Skip to main content

Posts

Categories

Let's Lean

ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার > Fundamental rights

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিষয়টি সংবিধানের তৃতীয় অংশে অনুচ্ছেদ 14-35 তে আলোচিত হয়েছে। মৌলিক অধিকারগুলি মানুষের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান ও মানবিক সম্পদের মৌলিক মানুষিক অধিকারের প্রতি সরবরাহ ও সুরক্ষা প্রদানে গুরুত্ব দেয়। এই অধিকারগুলি ভারতীয় নাগরিকদের সমান সম্মান এবং সমান অধিকারের সাথে বিচারের অধিকার ও স্বাধীনতা প্রদান করে। বিভিন্ন সরকারী, বেসরকারী চাকরীর পরীক্ষার জন্য ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার এর উপর গুরুত্তপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পাশের বোতাম টি টিপুন। চাকরীর পরীক্ষার জন্য গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখুন ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার অনেক গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি। এই মৌলিক অধিকারগুলি মানুষের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান ও মানবিক সম্পদের মৌলিক মানুষিক অধিকারের প্রতি সরবরাহ ও সুরক্ষা প্রদানে গুরুত্ব দেয়। এই অধিকারগুলি ভারতীয় নাগরিকদের সমান সম্মান এবং সমান অধিকারের সাথে বিচারের অধিকার ও স্বাধীনতা প্রদান করে। ভারতীয় সংবিধানের মৌলিক অ
Recent posts

ভারতের ইতিহাসে সাতবাহন, কুষান ও গুপ্ত সাম্রাজ্য। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ও মক টেস্ট।

সাতবাহন, কুষান ও গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস ও গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর। বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও মক্ টেস্ট। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ও মক্ টেস্ট। Subjects: History- Kushan, Satbahan and Gupta Period Polity- Part 1,2,3 Geography - Census Important Awards General Science বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও মক্ টেস্ট। এই অংশে সাধারণ জ্ঞানের 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নের কুইজ দিতে পারবেন এবং আপনার পাপ্ত নম্বর যাচাই করতে পারবেন। Mock Test দেওয়ার জন্য এখানে Click করুন Note: কুইজ শুরুর আগে সম্পর্কিত প্রশ্ন-উত্তরের সংক্ষিপ্ত আলোচনা যাচাই করে নিতে পারেন। ভারতের ইতিহাসে সাতবাহন, কুষান ও গুপ্ত সাম্রাজ্য। ভারতের ইতিহাস: শুঙ্গ বংশ: মৌর্য বংশের প্রায় একশত পঞ্চাশ বছরের (322BC-185BC) পর মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ

ব্রিটিশ ভারতে প্রকাশিত পত্রিকা ও সম্পাদক।
Magazine and editor published in British India.

ব্রিটিশ ভারতে প্রকাশিত প্রথম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদপত্র, তাদের প্রকাশক এবং প্রকাশ করার সময়-কাল। ব্রিটিশ ভারতে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও সম্পাদক এর নাম। Magazine and editor published in British India. পত্রিকার নাম সম্পাদক প্রথম প্রকাশন   বন্দেমাতরম পত্রিকা   অরবিন্দ ঘোষ   1906   বেঙ্গলি পত্রিকা   সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়   1879   যুগান্তর পত্রিকা   ভূপেন্দ্রনাথ দত্ত   1906   কেশরী পত্রিকা   বালগঙ্গাধর তিলক   1881   অমৃতবাজার পত্রিকা   শিশির কুমার ঘোষ   1868   দিকদর্শন, সমাচার দর্পণ   মার্শম্যান   1818   হিন্দু পেট্রিয়ট   হরিশচন্দ্র মুখোপাধ্যায়  1853   সংবাদ কৌমুদী   রাজা রামমোহন রায়   1821   বেঙ্গল গেজেট   জেমস অগাস্টাস হিকি   1782   রাস্ট গোফটার   দাদাভাই নওরোজি   1854   সংবাদ প্রভাকর   ঈশ্বরচন্দ্র গুপ্ত   1831   সমাচার চন্দ্রিকা   ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়   1822   ইন্ডিয়ান মিরর,   সুলভ সমাচার   কেশব চন্দ্র সেন  1861  1870   Ali

ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সমূহ ও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের সংবিধানের অংশ-চতুর্থ(ক) (Part IV A)

ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সমূহ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখুন FUNDAMENTAL DUTIES [মৌলিক কর্তব্য সমূহ( অনুচ্ছেদ: 51 ক)] সংযোজন : 42 তম সংবিধান সংশোধনী, 1976 (10 টি মৌলিক কর্তব্য) মোট মৌলিক কর্তব্য : 11 টি 2002 সালের 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 51 (ক) ধারায় 11 তম মৌলিক কর্তব্য টি যুক্ত করা হয়। ভারতীয় নাগরিকদের 11 টি মৌলিক কর্তব্য সমূহ। ভারতীয় নাগরিকদের 11 টি মৌলিক কর্তব্য সমূহ : 1. ভারতের সংবিধান মানতে হবে এবং আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অবশ্যই সম্মান করতে হবে। 2. যে মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল তা অবশ্যই লালন ও অনুসরণ করতে হবে। 3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য এবং সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। 4. দেশরক্ষা ও জাতীয় সেবা কাজে আত্মনিয়োগ এর জন্য ডাকা হলে সাড়া দিতে হবে। 5. ধর্মগত, ভাষাগত, অঞ্চল গত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদাহানিকর' সকল প্রথাকে পরিহার করতে হবে। 6. আমাদের দে

WBP (Constable) Preliminary Examination 2021 Question Paper || পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার 2021 প্রশ্ন - উত্তর

WBP (Constable) Preliminary Examination 2021 Question Paper || পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার 2021 প্রশ্ন - উত্তর 1. পশ্চিমবঙ্গের রাজ্য পশু (State animal) কি?            A). মেছো বিড়াল            B). রয়েল বেঙ্গল টাইগার            C). গন্ধগোকুল            D). মেছো কুমির উত্তর. A). মেছো বিড়াল Show Answer 2. প্রশ্নবোধক স্থানে কি বসবে? 3F, 6G, 11I, 18L, ?            A). 25P            B). 27P            C). 27Q            D). 25N উত্তর. B). 27P Show Answer 3. কোন সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ (Sum) করলে 75 হয়। সংখ্যাটি কত?            A). 210            B). 120            C). 102            D). 220 উত্তর. B). 120 Show Answer 4. কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন?            A). সিন্ধু সভ্যতা            B). মিশরীয় সভ্যতা            C). মেসোপটেমিয়া সভ্

Follow Social Site For More