ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সমূহ প্রশ্ন-উত্তর FUNDAMENTAL DUTIES [মৌলিক কর্তব্য সমূহ( অনুচ্ছেদ: 51 ক)] সংযোজন : 42 তম সংবিধান সংশোধনী, 1976 (10 টি মৌলিক কর্তব্য) মোট মৌলিক কর্তব্য : 11 টি 2002 সালের 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 51 (ক) ধারায় 11 তম মৌলিক কর্তব্য টি যুক্ত করা হয়। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ : 1. ভারতের সংবিধান মানতে হবে এবং আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অবশ্যই সম্মান করতে হবে। 2. যে মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল তা অবশ্যই লালন ও অনুসরণ করতে হবে। 3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য এবং সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। 4. দেশরক্ষা ও জাতীয় সেবা কাজে আত্মনিয়োগ এর জন্য ডাকা হলে সাড়া দিতে হবে। 5. ধর্মগত, ভাষাগত, অঞ্চল গত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদাহানিকর' সকল প্রথাকে পরিহার করতে হবে। 6. আমাদের দেশের সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে। 7. বনভূমি, হ্রদ