সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাধারণ বিজ্ঞান এর 100 টি প্রশ্ন-উত্তর।

প্রত্যেক দিন কিছু নতুন নতুন শর্ট প্রশ্ন- উত্তর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। W.B Group-D, Group-C, Indian Railway Job, ইত্যাদি

1.  কোন ভিটামিনের রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ? – ভিটামিন বি 2   ।
2. জল বরফে পরিণত হলে আয়তনের কি রকম পরিবর্তন  হয় ?  - আয়তন বাড়ে ।
3.   পরমাণু কি দিয়ে গঠিত ? -  প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন ।
4.   টেবিল সুগার কি ধরনের চিনি ?  - সুক্রোজ ।

5.   অ্যাসিড বৃষ্টির হওয়ার জন্য কোন গ্যাস দ্বায়ী  ?   - সালফার ডাই অক্সাইড ।
6.  Indian Space Research Organisation এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?   ব্যাঙ্গালোরে ।
7.  জল ফুটে বাষ্পে পরিণত হওয়া কি ধরনের পরিবর্তন ? - ভৌত পরিবর্তন ।
8.   চাঁদে বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কেন ? -   কারন শূন্য মাধ্যমে শব্দ
বিস্তার লাভ করতে পারে না ।
9.  রক্ত তঞ্চনে কোন ভিটামিন অপরিহার্য ? -  ভিটামিন কে ।
10.  গাছের পাতা সবুজ হওয়ার কারণ কি  ?  - ক্লোরোফিল ।

Important days celebrated throughout the year
11.  1831 সালে কে নিউক্লিয়াস আবিষ্কার করেন ?  - রবার্ট ব্রাউন ।
12.  মানুষের রক্তের পিএইচ এর মান কত ?    7.5  থেকে বেশি ।
13.  গাছের কোন অংশে পেঁয়াজ উতপন্ন হয় ? – কান্ড  stem ।
14.  জার্মান সিলভার এ কত শতাংশ সিলভার থাকে ?  - শূন্য শতাংশ ।
15.  কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ? - ভিটামিন ডি ।
16.   কোন বস্তুর উপর সব রঙের আলো ফেললে  এবং বস্তুটি কোন  রংয়ের আলো
প্রতিফলন না করলে বস্তুটি কি রঙের দেখাবে ?  -   কালো ।
17.সূর্যের সবচেয়ে বাইরের স্তর কে কি বলে ? – কোরোনা।
18.  কোন অ্যাসিড সোনা গুলিয়ে দিতে পারে ?  - একুয়া রেজিয়া ।
19. একুয়া রিজিয়া কি ?  - তিন আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং  এক আয়তন
নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে  একুইয়া রেজিয়া বলা হয় ।
20.  ক্লোরোফ্লোরো কার্বন কি নামে পরিচিত ?  - ফ্রিয়ন ।
21.  সোডিয়াম কার্বনেট এর সাধারণ নাম কি?  - সোডা ।
22.  সবচেয়ে কম কত দূরত্বের জিনিসকে আমরা সাধারণ দৃষ্টিতে স্পষ্ট দেখি ? - 
 25 সেন্টিমিটার ।
23.  কোন বিস্তারের শব্দ তরঙ্গ কে আমরা উল্ট্রাসান্ডস বলি ?  - কুড়ি হাজার হার্জের
বেশি  কম্পাঙ্কের শব্দ তরঙ্গ  কে ।
24.  কোন বিস্তারের শব্দ তরঙ্গ কে ইনফ্রা সাউন্ড বলা হয় ?  - কুড়ি হার্জের কম
কম্পাঙ্কের শব্দ তরঙ্গ কে ।
25.  স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব কত হওয়া দরকার? –
কমপক্ষে 17.2 মিটার ।
26.   একজন ব্যক্তি কাছের জিনিস কি স্পষ্ট দেখে কিন্তু দূরের জিনিস গুলো কে
আব্ছা দেখে, তার কি রোগ হয়েছে ?  - মাইয়োপিয়া ।
27.  বন্দুকের গুলি ছুড়লে বন্দুক পিছনদিকে সরে আসে, এটি নিউটনের কোন সূত্র?
 - নিউটনের তৃতীয় সূত্র  । প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
28.  কার্যের এসআই একক কী ? - জুল ।
29.  ডেসিবেল এককের সাহায্যে কি মাপা হয়? -  শব্দ ।
30.  অতিরিক্ত মদ্যপানের ফলে মানব শরীরের কোন অঙ্গ অকেজো হয় ? -  লিভার বা যকৃত।
31.  এক ফোটা তেল জলের উপরে ফেললে পুরো জলে তেল বিন্দুটি ছড়িয়ে পড়ে
এর কারণ কি ? -  তেলের পৃষ্ঠটান জলের পৃষ্ঠটান থেকে কম হওয়ার কারণে ।
32.   প্রিজম তার কোন ধর্মের জন্য সাদা আলোকে সাতটি রঙের আলোতে ভাগ
করতে পারে ? -   বিচ্ছুরণ ধর্ম ।
33.   সোডিয়াম বাই কার্বনেট এর সাধারণ নাম কি ?  - খাবার সোডা ।
34. CHCL3  যৌগ টি কি নামে পরিচিত ? -  RDX ।
35.  দুধে স্বর তৈরি হওয়ার কারণ কি ? -  ব্যাকটেরিয়া ।
36.  মানব শরীরের সবথেকে বড় গ্রন্থি কি? – লিভার  বা  যকৃত।
37.  মানবের শরীরের রক্ত কি ধরনের কলা? - তরল যোগ কলা ।
38.  সানিটারিয়াম এ কি ধরনের রোগ চিকিৎসা করা হয় ? - টিউবারকুলোসিস  ।
39.  কোন বস্তুর ওজন কে তার আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
 - বস্তুটির ঘনত্ব ।
40.  যে ব্যক্তি লেন্স ছাড়া পড়তে পারেন না তিনি কি ধরনের লেন্স ব্যবহার করবেন?
- উত্তল লেন্স ।
41.  ডায়নামোতে কি রকম শক্তি পরিবর্তিত হয়?    - যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি ।
42.  পেরিস্কোপে আলোর কোন ধর্ম ব্যবহার হয়?  - আলোর প্রতিফলন ।
43.  আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কিছুটা দিক পরিবর্তন করে এই ধর্ম
কে কি বলা হয় ? - আলোর প্রতিসরণ ।
44.  মহাকাশ সম্বন্ধীয় বিজ্ঞান কে কি বলে? - জ্যোতির্বিদ্যা  বা  অ্যাস্ট্রোনমি ।
45. সূর্য থেকে আগত কোন রশ্মি মানব শরীরে  চর্ম ক্যান্সার ঘটাতে পারে ?
- উল্ট্রা ভায়োলেট  রশ্মি ।
46. মানব শরীরে  রোগ প্রতিরোধ ব্যবস্থা কোন অংশ করে থাকে?  শ্বেত রক্তকণিকা ।
47.  বর্ণান্ধ ব্যক্তি লাল রং কে কি রকম দেখে?  - সবুজ ।
48.  একটি শিশুর লিঙ্গ নির্ধারণ হয়  কার ক্রোমোজোমের উপর নির্ভর করে ?
 - শিশুটির বাবার ।
49.  টেলিফোন কে আবিষ্কার করেছিলেন ?   -  গ্রাহামবেল ।
50.  জৈব যৌগ গুলির পরমাণুর কি ধরনের বন্ধন এর যুক্ত হয় ?  - সমযোজী বন্ধন ।
51.  বস্তুর ভর , ওজন এবং আয়তন এর মধ্যে কোনটি পৃথিবীর সব জায়গায় সমান থাকে ?
 - বস্তুর ভর ।
52.  কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি?     4° C ।
53.  দুটি বরফ টুকরো কে একসঙ্গে কিছুক্ষণ চেপে রাখার পর ছেড়ে দিলে জোড়া
 লেগে যায় কেন?  -   কারণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় ।
54.  লজ্জাবতী পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলি মুদে যায়, এটি কি ধরনের চলন?
 -সিসমোন্যাস্টিক চলন ।
55.  পদ্মফুল দিনের বেলায় ফোটে রাত্রে মুদে যায় এটি কি প্রকার চলন? –
 ফটো ন্যাস্টিক চলন।
56. কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায় যা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে লাগে?
  - সিঙ্কোনা গাছের ছাল থেকে।
57.  সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর
ওষুধ তৈরিতে লাগে?  - রেসারপিন।
58.  তামাক গাছের পাতায় কোন উপক্ষার পাওয়া যায় ?  - নিকোটিন।
59.  আফিম গাছের কাঁচা ফলের ত্বকে কোন উপক্ষার পাওয়া যায় যা ব্যথা-বেদনা
উপশমকারী ঔষধ তৈরিতে লাগে?   - মরফিন।
60.  কফি গাছের বীজে কোন  উপক্ষার পাওয়া যায়?  - ক্যাফিন।
61.  রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে কোন রোগ হয়?   - জন্ডিস।
62.  মানব শরীরের বৃহত্তম ধমনী কোনটি ?  - অ্যাওর্টা ।
63.  সিগমেন্ট রিং স্টেজ পরীক্ষা কোন রোগে করা হয় ? -   ম্যালেরিয়া ।
64.  লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন?  - একশো কুড়ি দিন।
65.  কে ছোট পক্সের টিকা আবিষ্কার করেন?  -  Edward Jenner  ।
66.   কাকে কোষের শক্তিঘর বলা হয় ?    মাইট্রোকন্ডিয়া ।
67.  চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাসে বসে থাকা যাত্রী গুলো সামনের দিকে
ঝুকে যায় এটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়?  -   নিউটনের প্রথম গতিসূত্র ।
68.    তথ্য আদান প্রদান করার জন্য ব্যবহৃত উপগ্রহ গুলি  ভূপৃষ্ঠ থেকে কত
উচ্চতায় অবস্থিত?   -   35786 কিমি। 
69.   জন্ডিস মানব শরীরের কোন অঙ্গে সংক্রমণের ফলে ঘটে?   -   লিভার।
70.   1984 সালে ভোপালে  কোন  গ্যাসের দুর্ঘটনা ঘটেছিল ? 
 -    মিথাইল আইসোসায়ানেট।
71.  ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্য ভট্ট কত সালে  উৎক্ষেপণ করা হয়েছিল?
  -  1975 সালের 19 এপ্রিল।
72.  Laughing gas  -এর রাসায়নিক সংকেত কি?  -   N2O   ।
73.  সূর্যের শক্তি কোন পদ্ধতিতে উৎপন্ন হয় ?    -  নিউক্লিয় সংযোজনের মাধ্যমে।
74.  তেজস্ক্রিয় মৌল কোন কণার নিঃসরণ করে ?  -   আলফা বিটা এবং গামা।
75.  নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?  -  মৎস্য উৎপাদন।
76.  ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী ?  -  CFC      ।
77.  গ্রীন হাউজ প্রভাব ঘটার কারণ কি ? -  তাপমাত্রা বৃদ্ধি ।
78.  বায়ুমণ্ডলের আয়তনের সর্বাধিক  অংশ কোন গ্যাস দখল করেছে ? -   নাইট্রোজেন।
79.  মাল্টি ড্রাগ থেরাপি কোন রোগের ক্ষেত্রে  প্রয়োগ করা হয় ?  -     কুষ্ঠ রোগ।
80.  পেন্সিলের মধ্যে অবস্থিত কাল অংশটি কি ?   -   গ্রাফাইট ।
81.  বিমানে অবস্থিত ব্লাক বক্স এর কাজ কি ?  -  ফ্লাইট ডাটা সংরক্ষন ।
82.  এক ব্যক্তির চোখের রং কালো নীল  বাদামী হওয়া কিসের উপর নির্ভর করে ?
  -  করোঅ্যাড রঞ্জক এর উপর ।
83.  মানব শরীরের  চর্ম কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক ভাবে সহ্য
করতে পারে ?    40°C    ।
84.   একটি পিঁপড়া তার চারিদিকের সবকিছু কে দেখতে পায়   কিভাবে  ?
  -  যৌগ চোখের সাহায্যে  বা  Compound Eyes   ।
85.  বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিলেন ? -  থমাস আলভা এডিশন ।
86.  যখন বরফ গলে জলে পরিণত হয় তখন আয়তনের কি রকম পরিবর্তন হয় ?
  - আয়তন কমে যায় ।
87.  একটি দন্ড চুম্বককে মাঝখানে ভেঙ্গে  দুই টুকরো করলে কী ঘটবে ?
-   উভয় টুকরোতে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থাকবে ।
88.  কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই মান থাকে?    -40° ।
89. Knot কিসের একক ?-   জাহাজের স্পিড এর একক ।
90.  সালোকসংশ্লেষ এর ফলে শক্তির কিরূপ পরিবর্তন হয় ?
 -  আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয় ।
91.  বংশগতির একক কি ? -  জিন ।
92.  মায়োপিয়া আক্রান্ত ব্যক্তি কোন লেন্স ব্যবহার করেন ?  -   অবতল লেন্স ।
93. Tympanum - হল কার অন্য নাম ? -  কর্ণপটহ ।
94. হাইপোথেলামাস শরীরের কোন অংশে অবস্থিত ?  -   মানব ব্রেন ।
95.  জল বাতাস ও লোহার মধ্যে কোনটিতে শব্দের বেগ  সবচেয়ে বেশি ?
 -  লোহা ।
96.  প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটি কোন সূত্র ?
 -  নিউটনের তৃতীয় গতিসূত্র ।
97.  চাঁদের মাটিতে প্রথম কে পা রেখেছিলেন ? -  নীল আর্মস্ট্রং ।
98.   The Indian Institute of Science  কোথায় অবস্থিত ?  -  ব্যাঙ্গালোর  ।
99.  মানব শরীরে কয়টি হাড় থাকে ?   206 টি ।
100.  নবজাতক শিশুর শরীরে কয়টি হাড় থাকে ?   270  এর বেশি ।

Collected by -  AH EDUCATION




Follow Social Site For More