সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Indian Rivers & Short Questions

এখানে আপনি ভারতের নদ-নদীর সম্বন্ধে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন।

ভারতের নদনদী ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর


আমাদের ওয়েব সাইটে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।

গঙ্গা নদী (মিলনস্থল)
এটি একটি রেখাচিত্র। সমস্ত উপনদী গুলো দেখানো হয়নি।

🖋 ভারতের নদ-নদী : 🖋

(Indian Rivers & short Questions)


1. ভারতের দীর্ঘতম নদী কোনটি?

      A. ব্রহ্মপুত্র
      B. গঙ্গা
      C. সিন্ধু
      D. নীলনদ
উত্তর: B

2. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. মানস সরোবর
      B. রোটাং গিরিপথ
      C. যমুনোত্রী হিমবাহ
      D. গঙ্গোত্রী হিমাবাহ
উত্তর: D
। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ (যা 7,010 মিটার উচ্চতায় অবস্থিত) থেকে ভাগীরথী নামে গঙ্গা নদীর উৎপত্তি হয়।

3. উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কি ছিল?

      A. ভাগীরথী
      B. শোন
      C. গোমতী
      D. যমুনা
উত্তর: A

4. গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?

      A. ভারত মহাসাগর
      B. বঙ্গোপসাগর
      C. আরব সাগর
      D. চম্বল হ্রদ
উত্তর: B

5. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

      A. 2880 কিমি
      B. 2525 কিমি
      C. 2112 কিমি
      D. 1750 কিমি
উত্তর: B

6. ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে কোথায় যুক্ত হয়েছে?

      A. দেবপ্রয়াগ
      B. রুদ্রপ্রয়াগ
      C. হরিদ্বার
      D. এলাহাবাদ
উত্তর: A

7. মন্দাকিনী বা কালিগঙ্গা অলকানন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে?

      A. দেবপ্রয়াগ
      B. রুদ্রপ্রয়াগ
      C. হরিদ্বার
      D. করণপ্রয়াগ
উত্তর: B

8. অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?

      A. গঙ্গা
      B. যমুনা
      C. ভাগীরথী
      D. অলকানন্দা
উত্তর: A

9. গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়?

      A. এলাহাবাদ
      B. হরিদ্বার
      C. রুদ্রপ্রয়াগ
      D. বিহার
উত্তর: B

Important days celebrated throughout the year

10. গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে?

      A. এলাহাবাদ
      B. রাজমহল
      C. ছোটনাগপুর মালভূমি
      D. মহাদেব পর্বত
উত্তর: A

11. গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে?

      A. যমুনা
      B. তিস্তা
      C. মহানন্দা
      D. মহানদী
উত্তর: A,
গঙ্গার প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশ ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী যমুনা নদী নামে পরিচিত।

12. গঙ্গা নদীর উপনদী শোন কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে?

      A. এলাহাবাদ
      B. পাটনা
      C. রাজমহল
      D. হরিদ্বার
উত্তর: B
বিহারের পাটনা জেলার দানাপুর থেকে 16 কিলোমিটার উপরে অর্থাৎ স্রোতের প্রতিকূলে।

13. নিম্নের কোন নদী গুলি গঙ্গার ডান তীরের উপনদী?

      A. শোন ও যমুনা
      B. রামগঙ্গা ও গোমতী
      C. ঘর্ঘরা ও গণ্ডক
      D. কোশী ও ভাগমতী
উত্তর: A

14. গঙ্গার বাম তীরের উপনদী গুলো হল-

      A. ঘর্ঘরা, চম্বল ও যমুনা
      B. কোশী, শোন ও চম্বল
      C. ঘর্ঘরা, গণ্ডক ও কোশী
      D. গণ্ডক, চম্বল ও যমুনা
উত্তর: C

15. কোন নদীকে ভারতের ‘নীলনদ' বলা হয়?

      A. গঙ্গা
      B. সিন্ধু
      C. ব্রহ্মপুত্র
      D. গোদাবরী
উত্তর: B

16. সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?
      A. অমরকন্টক
      B. গঙ্গোত্রী হিমবাহ
      C. মানব সরোবর হ্রদ
      D. আরাবল্লী পর্বত
উত্তর: C
তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে 5,182 মিটার উচ্চতায়।

17. পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয় । এই পঞ্চনদ গুলো কোন নদীর উপনদী?

      A. সিন্ধু
      B. ভাগীরথী
      C. ব্রহ্মপুত্র
      D. যমুনা
উত্তর: A

18. নিম্নের কোনটি সঠিক:

      A. ঝিলাম- বিয়াস
      চেনাব- চন্দ্রভাগা
      বিপাশা- বিতস্তা
      ইরাবতী- রাভী
      শতদ্রু- সরস্বতী
      B. ঝিলাম- বিতস্তা
      চেনাব- সুতলেজ
      বিপাশা- বিতস্তা
      ইরাবতী- রাভী
      শতদ্রু- চন্দ্রভাগা
      C. ঝিলাম- রাভী
      চেনাব- চন্দ্রভাগা
      বিপাশা- বিয়াস
      ইরাবতী- বিতস্তা
      শতদ্রু- সুতলেজ
      D. ঝিলাম- বিতস্তা
      চেনাব- চন্দ্রভাগা
      বিপাশা- বিয়াস
      ইরাবতী- রাভী
      শতদ্রু- সুতলেজ
উত্তর: D

19. নিম্নের কোন নদীকে 'স্কাই রিভার' বলা হয়?

      A. সিন্ধু
      B. গঙ্গা
      C. ব্রহ্মপুত্র
      D. নীলনদ
উত্তর: C

20. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?

      A. ব্রহ্মা
      B. সাংপো
      C. ডিহং
      D. যমুনা
উত্তর: B

21. ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত?

      A. ব্রহ্ম
      B. সাংপো
      C. ডিহং
      D. যমুনা
উত্তর: C

22. ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত?

      A. ব্রহ্ম
      B. সাংপো
      C. ডিহং
      D. যমুনা
উত্তর: D

23. পৃথিবীর সর্বোচ্চ নদী কোনটি?

      A. ব্রহ্মপুত্র
      B. অ্যামাজন
      C. নীলনদ
      D. সিন্ধু
উত্তর: A

24. নিম্নের কোন নদী গুলি পশ্চিম বাহিনী?

      A. নর্মদা ও কৃষ্ণা
      B. তাপ্তি ও নর্মদা
      C. তাপ্তি ও সিন্ধু
      D. সিন্ধু ও নর্মদা
উত্তর: B

25. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. অমরকন্টক মালভূমি
      B. পশ্চিমঘাট পর্বতমালা
      C. আরাবল্লী পর্বত
      D. আনা সাগর
উত্তর: A মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে।

26. নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে?

      A. আরব সাগরে
      B. মান্নার উপসাগর
      C. খাম্বাত উপসাগর
      D. কচ্ছের রান
উত্তর: C

27. অন্তর্বাহিনী নদী লুনি এর উৎপত্তিস্থল কোথায়?

      A. মহাদেব পর্বতের পশ্চিমে
      B. আরাবল্লী পর্বত
      C. মহাকাল পর্বত
      D. আন্না সাগর
উত্তর: D আরাবল্লীর আজমেড়ের পশ্চিমে আন্না সাগর থেকে।

28. লুনি নদীর পতন স্থল কোথায়?

      A. খাম্বাত উপসাগর
      B. কচ্ছের রান
      C. আরব সাগর
      D. থর মরুভূমিতে বিলীন হয়েছে
উত্তর: B

29. নিম্নের কোন নদীকে 'বৃদ্ধ গঙ্গা' বলা হয়?

      A. নর্মদা
      B. কাবেরী
      C. গোদাবরী
      D. কৃষ্ণা
উত্তর: C

30. গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত?

      A. অমরকন্টক
      B. নীলগিরি পর্বত
      C. আনাইমুদি
      D. ট্রিম্বক মালভূমি
উত্তর: D মহারাষ্ট্রের নাসিক এর কাছে ট্রিম্বক মালভূমি থেকে।

31. মঞ্জিরা কোন নদীর উপনদী?

      A. গোদাবরী
      B. কৃষ্ণা
      C. কাবেরী
      D. নর্মদা
উত্তর: A, এটি গোদাবরীর ডান তীরের প্রধান উপনদী।

32. কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. আরাবল্লী পর্বত
      B. মহাবালেশ্বর
      C. দণ্ডকারণ্য
      D. পশ্চিমঘাট পর্বতমালা
উত্তর: B পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে।

33. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?

      A. মহানদী
      B. কাবেরী
      C. কৃষ্ণা
      D. ইন্দ্রাবতী
উত্তর: C

34. এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

      A. মুসি
      B. কৃষ্ণা
      C. কাবেরী
      D. ভীমা
উত্তর: A

35. কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে?

      A. ভারত মহাসাগরে
      B. বঙ্গোপসাগরে
      C. আরব সাগরে
      D. মান্নার উপসাগর
উত্তর: B

36. মুসি নদী কোন নদীর উপনদী?

      A. কাবেরী
      B. গোদাবরী
      C. মহানদী
      D. তুঙ্গভদ্রা
উত্তর: D
মুসি নদী তুঙ্গ ভদ্রার উপনদী। আবার তুঙ্গ ভদ্রা নদী কৃষ্ণা নদীর উপনদী। এই মুসি নদীর তীরে এলাহাবাদ শহরটি অবস্থিত।

37. কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়?

      A. কৃষ্ণা
      B. কাবেরী
      C. গোদাবরী
      D. মহানাদী
উত্তর: B
জল পরিবহনের দিক দিয়ে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু পবিত্রতার দিক দিয়ে কাবেরী নদীর দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ পবিত্র নদী।

38. কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. দণ্ডকারণ্য
      B. অমরকন্টক মালভূমি
      C. ব্রম্মাগিরি
      D. দোদাবেতা পর্বত
উত্তর: C
পশ্চিমঘাট পর্বতের ব্রম্মাগিরি।

39. ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

      A. দামোদর
      B. সুবর্ণরেখা
      C. যমুনা
      D. মহানদী
উত্তর: D

40. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?

      A. শোন
      B. কোশী
      C. গণ্ডক
      D. সবরমতী
উত্তর: B
এটি গঙ্গার বাম তীরের উপনদী।

41. মহানদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. মহাকাল পর্বত
      B. অমরকন্টক
      C. ছোটনাগপুর মালভূমি
      D. দণ্ডকারণ্য
উত্তর: D
ছত্তিসগড় রাজ্যের রাইপুর জেলার দণ্ডকারণ্য পর্বত থেকে।

42. উড়িষ্যার কটক কোন নদীর তীরে অবস্থিত?

      A. দামোদর
      B. মহানদী
      C. সুবর্ণরেখা
      D. ইন্দ্রাবতী
উত্তর: B

43. কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়?

      A. হুগলি
      B. অজয়
      C. দামোদর
      D. মাত্রা
উত্তর: C

44. সিন্ধ কোন নদীর উপনদী?

      A. যমুনা
      B. মহানদী
      C. গোদাবরী
      D. দামোদর
উত্তর: A

45. আসানসোল কোন নদীর তীরে অবস্থিত?

      A. মহানদী
      B. দামোদর
      C. অজয়
      D. সুবর্ণরেখা
উত্তর: C

46. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?

      A. বিপাশা
      B. শতদ্রু
      C. বিতস্তা
      D. চন্দ্রভাগা
উত্তর: C

47. কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়?

      A. মহানন্দা
      B. রায়ডাক
      C. তিস্তা
      D. সংকোশ
উত্তর: C

48. উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?

      A. তিস্তা
      B. তোরসা
      C. জলঢাকা
      D. মহানন্দা
উত্তর: D
মহানন্দা নদীর দৈর্ঘ্য 290 কিমি যা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। নদীটি দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে।

49. কোন নদীর তীরে বালুরঘাট শহরটি অবস্থিত?

      A. পূর্নভবা
      B. সংকোশ
      C. আত্রাই
      D. বালাসন
উত্তর: C

50. পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি?

      A. সংকোশ
      B. রায়ডাক
      C. কালজানি
      D. জলঢাকা
উত্তর: A
সংকোশ নদী কে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমানা নির্দেশ করেছে।

51. শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

      A. তিস্তা
      B. মহানন্দা
      C. তোরসা
      D. রায়ডাক
উত্তর: B
শিলিগুড়ি শহর যা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার মহানন্দা ও বালানস নদীর তীরে অবস্থিত।

52. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?

      A. ভাগীরথী
      B. দামোদর
      C. জলঙ্গী
      D. অজয়
উত্তর: C

53. দক্ষিণ 24 পরগনার ক্যানিং শহর কোন নদীর তীরে অবস্থিত?

      A. দামোদর
      B. মুন্ডেশ্বরী
      C. রূপনারায়ন
      D. মাতলা
উত্তর: D

54. দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. ছোটনাগপুর মালভূমি
      B. অযোধ্যা পাহাড়
      C. রাজমহল পাহাড়ের পশ্চিমাংশ
      D. পাঞ্চেত পাহাড়
উত্তর: A
ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে।

55. পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

      A. 550 কিমি
      B. 520 কিমি
      C. 450 কিমি
      D. 280 কিমি
উত্তর: B

56. লখনৌও শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

      A. যমুনা
      B. গঙ্গা
      C. গোমতী
      D. চম্বল
উত্তর: C
গোমতী যা গঙ্গার বাম তীরের উপনদী।

57. দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

      A. গঙ্গা
      B. যমুনা
      C. সরস্বতী
      D. চম্বল
উত্তর: B
যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী।

58. জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

      A. শতদ্রু
      B. ঝিলাম
      C. তাওয়াই
      D. সিন্ধু
উত্তর: C

59. কোন নদী পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ গঠন করেছে?

      A. অ্যামাজন
      B. নীলনদ
      C. গঙ্গা
      D. সিন্ধু
উত্তর: C

60. নিম্নের কোন নদীটি মান্নার উপসাগর পতিত হয়েছে?

      A. থামিরাভারানি
      B. লোকাপাভানি
      C. অমরাবতী
      D. কাবেরী
উত্তর: A

Read More...