সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারতের বিভিন্ন নদী বাঁধ। Various river dams in India.

ভারতের বিভিন্ন নদীর উপর যে সমস্ত বাঁধ নির্মাণ করা হয়েছে এবং যেসব নদী প্রকল্প গুলো তৈরি করা হয়েছে তাদের তালিকা।

ভারতের বিভিন্ন নদী বাঁধ

বাঁধের নাম অবস্থাননদীর নাম
  ভাকরা নাঙ্গাল প্রকল্প  হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা  শতদ্রু
  নাগার্জুন সাগর প্রকল্প  অন্ধ্রপ্রদেশ  কৃষ্ণা
  সরদার সরোবর প্রকল্প  গুজরাট, মধ্যপ্রদেশ  নর্মদা
  ডালহৌসি প্রকল্প  জম্মু ও কাশ্মীর  চেনাব
  তুঙ্গ ভদ্রা প্রকল্প  কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ  তুঙ্গ ভদ্রা
  হিরাকুদ বাঁধ প্রকল্প  উড়িষ্যা  মহানদী
  দামোদর ভ্যালি প্রকল্প  বিহার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড  দামোদর
  উকাই প্রকল্প  গুজরাট  তাপ্তি
  ভীমা প্রকল্প  মহারাষ্ট্র  ভীমা
  চম্বল প্রকল্প  রাজস্থান ও মধ্যপ্রদেশ  চম্বল
  রিহান্দ প্রকল্প  উত্তর প্রদেশ  রিয়াদ
  ময়ূরাক্ষী প্রকল্প  পশ্চিমবঙ্গ  ময়ূরাক্ষী
  বিপাশা প্রকল্প  হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান  বিপাশা
  রনজিত সাগর বাঁধ  পাঞ্জাব  ইরাবতী
  থরি বাঁধ  উত্তর প্রদেশ  ভাগীরথী
  মহানদী রিজার্ভার প্রকল্প  মধ্যপ্রদেশ  মহানদী
  শ্রী রাম সাগর প্রকল্প  অন্ধ্রপ্রদেশ  গোদাবরী
  জয়কওয়াদি বাঁধ  মহারাষ্ট্র  গোদাবরী
  কাকড়া পাড়া প্রকল্প  গুজরাট  তাপ্তি
  কোনার, পাঞ্চেত,তিলাইয়া, মাইথন বাঁধ  পশ্চিমবঙ্গ ও বিহার  দামোদর
  রাজঘাট বাঁধ প্রকল্প  মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ  বেতিয়া
  ফারাক্কা ব্যারেজ  পশ্চিমবঙ্গ  গঙ্গা
  কোশী নদী প্রকল্প  বিহার ও নেপাল সীমান্ত  কোশী
  গণ্ডক প্রকল্প  বিহার  গণ্ডক
  গান্ধীনগর বাঁধ  মধ্যপ্রদেশ  চম্বল
  রানা প্রতাপ সাগর বাঁধ  রাজস্থান  চম্বল
  জহর সাগর বাঁধ  রাজস্থান  চম্বল