সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেনারেল নলেজ প্রশ্ন উত্তর 2024। 50 টি প্রশ্নের সমাধান।

 General knowledge for different competitive examinations. 

1. রক্ত তঞ্চনে সাহায্য করে-



উত্তর:A. প্রোথমবিন
2. পৃথিবীর পৃষ্ঠে মুক্তি বেগ কত? 



উত্তর:A.11.2Km/s

3.একটি দ্রব্যের দামের উপর পর পর দুই বার 20% ছাড় দিলে মোটের উপর কত ছাড় দেওয়া হয়?



উত্তর:D. 36%
4.  সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান কে সংশোধন করা যায়? 



উত্তর:C. 368

5. ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?



উত্তর:A. 1885

6. কোন রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়?



উত্তর:C. 180°


7. 120 মিটার একটি ট্রেন একটি খুটি কে 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? 



উত্তর:D. 72km/h

8.  অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?



উত্তর:B. 261BC


9. কোনটি আলাদা? 



উত্তর:D. বাণভট্ট


10. কার আমলে দিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? 



উত্তর:B. কালাশোক

11. Fathometer এর সাহায্যে কি মাপা হয়? 



উত্তর:B. জলের গভীরতা

12.তিনটি  সংখ্যার অনুপাত 3:4:6   এবং গসাগু 5 হলে, ল সা গু কত?



উত্তর:C. 60


13.  RBI  কত সালে জাতীয় ব্যাঙ্ক হিসেবে পরিচিত হয়? 



উত্তর:A. 1949


14.  SAARC কত সালে প্রতিষ্ঠিত হয়? 



উত্তর:B. 1985

15. শরীরের কোন ধমনী তে রক্ত চাপ মাপা হয়?



উত্তর:A. ব্রাকিয়াল

16. একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ 5 মিটার এবং উচ্চতা 4 মিটার হলে ঐ ঘরে সবচেয়ে বড় কত লম্বা রড রাখা যেতে পারে? 



উত্তর:B. 21 মিটার

17. একজন ব্যক্তি কিছু টাকা ব্যাঙ্কে জমা দিয়ে দেখলেন 5 বছর পরে 125 টাকা বেড়েছে। যদি  ব্যাঙ্কে বার্ষিক সুদের হার 5% হয়, তবে তিনি কত টাকা জমা দিয়ে ছিলেন?



উত্তর:D. 500   টাকা
18. কোলকাতা কোন অক্ষ রেখার নিকটতম?



উত্তর:B. 23½° উত্তর   
19.COD- এর ফুলফর্ম কি?



উত্তর:B. Chemical Oxygen Demand   

20. সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোট দান
বয়স 21 বছর থেকে কমিয়ে 18  বছর করা হয়েছে? 



উত্তর:A. 61 তম

21. নতুন ২000টাকা নোট এ কোন যান এর ছবি আছে? 



উত্তর:B. মঙ্গলযান

22.ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?



উত্তর:C.  H J kania

23.বা্ংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কি?   



উত্তর:B. চর্যাপদ

24.  যদি স্রোতের বেগ  ঘন্টায় 3 কিমি এবং স্থির জলে নৌকার বেগ ঘন্টায় 9 কিমি হলে স্রোতের অনুকূলে 60 কিমি যেতে কত সময় লাগবে?



উত্তর:D. 5 ঘন্টা

25.পুরির জগন্নাথ মন্দির কোন রাজার আমলে নির্মিত হয়েছিল? 



উত্তর:A. অনন্ত বর্মন

26. পরবর্তী পদ টি কত?  3, 5, 9,17,?



উত্তর:C. 33 

27. চন্দ্র গ্রহণ হয় যখন-   



উত্তর:B. পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে আসে।

28. কার্তুজ কোন জাতীয় শব্দ? 



উত্তর:A. ফরাসি
29.   ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি?



উত্তর:B. রাইবোফ্ল্যাভিন

30.  জাহাজ যখন নদী থেকে সমূদ্রে প্রবেশ করে তখন কি হয়? 



উত্তর:B. জাহাজ টি একটু  ভেসে ওঠে

31. প্রতিটি ভুল উত্তরের জন্য ¼  নম্বর কাটা হয়। এক জন পরীক্ষার্থী 50 টি উত্তর দিয়ে 35 নম্বর পেল। যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায় তবে সে কয়টি উত্তর ভুল করেছিল?   



উত্তর:D. 12

32. স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়?



উত্তর:D. 1950 সালের 26শে জানুয়ারি

33. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য?



উত্তর:B. তামিলনাড়ু


34. যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? 



উত্তর:D. সরাবতী

35. কোন সংখ্যার 80% এর সঙ্গে 15 যোগ করলে সেই সংখ্যা টি পাওয়া যায়। সংখ্যা টি কত?



উত্তর:B.75

36. ভোরের পাখি কার আখ্যায়িত নাম?



উত্তর:C. বিহারী লাল চক্রবর্তী

37. একটি পরীক্ষায় 80% পরীক্ষার্থী বাংলায় ও 70% পরীক্ষার্থী গনিতে পাশ করেছে। 60% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে এবং 35 জন কোন বিষয়ে পাশ করতে পারেনি। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?           



উত্তর:C. 350 জন

38. বাধেঁর জলে কোন শক্তি থাকে?



উত্তর:B. স্থিতিশক্তি

39. একটি সারিতে রাকেশ বাম দিক থেকে দশম স্থানে এবং ডান দিক থেকে নবম স্থানে দাড়িয়ে আছে। সারিতে মোট কত জন আছে? 



উত্তর:C. 18 জন

40. কোন টি সঠিক?



উত্তর:D. 45 এর 45%>20


41. পশ্চিমবঙ্গের কোন জেলার আয়তন সবচেয়ে কম?



উত্তর:C. কোলকাতা

42. কোন ব্যাঙ্ক কে  আগে ইম্পেরিয়াল ব্যাঙ্ক বলা হতো?   



উত্তর ) B. SBI

43. রাষ্ট্র সংঘ দিবস কবে পালন করা হয়? 



উত্তর:B. October 24

45.  নিচের কে সাহিত্যে নোবেল পুরস্কার 2019 জিতেছেন?



A)পিটার হান্দাকে

46. ভারতে জনগননা কত বছর পর করা হয়?



উত্তর:A. 10 বছর

47. স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার বেগের অনুপাত 7:5 । স্রোতের বেগ 3 কিমি/ ঘন্টা হলে, স্থির জলে নৌকার বেগ কত?



উত্তর:B. 18 কিমি/ ঘন্টা

48. প্লাস্টিক বর্জন এর মাধ্যমে নিচের কোনটি নিয়ন্ত্রণ করা যায়?



উত্তর:D. বন্যা

49. কোলকাতা - দিল্লি  কোন জাতীয় সড়ক দ্বারা যুক্ত করা হয়েছে? 



উত্তর:B. NH- 2

50. জিভের কোন অংশ দিয়ে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি?



A) অগ্রভাগ




জেনারেল নলেজ প্রশ্ন উত্তর 2024।

Follow Social Site For More