ্ঞান:03
📝 জীব বিদ্যার বিভিন্ন শাখার নাম:
• পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কীয় বিজ্ঞান - এ্যানাটমী (Anatomy)
• মৌমাছি ও মধু চাষ সম্পর্কিত বিজ্ঞান - এপিকালচার (Apiculture)
• মৎস্য চাষ সম্পর্কিত বিজ্ঞান - পিসিকালচার (Pisciculture)
• পক্ষী সংক্রান্ত বিজ্ঞান - অর্নিথলজি (Ornithology)
• হাড় সম্পর্কিত বিজ্ঞান - অস্টিওলজি (Osteology)
• পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান - এন্টোমলজি (Entomology)

📝 আবিষ্কার ও আবিষ্কারক:
• টেলিভিশন আবিষ্কার করেন - জন বেয়ার্ড
• টেলিফোন আবিষ্কার করেন - আলেকজান্ডার গ্রাহাম বেল
• বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার করেন - থোমাস সেভারি ( Thomas Savery)

📝 রক্তের বিভিন্ন উপাদান গুলি হল: - রক্ত রস বা প্লাজমা এবং রক্তকণিকা
রক্তরসে 91 থেকে 92 শতাংশ জল এবং 8 থেকে 9 শতাংশ কঠিন পদার্থ থাকে।
রক্তে তিন প্রকারের রক্ত কণিকা থাকে, যথা- লোহিত রক্তকণিকা, যার গড় আয়ু 120 দিন,শ্বেত রক্তকণিকা যার গড় আয়ু 1 থেকে 15 দিন এবং অনুচক্রিকা

📝 রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা গঠন করেন । 1828 সালে আত্মীয় সভা ব্রাহ্মসমাজ নামে পরিচয় লাভ করে।
1867 সালে আত্মারাম পান্ডু রঙ্গ প্রার্থনা সমাজ গঠন করেন।
স্বামী দয়ানন্দ সরস্বতী (মুলা শংকর ) 1875 সালে মুম্বাইয়ে আর্য সমাজ গঠন করেন।
স্বামী বিবেকানন্দ 1887 সালে রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন।

📝 ভারতের সর্বোচ্চ পুরস্কার:
সামরিক পুরস্কার - পরম বীর চক্র
অসামরিক পুরস্কার -ভারতরত্ন
সাহিত্য পুরস্কার -জ্ঞানপীঠ
সিনেমা - দাদাসাহেব ফালকে পুরস্কার
ক্রীড়া পুরস্কার -রাজীব গান্ধী খেলরত্ন

📝ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব :
নীল বিপ্লব - বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য চাষ
শ্বেত বিপ্লব - দুধের অধিক উৎপাদন
রুপালি বিপ্লব - ডিম ও পোল্ট্রি জাতীয় পণ্যের অধিক উৎপাদন
সবুজ বিপ্লব - গম এর অধিক উৎপাদন
সোনালী বিপ্লব - ফল ও মধু উৎপাদন
গোল বিপ্লব - আলুর অধিক উৎপাদন
লোহিত বিপ্লব - মাংসের অধিক উৎপাদন।

📝 বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 সালে নেপালের লুম্বিনীতে জন্মেছিলেন।
তিনি খ্রিস্টপূর্ব 483 সালে উত্তর প্রদেশের কুশিনগরে দেহ ত্যাগ করেন।
বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পলি ভাষায় রচিত হয়েছিল।
প্রথম বৌদ্ধ সম্মেলন ( 483 BC) অজাতশত্রুর আমলে রাজগৃহে হয়েছিল।
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন (383 BC) কালাশক এর আমলে বৈশালি তে হয়েছিল।
তৃতীয় বৌদ্ধ সম্মেলন (250 BC) অশোক এর আমলে পাটলিপুত্রে হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সম্মেলন (98 AD) কনিষ্ক এর আমলে কাশ্মীরে হয়েছিল।
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ।