এখানে আপনি সাধারণ জ্ঞান এর 40 টি প্রশ্নের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এই রকম আরো প্রচুর কুইজ পেতে নিম্নের NEXT/PREVIOUS বোতাম টি টিপুন ।

General Knowledge for all competitive examinations in Bengali & Mock Test || Set-17


কুইজ শুরু করার জন্য নিম্নের Quiz শুরু করুন বোতাম টিপুন।
General Knowledge for all competitive examinations in Bengali & Mock Test
Note: কুইজ শুরুর আগে সম্পর্কিত প্রশ্ন-উত্তরের সংক্ষিপ্ত আলোচনা যাচাই করে নিতে পারেন।

Quiz Application

প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় 20 সেকেন্ড।

Time
Over
score:

QUIZ RESULT

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



Content Of the Quiz: সাধারণ জ্ঞান:06
ভারতের ইতিহাস: ষোড়শ মহাজনপদ, ধর্মীয় আন্দোলন (বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম)।
সংবিধান: ভারতের সংবিধানের সূচনা।
ভূগোল: ভারতের জাতীয় উদ্যান, বাঁধ, জলাশয়।

1.📚 DOT কোন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? A. কলেরা B. যক্ষ্মা C. জলাতঙ্ক D. জল বসন্ত

2.📚 কয়লা খনিতে অধিক পরিমাণে পাওয়া যায় – A. সালফার B. নাইট্রোজেন C. মিথেন D. আইসোসায়ানাইড

3.📚 একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে 19 অবশিষ্ট থাকে । সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? A. 0 B. 1 C. 5 D. 6

4.📚 পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ অংশ হল— A. বেলপাহাড়ি B. সান্দাকফু C. ফালুট D. গোর্গাবুরু

5.📚 মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট নিম্নের কোন আইনের ভিত্তিতে তৈরি হয়? A. ভারত শাসন আইন 1909 B. ভারত শাসন আইন 1919 C. ভারত শাসন আইন 1935 D. ভারত স্বাধীনতা আইন 1947

6.📚 গোরুমারা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলাতে অবস্থিত? A. জলপাইগুড়ি B. আলিপুরদুয়ার C. কুচবিহার D. কালিংপং

7.📚 30 মিটার লম্বা এবং 25 মিটার চওড়া একটি বাগানের ভেতর দিকের চারপাশ দিয়ে এক মিটার চওড়া রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? A. 106 মিটার B. 106 বর্গ মিটার C. 130 মিটার D. 130 বর্গমিটার

8.📚 একটি মাঠের দৈর্ঘ্য 75 মিটার এবং প্রস্থ 60 মিটার । মাঠের মাঝখানে দিয়ে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর সমান প্রস্থ বিশিষ্ট একটি করে রাস্তা আছে । রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল 4104 বর্গ কিলোমিটার হলে রাস্তাটির প্রস্থ কত? A. 2 মিটার B. 3 মিটার C. 4 মিটার D. 5 মিটার

9.📚 তেহরি বাঁধ নিম্নের কোন নদীতে অবস্থিত? A. ভাগীরথী B. যমুনা C. বিপাশা D. নর্মদা

10.📚 একটি বহুভুজের বাহুর সংখ্যা 20 হলে বহুভুজের অন্তঃস্থ কোণের মান কত? A. 120 ডিগ্রী B. 145 ডিগ্রি C. 153 ডিগ্রী D. 162 ডিগ্রী

11.📚 গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে ছিল? A. 1946 সালের 9 ডিসেম্বর B. 1947 সালের 22 আগস্ট C. 1947 সালের 24 আগস্ট D. 1949 সালের 26 নভেম্বর

12.📚 এক সাইকেল আরোহী তার গন্তব্যস্থলের এক-তৃতীয়াংশ পথ ঘন্টায় 10 কিমি বেগে এবং বাকি পথ ঘন্টায় 5 কিমি বেগে যায় । সাইকেল আরোহীর গড় গতিবেগ কত? A. ঘন্টায় 8 কিমি B. ঘন্টায় 8.5 কিমি C. ঘন্টায় 6 কিমি D. ঘন্টায় 6.5 কিমি

13.📚 This road is maintained by PWD. What’s the full form of 'PWD'? A. Public Welfare Department B. Private Welfare Development C. Public Working Development D. Public Works Department

14.📚 কত সালে সুন্দরবন জাতীয় উদ্যান কে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে ঘোষণা করা হয়? A. 1984 সালে B. 1987 সালে C. 1992 সালে D. 1998 সালে

15.📚 একটি বহুভুজের প্রত্যেকটি কোণের মান 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? A. ছয়টি B. সাতটি C. আটটি D. নয়টি

16.📚 সরল সুদে কিছু মূলধন জমা দেওয়ার 30 বছর পর চার গুণ হলে বার্ষিক সুদের হার কত? A. 5% B. 8 % C. 10 % D. 12%

17.📚 ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার হ্রদ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? A. উড়িষ্যা B. ছত্রিশগড় C. জম্মু-কাশ্মীর D. উত্তরাখণ্ড

18.📚 কোন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে গণপরিষদ গঠিত হয়েছিল? A. লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা B. ক্রিপস মিশন পরিকল্পনা C. ক্যাবিনেট মিশন পরিকল্পনা D. ভারত স্বাধীন আইন, 1947

19.📚 ভারতের কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? A. উত্তর প্রদেশ B. রাজস্থান C. গুজরাট D. আসাম

20.📚 নিম্নের কোন তারিখে ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল? A. 1950 সালের 26 শে জানুয়ারি B. 1949 সালের 26 শে নভেম্বর C. 1949 সালের 26 শে জানুয়ারি D. 1947 সালের 24 শে আগস্ট

21.📚 গণপরিষদের প্রথম অধিবেশনে নিম্নের কোন ব্যক্তি সভাপতিত্ব করেছিলেন? A. ডঃ বি আর আম্বেদকর B. ডঃ রাজেন্দ্র প্রসাদ C. ডঃ সচিদানন্দ সিনহা D. ডঃ জহরলাল নেহেরু

22.📚 'নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প' নিম্নের কোন নদীতে অবস্থিত? A. গোদাবরী B. কাবেরী C. তাপ্তি D. কৃষ্ণা

23.📚 সংবিধানের খসড়া সম্পূর্ণ করতে কতদিন সময় লেগেছিল? A. 3 বছর 11 মাস 5 দিন B. 2 বছর 11 মাস 18 দিন C. 2 বছর 11 মাস 24 দিন D. 3 বছর 11 মাস 12 দিন

24.📚 নিম্নের কোন ব্যক্তি সংবিধানের খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাবনার প্রস্তাব রেখেছিলেন? A. ডঃ বি আর আম্বেদকর B. ডঃ রাজেন্দ্র প্রসাদ C. ডক্টর জহরলাল নেহেরু D. মহাত্মা গান্ধী

25.📚 ভারতীয় গণপরিষদের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? A. 1946 সালের 13 ডিসেম্বর B. 1946 সালের 11 ডিসেম্বর C. 1946 সালের 9 ডিসেম্বর D. 1947 সালের 29 আগস্ট

26.📚 কবে ভারতীয় আইনসভা প্রথমবারের জন্য দ্বি-কক্ষ করা হয়েছিল? A. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1919 B. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1909 C. ভারত শাসন আইন, 1935 D. ভারত স্বাধীন আইন, 1947

27.📚 লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? A. মনিপুর B. ত্রিপুরা C. উড়িষ্যা D. নাগাল্যান্ড

28.📚 নিম্নের কোন লিপিতে 'ত্রিপিটক' রচিত হয়েছিল? A. ব্রাহ্মী B. খারস্থি C. পলি D. সংস্কৃত

29.📚 ভিতরকণিকা ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? A. মেঘালয় B. কর্ণাটক C. গুজরাট D. ওড়িশা

30.📚 প্রশান্ত মহাসাগরে অবস্থিত গভীরতম খাত 'মারিয়ানা' খাতের গভীরতা কত? A. 8848 মিটার B. 9775 মিটার C. 10,550 মিটার D. 11,033 মিটার

31.📚 মহাবীর জৈন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? A. পাবাপুরী B. কুশিনগর C. রাজগৃহ D. গয়া

32.📚 ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাজ্যের সঙ্গে সীমারেখা রয়েছে? A. মধ্যপ্রদেশ B. উত্তর প্রদেশ C. মহারাষ্ট্র D. অন্ধ্রপ্রদেশ

33.📚 ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? A. উলার হ্রদ B. সম্বর হ্রদ C. চিল্কা হ্রদ D. ডাল হ্রদ

34.📚 ভারতের সংবিধান প্রস্তুত করার জন্য গণপরিষদের মোট কয়টি অধিবেশন হয়েছিল? A. 12 টি B. 11 টি C. 10 টি D. 9 টি

35.📚 ভারতের Forest Research Institute কোথায় অবস্থিত? A. এলাবাদ B. বেঙ্গালুরু C. কোয়েম্বাটোর D. দেরাদুন

36.📚 ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট(1936) কোন রাজ্যে অবস্থিত? A. উত্তরাখণ্ড B. জম্মু-কাশ্মীর C. গুজরাট D. হিমাচল প্রদেশ

37.📚 নিম্নের কোন জাতীয় উদ্যান টি WORLD HERITAGE SITE- এর মর্যাদাপ্রাপ্ত নয়? A. নন্দাদেবী, উত্তরাখান্ড B. সুন্দরবন, পশ্চিমবঙ্গ C. কাঞ্চনজঙ্ঘা, সিকিম D. মানস, আসাম

38.📚 ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য কইবুল লামজা কোন রাজ্যে অবস্থিত? A. নাগাল্যান্ড B. হরিয়ানা C. মনিপুর D. মেঘালয়

39.📚 ভারতের কৃষি জমিতে সেচের প্রধান পদ্ধতি কি? A. কূপ ও নলকূপ B. সেচ খাল C. জলাশয় D. নদী

40.📚 একটি গ্রামে 40% ব্যবসায়ী এবং বাকিরা কৃষক । কৃষকদের 60% লোক গরিব। গ্রামে 40% লোক গরীব থাকলে কত শতাংশ ধনী ব্যবসায়ী রয়েছেন? A. 36% B. 16% C. 9% D. 4%

41.📚 ভাকরা নাঙ্গাল বাঁধ নিম্নের কোন নদীতে অবস্থিত? A. ঝিলাম B. শতদ্রু C. ভাগীরথী D. নর্মদা

42.📚 একটি গুদামে 30 জন শ্রমিকের 30 দিনের খাদ্য মজুদ ছিল । 10 দিন পর আরো 10 জন শ্রমিক যোগ দিলো। ওই খাবার এখন কত দিনের জন্য চলবে? A. 18 দিন B. 16 দিন C. 15 দিন D. 12 দিন

43.📚 প্রথম বৌদ্ধ সম্মেলন নিম্নের কোন রাজার আমলে হয়েছিল? A. বিম্বিসার B. অজাত শত্রু C. অশোক D. কনিষ্ক

44.📚 নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? A. ধনানন্দ B. সদানন্দ C. সর্বানন্দ D. কদফিসেস

45.📚 HVI ভাইরাস নিম্নের কোনটি কে ধ্বংস করে? A. নিউরন B. লোহিত রক্তকণিকা C. T-4 লিম্ফোসাইট D. ওপরের কোনোটিই নয়

46.📚 জাতীয় উদ্যান ‘ VALLEY OF FLOWERS’ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? A. জম্মু ও কাশ্মীর B. কেরালা C. উত্তরাখান্ড D. হিমাচল প্রদেশ

47.📚 একটি দ্রব্য 119 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয় l দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হতো? A. 151 টাকা B. 161 টাকা C. 171 টাকা D. 181 টাকা

48.📚 ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? A. হিমালয় B. আরাবল্লী C. সাতপুরা D. নীলগিরি

49. ওমকারেশ্বর বাঁধ নিম্নের কোন নদীতে অবস্থিত? A. ভাগীরথী B. নর্মদা C. মহানদী D. ব্রহ্মপুত্র

50.📚 গণপরিষদের কেন্দ্রীয় সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? A. ডঃ বি আর আম্বেদকর B. জহরলাল নেহেরু C. জেবি কৃপালিনী D. ডঃ রাজেন্দ্র প্রসাদ
উত্তরের জন্য Quiz শুরু করুন বোতাম টিপুন।

এছাড়াও এখানে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।
Axact

Swapnapuran.com

বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত তথ্য, যেমন - সাধারণ জ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পরিবেশ বিদ্যা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রচুর তথ্য দেওয়া হয়। তাছাড়া Group-D/C/B/A এবং WBCS এর পরীক্ষার জন্য সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সাধারণ জ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (MCQ) এবং মক টেস্ট প্রশ্নপত্র বিস্তারিত উত্তর সহ প্রদান করা হয়।

Post A Comment: