সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
পশ্চিমবঙ্গের ভূগোল (গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন)

পশ্চিমবঙ্গের ভূগোল (গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন)

BE WITH US AND LET's LEARN 1.📚 পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? উত্তর - বীরভূম জেলার ময়ূরেশ্বর। 2.📚 পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর - চক্রবর্তী রাজাগোপালাচারী। 3.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? উত্তর - মেছো বিড়াল। 4.📚 পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? উত্তর - শ্বেত কন্ঠ মাছরাঙা। 5.📚 পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? উত্তর - শিউলি। 6.📚 পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? উত্তর - ছাতিম গাছ। 7.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? উত্তর - 3 টি বাংলাদেশ, নেপাল ও ভুটান। 8.📚 পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? উত্তর - 5 টি আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং ওড়িশা। 9.📚 পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি? উত্তর - কলকাতা। 10.📚 পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? উত্তর - কলকাতায়। ভারতের নদনদীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 11.📚 আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর - দক্ষিণ 24 পরগনা। 12.📚 আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ক

সাধারণ জ্ঞান এর 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর || 25 টি মাল্টিপল চয়েস কোশ্চেন|| 40+ মক টেস্ট কুইজ|| GK TEST No-04 1. তিনটি প্রাথমিক রং কি কি? A. লাল নীল হলুদ B. নীল হলুদ সবুজ C. লাল নীল সবুজ D. লাল নীল সাদা উত্তর. C. লাল নীল সবুজ √ Show Answer 2. স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার গতিবেগের অনুপাত 7:5 । স্রোতের বেগ ঘন্টায় 3 কিমি হলে স্থির জলে নৌকার বেগ কত? A. ঘন্টায় 12 কিমি B. ঘন্টায় 16 কিমি C. ঘণ্টায় 18 কিমি D. ঘন্টায় 20 কিমি উত্তর. C. ঘণ্টায় 18 কিমি √ স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার বেগ এর অনুপাত=7:5 মনে করি, অনুকূলে গতিবেগ=7x এবং প্রতিকূলে গতিবেগ=5x (আমরা জানি, (অনুকুলের গতিবেগ+ প্রতিকুলের গতিবেগ) কে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ পাওয়া যায়। আবার, (অনুকুলের গতিবেগ - প্রতিকূলের গতিবেগ) কে 2 দিয়ে ভাগ করলে স্রোতের গতিবেগ পাওয়া যায়।) এখানে স্রোতের বেগ=3 কিমি/ ঘন্টায় অর্থাৎ, (7x-5x) ÷2=3                      বা, x=3 এখন, স্থির জলে নৌকার বেগ

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর। সংবিধানের 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

ভারতীয় সংবিধান প্রস্তাবনা আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা; মর্যাদা ও সুযোগ-সুবিধা সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26 শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। Be With Us and Let's Learn Gk

জেনারেল নলেজ প্রশ্ন উত্তর 2024। 50 টি প্রশ্নের সমাধান।

  General knowledge for different competitive examinations.  1. রক্ত তঞ্চনে সাহায্য করে- A)প্রোথমবিন B) বিলীরবিন C) থিয়ামীন D)থিয়ামীন উত্তর:A. প্রোথমবিন Show Answer 2. পৃথিবীর পৃষ্ঠে মুক্তি বেগ কত?  A)11.2Km/ s  B) 14.2Km/s    C) 12.4Km/s  D)14.4Km/s উত্তর:A.11.2Km/s Show Answer 3.একটি দ্রব্যের দামের উপর পর পর দুই বার 20% ছাড় দিলে মোটের উপর কত ছাড় দেওয়া হয়? A)30%    B) 32%     C) 33½% D) 36% উত্তর:D. 36% Show Answer 4.  সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান কে সংশোধন করা যায়?  A)268 B) 258 C) 368 D)358 উত্তর:C. 368 Show Answer 5. ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? A)1885 B) 1889 C) 1905 D)1916 উত্তর:A. 1885 Show Answer 6. কোন রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? A)0° B) 90°