Skip to main content
Categories

About us

Who we are?



  We are the members of SwapnaPuran , a private educational center in the state of West Bengal in India. Professionally all of members are the teacher of different  educational institutions. We all are currently members by an internal agreement of  SwapnaPuran uner internal terms and conditions. Anyone of the members are free to leave or join our center. For the development of this site all members are doing their best

Why is this site? /What is the aims of this site? 

Name of the site: SwapnaPuran
Founder: AH-Education
Aims of this site: SwapnaPuran website is found only for the purpose of teaching and learning online. In this time Indian Students are more dependable on online education in different languages. Whereas students in India learning in many languages of which Bengali is one. We, through this site are providing lots of subjective  educational informations and news. Specially we are teaching students online and offline who are preparing for different competitive examinations for gov. or non-gov. Jobs.  
We are able to reach more students through this site who are unable to meet us directly in our center. So everyone are welcome to our site. It is free to visit and browse.  
We regularly update our site and it's posts. Basically we cover Mathematics, all science, Indian Polity, History, Geography, English and Bengali. We discus  briefly all the subjects so everyone can understand and learn from it. Lots of short answer type questions and multiple questions answers are provided for the students. In one word, our aim is to make a bright future of students. 

Follow Social Site For More

Popular Posts

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ।

সাধারণ জ্ঞান। General Knowledge এখানে আপনি সাধারণ জ্ঞান এর 20 টি প্রশ্নের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এই রকম আরো প্রচুর কুইজ পেতে নিম্নের SET-17 / SET-19 বোতাম টি টিপুন। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং কুইজ | General Knowledge for all competitive examinations in Bengali. Set-19 Set-18 Set-17 Important Questions  For All Competitve Examinations  General Knowledge Set:18 General Knowledge Quiz Based on all subjects কুইজ শুরু করার জন্য নিম্নের Quiz শুরু করুন বোতাম টিপুন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন। এখানে ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সাধারণ জ্ঞান

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর। সংবিধানের 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

ভারতীয় সংবিধান প্রস্তাবনা আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা; মর্যাদা ও সুযোগ-সুবিধা সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। Be With Us and Let's Learn Gk

ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Indian Rivers & Short Questions

এখানে আপনি ভারতের নদ-নদীর সম্বন্ধে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। ভারতের নদনদী ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমাদের ওয়েব সাইটে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান , ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস , ভূগোল , ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন। এটি একটি রেখাচিত্র। সমস্ত উপনদী গুলো দেখানো হয়নি। 🖋 ভারতের নদ-নদী : 🖋 (Indian Rivers & short Questions) 1. ভারতের দীর্ঘতম নদী কোনটি?       A. ব্রহ্মপুত্র       B. গঙ্গা       C. সিন্ধু       D. নীলনদ উত্তর: B Show Answer 2. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?       A. মানস সরোবর       B. রোটাং গিরিপথ       C. যমুনোত্রী হিমবাহ       D. গঙ্গোত্রী হিমাবাহ উত্তর: D । উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ (যা 7,010 মিটার উচ্চতায় অবস্থিত) থেকে ভাগীরথী ন

পশ্চিমবঙ্গের ভূগোল (গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন)

BE WITH US AND LET's LEARN 1.📚 পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? উত্তর - বীরভূম জেলার ময়ূরেশ্বর। 2.📚 পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর - চক্রবর্তী রাজাগোপালাচারী। 3.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? উত্তর - মেছো বিড়াল। 4.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? উত্তর - শ্বেত কন্ঠ মাছরাঙা। 5.📚 পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? উত্তর - শিউলি। 6.📚 পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? উত্তর - ছাতিম গাছ। 7.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? উত্তর - 3 টি বাংলাদেশ, নেপাল ও ভুটান। 8.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? উত্তর - 5 টি আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং ওড়িশা। 9.📚 পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি? উত্তর - কলকাতা। 10.📚 পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? উত্তর - কলকাতায়। ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 11.📚 আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর - দক্ষিণ 24 পরগনা। 12.📚 আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ক

ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)

12 টি  তফশিল:  প্রথম তফশীল - রাষ্ট্রের নাম এবং অঙ্গরাজ্যের নাম। (অনুচ্ছেদ 1 এবং 4)  দ্বিতীয় তফশিল - ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল,লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, উপ সভাপতি, বিধানসভার অধ্যক্ষ এবংউপাধ্যক্ষ, বিধান পরিষদের সভাপতি এবং উপ-সভাপতি, সুপ্রিম কোর্টের বিচারক এবং হাইকোর্টের বিচারক এবং ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বেতন এবং তাদের অধিকার সমূহ।   (অনুচ্ছেদ 59, 65, 75,97,125,148, 158,164,168 এবং 221)।  তৃতীয় তফশিল -  কেন্দ্রীয় মন্ত্রী,  লোকসভার সদস্য, লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী, সুপ্রিম কোর্টের বিচারক, ভারতের  কম্পট্রোলার  এবং অডিটর জেনারেল,  বিধানসভার মন্ত্রী,  বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী , বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারকদের শপথ গ্রহণ ।   (অনুচ্ছেদ 75, 84, 99, 124, 146, 173, 188 এবং 219)  চতুর্থ তফশিল -রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল  গুলিতে রাজ্যসভার সদস্য সংখ্যা  বিভাজন।  (অনুচ্ছেদ 4 এবং 80) পঞ্চম তফশিল - বিভিন্ন তপশিলী ও উপজাতী এলাকার  শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। ( অনুচ্ছেদ 244 ) ষষ্ঠ তফশিল -