সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)

12 টি  তফশিল:

 প্রথম তফশীল - রাষ্ট্রের নাম এবং অঙ্গরাজ্যের নাম। (অনুচ্ছেদ 1 এবং 4) 

দ্বিতীয় তফশিল- ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল,লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, উপ সভাপতি, বিধানসভার অধ্যক্ষ এবংউপাধ্যক্ষ, বিধান পরিষদের সভাপতি এবং উপ-সভাপতি, সুপ্রিম কোর্টের বিচারক এবং হাইকোর্টের বিচারক এবং ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বেতন এবং তাদের অধিকার সমূহ। (অনুচ্ছেদ 59, 65, 75,97,125,148, 158,164,168 এবং 221)। 

তৃতীয় তফশিল-  কেন্দ্রীয় মন্ত্রী,  লোকসভার সদস্য, লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী, সুপ্রিম কোর্টের বিচারক, ভারতের  কম্পট্রোলার  এবং অডিটর জেনারেল,  বিধানসভার মন্ত্রী,  বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী , বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারকদের শপথ গ্রহণ ।  (অনুচ্ছেদ 75, 84, 99, 124, 146, 173, 188 এবং 219) 

চতুর্থ তফশিল -রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল  গুলিতে রাজ্যসভার সদস্য সংখ্যা  বিভাজন। (অনুচ্ছেদ 4 এবং 80)

পঞ্চম তফশিল - বিভিন্ন তপশিলী ও উপজাতী এলাকার  শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। (অনুচ্ছেদ 244)

ষষ্ঠ তফশিল-  আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এর বিভিন্ন তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকার শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। (অনুচ্ছেদ 244 এবং 275) 

সপ্তম তফশিল- কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন।  তিনটি তালিকার মধ্যে ক্ষমতা বন্টন করা হয় , 1.কেন্দ্রীয় তালিকা  2.রাজ্য তালিকা এবং 3.যুগ্ম তালিকা। (অনুচ্ছেদ 246)

অষ্টম তফশিল-  সাংবিধানিক স্বীকৃতি প্রাপ্ত ভাষাসমূহের তালিকা । বর্তমানে এরূপ ভাষার সংখ্যা 22 । প্রথমে তা 14 ছিল। (অনুচ্ছেদ 344 এবং 351)

নবম তফশিল-  ভুমি সংস্কার  আইন-কানুন এবং জমিদারী প্রথার অবসান। তপশীল টি সংবিধানের প্রথম সংশোধনী,1951 এর মাধ্যমে যুক্ত হয়েছে। ( অনুচ্ছেদ 31-B)

দশম তফশিল- লোকসভা এবং বিধানসভার সদস্যদের ক্ষেত্রে সদস্যপদ খারিজ হওয়ার আইন এবং দলত্যাগ বিরোধী আইন। এটি 52 তম সংবিধান সংশোধনী,1985 এর মাধ্যমে যুক্ত হয়েছে। ( অনুচ্ছেদ 102 এবং 191)

একাদশ তফশিল- পঞ্চায়েত  এর অধিকার, ক্ষমতা এবং দায়িত্ব । এটি 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। ( অনুচ্ছেদ 243-G)

দ্বাদশ তফশিল- পৌরসভার অধিকার, ক্ষমতা এবং দায়িত্ব । এটি 1992 সালের 74 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। (অনুচ্ছেদ  243-W)। 

Q. প্রথমে ভারতীয় সংবিধানে কয়টি তপশিল ছিল?

Ans. আটটি। 


এক নজরে ভারতীয় সংবিধানের অংশসমূহ (Parts) :


অংশ-1 ( অনুচ্ছেদ 1-4) - রাষ্ট্র এবং এর রাজ্যসমূহ।
অংশ-2 ( অনুচ্ছেদ 5-11 ) - নাগরিকত্ব।
অংশ-3(অনুচ্ছেদ 12-35 ) - মৌলিক অধিকার। অংশ-4( অনুচ্ছেদ 36-51 ) - রাজ্য পরিচালনার নির্দেশ মূলক নীতি। (DPSP)
অংশ-5 ( অনুচ্ছেদ 52-151) - কেন্দ্র সরকার গঠন এবং শাসন ব্যবস্থা।
অংশ-6 ( অনুচ্ছেদ 152-237 ) - রাজ্য সরকার গঠন এবং শাসন ব্যবস্থা।
অংশ -7 ( অনুচ্ছেদ 238) - দ্বিতীয় ভাগের অঙ্গরাজ্য সমূহ ( 1956 সালের  সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে) ।
অংশ-8( অনুচ্ছেদ 239-242 ) - রাষ্ট্রের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের শাসন ব্যবস্থা।
অংশ-9 ( অনুচ্ছেদ 243-243-O) - পঞ্চায়েত শাসনব্যবস্থা।  অংশ- 9-A ( অনুচ্ছেদ 243P-243ZG ) - পৌরসভা শাসন ব্যবস্থা।
অংশ- 9-B ( অনুচ্ছেদ 243ZH- 243ZT) - কোঅপারেটিভ সোসাইটি।
অংশ- X ( অনুচ্ছেদ 244 -244A ) - তপশিলি জ জাতি এবং তপশিলি উপজাতি এলাকা।
অংশ- XI ( অনুচ্ছেদ  245-263 ) - কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। 
অংশ-XII ( অনুচ্ছেদ 264-300A ) - অর্থ, সম্পদ, চুক্তি এবং মামলা-মোকাদ্দমা।
অংশ-XIII ( অনুচ্ছেদ 301-307 ) - ব্যবসা-বাণিজ্য এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্ক। 
অংশ-XIV ( অনুচ্ছেদ 308-323 ) - কেন্দ্র ও রাজ্য সমূহের অধীনে সরকারি চাকরি।
অংশ-XIV-A ( অনুচ্ছেদ 323A- 323B) - ট্রাইব্যুনালসমূহ।
অংশ- XV ( অনুচ্ছেদ 324-329A) - নির্বাচন সমূহ।
অংশ-XVI ( অনুচ্ছেদ 330-342) - কিছু শ্রেণী সম্পর্কে বিশেষ বিধান সমূহ।
অংশ - XVII ( অনুচ্ছেদ 343 - 351) - সরকারী ভাষা।
অংশ -XVIII ( অনুচ্ছেদ 352 - 360) - জরুরি অবস্থা ঘোষণা এবং তার বিধান সমূহ।
অংশ - XIX ( অনুচ্ছেদ 361 - 367) - বিবিধ।
অংশ -XX ( অনুচ্ছেদ 368) - সংবিধান সংশোধনী।
অংশ -XXI ( অনুচ্ছেদ 369 - 392) - অস্থায়ী ও পরিবর্তনযোগ্য বিশেষ বিধান।
অংশ - XXII ( অনুচ্ছেদ 393 - 395) - সংক্ষিপ্ত নাম,  সূচনা, হিন্দিতে প্রামাণ্য পাঠ  এবং প্রত্যাহার।




ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ(Articles)  সমূহ:      


অনুচ্ছেদ 1 -  রাষ্ট্রের নাম এবং এর অঙ্গরাজ্যগুলো নাম।
অনুচ্ছেদ 2 - নতুন রাজ্যের গঠন।
অনুচ্ছেদ 3 - নতুন রাজ্যের গঠন পদ্ধতি, নাম এবং এর সীমানা এবং আয়তন পরিবর্তন।
অনুচ্ছেদ 4 - অনুচ্ছেদ 2 এবং 3 প্রয়োগের ক্ষেত্রে সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথম চতুর্থ তফসিল পরিবর্তনের আইন।
 অনুচ্ছেদ 5  -এর সংবিধানের সূচনার মাধ্যমে নাগরিকত্ব।
অনুচ্ছেদ 6 - পাকিস্তান থেকে ভারতে স্থানান্তরিত ব্যক্তির নাগরিকত্ব অধিকার।
অনুচ্ছেদ 7- পাকিস্থানে স্থানান্তরিত কিছু ব্যক্তির নাগরিকত্বের অধিকার।
অনুচ্ছেদ 8 - ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাগরিকত্ব অধিকার।
অনুচ্ছেদ 9 - স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে ভারতের নাগরিকত্ব খারিজ।
অনুচ্ছেদ 11 - নাগরিকত্ব আইন পরিবর্তনে ভারতীয় পার্লামেন্টের অধিকার।

মৌলিক অধিকার

অনুচ্ছেদ 14 - সাম্যের অধিকার।
অনুচ্ছেদ 15 - জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান এর ভিত্তিতে ভেদাভেদ নিষিদ্ধকরণ।
অনুচ্ছেদ 15(C) - যানবাহনে মহিলা এবং শিশুদের জন্য সিটের সংরক্ষণ।
অনুচ্ছেদ 16 - সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের ব্যবস্থা।
অনুচ্ছেদ 17 - অস্পৃশ্যতা দূরীকরণ।
অনুচ্ছেদ 18 -শিরোনাম,  যেমন রাজা মহারাজা পন্ডিত ইত্যাদি বিলুপ্তি করন।
অনুচ্ছেদ 19 - বাক স্বাধীনতা সংক্রান্ত কিছু আইন সংরক্ষণ।
 অনুচ্ছেদ 20 -  দোষী সাব্যস্ত তার জন্য  অপরাধীর সুরক্ষা।
অনুচ্ছেদ 21 - জীবন ও ব্যক্তি-স্বাধীনতার সুরক্ষা।
অনুচ্ছেদ 21a- শিক্ষার অধিকার ( 1 থেকে 14 বছর বয়সীদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার যা 2002 সালের 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে) ।
অনুচ্ছেদ 22- নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেফতার এবং নাটকের বিরুদ্ধে অধিকার।
অনুচ্ছেদ 23- জোরপূর্বক কাজ করানো এবং মানুষ কেনাবেচা নিষিদ্ধকরণ।
অনুচ্ছেদ 24 - শিশু শ্রমিক নিষিদ্ধকরণ (14 বছর বয়সের শিশুদের কলকারখানায় কাজ করানো নিষিদ্ধ)।
অনুচ্ছেদ 25 - ধর্মীয় আচার-আচরণ, অনুষ্ঠান এবং প্রচার এর স্বাধীনতা।
অনুচ্ছেদ 28 - নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা বা ধর্মীয় উপাসনায় উপস্থিত থাকার স্বাধীনতা ।
অনুচ্ছেদ 30 - সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার অধিকার।
অনুচ্ছেদ 31 - সম্পত্তির অধিকার( বাতিল)। 1978 সালের 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 300-A অনুচ্ছেদে  আইনি অধিকার হিসাবে যুক্ত হয়েছে।
অনুচ্ছেদ 32 - সংবিধান প্রতিবিধানের অধিকার (মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে) । ( ডঃ বি আর আম্বেদকর এই অনুচ্ছেদটি কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন)

মক টেস্ট দেওয়ার জন্য  ক্লিক করুন Gk-3




DPSP( রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি) 


 অনুচ্ছেদ 39 A - সমান ন্যায়বিচার এবং বিনামূল্যে আইনী সহায়তা (একটি 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে)।
অনুচ্ছেদ 40 - গ্রাম পঞ্চায়েত গঠন।
অনুচ্ছেদ 41- কিছু ক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার।
অনুচ্ছেদ 42- ন্যায়বিচার এবং মানুষের কাজের অবস্থা এবং মাতৃত্বকালীন ত্রাণের ব্যবস্থা।
অনুচ্ছেদ 44 -  ইউনিফর্ম সিভিল কোড।
অনুচ্ছেদ 45 - 6 বছরের কম বয়সী শিশুদের শিক্ষা এবং  শৈশবকালীন যত্নের বিধান।
অনুচ্ছেদ 47 - জনসাধারণের স্বাস্থ্য পুষ্টি এবং দৈনন্দিন জীবনযাপনের মান উন্নয়নে রাজ্যের দায়িত্ব।
অনুচ্ছেদ 48A - পরিবেশ গঠন এবং রক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ।
অনুচ্ছেদ 49 - স্মৃতিস্তম্ভ এবং জাতীয় সৌধ সংরক্ষণ।
অনুচ্ছেদ 50 - বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার পৃথকীকরণ।

মৌলিক কর্তব্য

  • অনুচ্ছেদ 51A - 11 টি মৌলিক কর্তব্য। 

কেন্দ্র সরকার

অনুচ্ছেদ 52 - ভারতের রাষ্ট্রপতি।
অনুচ্ছেদ 54 - রাষ্ট্রপতি নির্বাচন।
অনুচ্ছেদ 55 - রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
অনুচ্ছেদ 56 - রাষ্ট্রপতির মেয়াদ।
অনুচ্ছেদ 60 - রাষ্ট্রপতির শপথ গ্রহণ।
অনুচ্ছেদ 61 - রাষ্ট্রপতির  ইমপিচমেন্ট বা অপসারণ। ( সংসদের যেকোনো কক্ষ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ডাক দিতে পারে)
অনুচ্ছেদ 63 - উপরাষ্ট্রপতি।
অনুচ্ছেদ 64 - পদাধিকারবলে উপ-রাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি।
অনুচ্ছেদ 72 - রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার। আসামির মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য সাজা রদ করতে পারে ।
অনুচ্ছেদ  76 - ভারতের অ্যাটর্নি জেনারেল।
অনুচ্ছেদ 78 - রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানে প্রধান মন্ত্রীর দায়িত্ব।
অনুচ্ছেদ 93- লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ।
অনুচ্ছেদ 97- রাজ্যসভার সভাপতি, উপ-সভাপতি লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর  বেতন এবং ভাতা।
অনুচ্ছেদ 99 - পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ।
অনুচ্ছেদ 106 - পার্লামেন্টের সদস্যদের বেতন ও ভাতা।
অনুচ্ছেদ 108- বিশেষ ক্ষেত্রে সংসদের দুই কক্ষের  যৌথ অধিবেশন।
অনুচ্ছেদ 110 - অর্থবিল এর সংজ্ঞা।
অনুচ্ছেদ 112 - বার্ষিক অর্থ বাজেট।
অনুচ্ছেদ 120 - সংসদে আলোচনায় ব্যবহৃত ভাষা সমূহ।
অনুচ্ছেদ 123 - সংসদের অধিবেশন বন্ধ থাকার সময় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে।
অনুচ্ছেদ 124  - সুপ্রিম কোর্টের ।
অনুচ্ছেদ 125 - সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন এবং ভাতা।
অনুচ্ছেদ 126 - প্রধান বিচারপতির নিযুক্তি করন।
অনুচ্ছেদ 139 - কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টের লেখ জারি করার অধিকার প্রদান।
অনুচ্ছেদ  143  - সুপ্রিম কোর্টকে পরামর্শ প্রদানে রাস্ট্রপতির ক্ষমতা।
অনুচ্ছেদ 148 - কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (CAG)।
অনুচ্ছেদ 151 - অডিট রিপোর্ট। 

রাজ্য সরকার

অনুচ্ছেদ 153 - রাজ্যের রাজ্যপাল।
 অনুচ্ছেদ 155 - রাজ্যপালের নিয়োগ (রাজ্যপাল কে রাষ্ট্রপতি নিয়োগ করেন)।
অনুচ্ছেদ 159 - রাজ্যপালের শপথ গ্রহণ (রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি) ।
অনুচ্ছেদ 161 - ক্ষমা প্রদানে রাজ্যপালের ক্ষমতা।
অনুচ্ছেদ 165 - এডভোকেট জেনারেল।
অনুচ্ছেদ 167 -  রাজ্যপালের কাছে তথ্য প্রদানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ও কর্তব্য।
অনুচ্ছেদ  169 - কিছু রাজ্যের বিধান পরিষদ বিলুপ্তি করণ।
অনুচ্ছেদ 178 - বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
অনুচ্ছেদ 199 - রাজ্যের অর্থ বিল।
অনুচ্ছেদ 214 - রাজ্যগুলি হাইকোর্ট।
অনুচ্ছেদ 217 - হাইকোর্টের বিচারপতি নিয়োগ।
অনুচ্ছেদ 226 - লেখ জারি করার ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা।
অনুচ্ছেদ 233 - জেলা কোড গুলিতে বিচারপতি নিয়োগ।

কেন্দ্রশাসি কেন্দ্রশাসিত

অনুচ্ছেদ 240 - কেন্দ্রশাসিত অঞ্চলের আইন প্রণয়নে রাষ্ট্রপতি ক্ষমতা।

পঞ্চায়েত

অনুচ্ছেদ 243 - পঞ্চায়েত।
অনুচ্ছেদ 243A - গ্রাম সভা।
অনুচ্ছেদ 243D - পঞ্চায়েতের আসন সংরক্ষণ।

পৌরসভা

অনুচ্ছেদ 243P - পৌরসভা।

SC/ ST

অনুচ্ছেদ 244 -  তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এলাকায় শাসনব্যবস্থা।

অর্থ ও সম্পদ

অনুচ্ছেদ 267- জরুরী তবিল।
অনুচ্ছেদ 280 - অর্থ কমিশন।
অনুচ্ছেদ 300A - সম্পত্তির আইনি অধিকার। 

সরকারি চাকরি

অনুচ্ছেদ 312- সর্বভারতীয় চাকরি।

অনুচ্ছেদ 312A - সর্বভারতীয় চাকরির পদ বাড়ানো কিংবা কমানোর ক্ষেত্রে সংসদের ক্ষমতা।
অনুচ্ছেদ 315 - UPSC  এবং PSC।
অনুচ্ছেদ 320 - পাবলিক সার্ভিস কমিশনের কর্তব্য।
অনুচ্ছেদ 323 - পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট।

নির্বাচন

অনুচ্ছেদ 324 - নির্বাচন কমিশন।
অনুচ্ছেদ 326 - প্রাপ্তবয়স্কদের ভোট দানের মাধ্যমে লোকসভা এবং বিধানসভার সদস্যদের নির্বাচন  অর্থাৎ ভোট প্রদানের অধিকার।
অনুচ্ছেদ 330 - লোকসভা নির্বাচনে SC  ও  ST  দের জন্য আসন সংরক্ষণ।
অনুচ্ছেদ 331 - লোকসভায়  Anglo-indian দের প্রতিনিধির আসন সংরক্ষণ। ( রাষ্ট্রপতি কর্তৃক দুইজন অ্যাংলো-ইন্ডিয়ান সদস্য নিয়োজিত হন)।

বিশেষ শ্রেণীর কিছু সুযোগ সুবিধা

অনুচ্ছেদ 332 - বিধানসভা নির্বাচনে SC ও ST দের জন্য আসন সংরক্ষণ।
অনুচ্ছেদ 338 - ন্যাশনাল কমিশন (SC) ।
অনুচ্ছেদ 338A - ন্যাশনাল কমিশন (ST) ।
অনুচ্ছেদ 340 - ব্যাকওয়ার্ড ক্লাস দের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কমিশন নিয়োগ।

সরকারী ভাষা

অনুচ্ছেদ 343 - রাষ্ট্রের সরকারি ভাষা।
অনুচ্ছেদ 345 - রাজ্যের সরকারি ভাষা।

জরুরি অবস্থা

অনুচ্ছেদ 352-  দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা।
অনুচ্ছেদ 356 - রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা (রাষ্ট্রপতি শাসন) ।
অনুচ্ছেদ 360 - আর্থিক জরুরি অবস্থা ঘোষণা।
সংবিধান সংশোধনী
অনুচ্ছেদ 368 - সংবিধান সংশোধনী সংসদের ক্ষমতা।

Share To:

Follow Social Site For More