ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সমূহ
FUNDAMENTAL DUTIES [মৌলিক কর্তব্য সমূহ( অনুচ্ছেদ: 51 ক)]সংযোজন : 42 তম সংবিধান সংশোধনী, 1976 (10 টি মৌলিক কর্তব্য)
মোট মৌলিক কর্তব্য : 11 টি
2002 সালের 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 51 (ক) ধারায় 11 তম মৌলিক কর্তব্য টি যুক্ত করা হয়।
ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ :
1. ভারতের সংবিধান মানতে হবে এবং আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অবশ্যই সম্মান করতে হবে।
2. যে মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল তা অবশ্যই লালন ও অনুসরণ করতে হবে।
3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য এবং সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে।
4. দেশরক্ষা ও জাতীয় সেবা কাজে আত্মনিয়োগ এর জন্য ডাকা হলে সাড়া দিতে হবে।
5. ধর্মগত, ভাষাগত, অঞ্চল গত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদাহানিকর' সকল প্রথাকে পরিহার করতে হবে।
6. আমাদের দেশের সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে।
7. বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে।
8. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনোভাবে প্রসার সাধন করতে হবে।
9. জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে।
10. সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।
11. 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে (2002 সালের 86 তম সংবিধান সংশোধনী মাধ্যমে সংযুক্ত)।
2. যে মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল তা অবশ্যই লালন ও অনুসরণ করতে হবে।
3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য এবং সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে।
4. দেশরক্ষা ও জাতীয় সেবা কাজে আত্মনিয়োগ এর জন্য ডাকা হলে সাড়া দিতে হবে।
5. ধর্মগত, ভাষাগত, অঞ্চল গত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদাহানিকর' সকল প্রথাকে পরিহার করতে হবে।
6. আমাদের দেশের সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে।
7. বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে।
8. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনোভাবে প্রসার সাধন করতে হবে।
9. জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে।
10. সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।
11. 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে (2002 সালের 86 তম সংবিধান সংশোধনী মাধ্যমে সংযুক্ত)।