সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর। যে কোন চাকরির পরীক্ষার জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর। যে কোন চাকরির পরীক্ষার জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

1.লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিলেন? A. 1793 সালে B. 1893 সালে C. 1693 সালে D. 1593 সালে 2.পশ্চিমবঙ্গে নারী পুরুষের অনুপাত কত? ( প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা) A.964 জন B. 960জন C. 950 জন D. 978 জন 3.কোন দেশের অলিখিত সংবিধান রয়েছে? A.ইউ এস এ B. ইউ কে C. ভারত D. বাংলাদেশ 4.ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? A.দিল্লি B. কলকাতা C. চেন্নাই D. মুম্বাই 5.একটি পরীক্ষায় 30% পরীক্ষার্থী অংকে পাশ করেছে এবং 50% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। যদি কোন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস না করে থাকে এবং 50 জন ছাত্র ফেল করে থাকে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? A. 300 B.250 C.350 D. 275 6. নিচের কোনটি স্কেলার রাশি? A. গতিবেগ B.বল C.কৌণিক গতিবেগ D. দ্রুতি 7.ওজোন মন্ডল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার C. হাইড্রোস্পেয়ার D. এক্সোস্ফিয়ার 8.4, 8, 28, 80, 244, ? A. 278 B.428 C. 628 D. 728 9.ডঃ

Math-3 (Mathematics এর সেট 3 এর সমস্ত অংকের সমাধান)

A:B=4:7 এবং B:C=5:6 হলে A:B:C=? A:B=4:7 B:C=5:6 A:B:C= 20:35:42 [ দ আকারে গুন করে] 5 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। যদি একজন পুরুষ দুইজন মহিলার সমান কাজ করতে পারে তাহলে 11 জন পুরুষ ও 10 জন মহিলা কাজটি কতদিনে শেষ করবে? 5 জন পুরুষ +6 জন মহিলা [ সময় লাগে 8 দিন] = 5 জন পুরুষ + 3 জন পুরুষ [ 2জন মহিলা =1 জন পুরুষ] = 8 জন পুরুষ [ সময় লাগে 8 দিন] একইভাবে, 11 জন পুরুষ + 10 জন মহিলা = 11 জন পুরুষ +5 জন পুরুষ = 16 জন পুরুষ 8 জন পুরুষের সময় লাগে 8 দিন 16 জন পুরুষের সময় লাগবে 8×8/16 দিন =4 দিন 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুন ছিল এবং পাঁচ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। বর্তমানে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত কত? মনে করি পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল x পিতার বয়স পুত্রের বয়সের 5 গুন ছিল, অতএব পিতার বয়স ছিল 5x চিত্র অনুসারে, 5x+10=(X+10) ×3 বা, 5x-3x= 30-10 বা, x= 10 বর্তমানে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত =5x+5 : x+5 =55: 15 =11:3 একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 ক

Math-2 ( Mathematics এর সেট 2 এর সমস্ত অংকের সমাধান এখানে করা হয়েছে। সমাধানগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।

একটি বাক্সে একটি লাল বল,একটি নীল বল ও একটি সবুজ বল আছে। লাল ও নীল বর্ণের ওজনের অনুপাত 5:6 এবং নীল ও সবুজ বলের ওজনের অনুপাত 5:4। নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত হবে? লাল : নীল = 5 : 6 নীল : সবুজ = 5:4 লাল : নীল : সবুজ =25 : 30 : 24 যেহেতু, সবুজ বলের ওজন 60 গ্রাম এখানে, 30 ভাগ মানে 60 হলে 24 ভাগ মানে হবে 48 সবুজ বলের ওজন 84 গ্রাম। 5 অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 5:4 হলে, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? বৃত্ত দুটির অনুপাত = 5:4 মনে করি বৃত্ত দুটির ব্যাস যথাক্রমে 5a এবং 4a তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 5a/2 এবং 4a/2  অতএব  ক্ষেত্রফলের অনুপাত =π(5a/2) ² : π(4a/2) ² =25a²/4 : 16a²/4 =25 : 16 A ও B এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। তারা প্রত্যেকে 1000 টাকা সঞ্চয় করলে B এর আয় কত? মনে করি A ও B এর আয় যথাক্রমে 3a এবং  2a এবং A ও B এর ব্যয় যথাক্রমে 5b এবং 3b তাহলে,                        A এর সঞ্চয় 3a -
Math-1

Math-1

সমহারে 300 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 3 বছরের সুদ একত্রে 150 টাকা হলে বার্ষিক সুদের হার কত? মনে করি বার্ষিক সুদের হার 1% তাহলে, 300 টাকার 4 বছরের সুদ = 12 টাকা 600 টাকার 3 বছরের সুদ = 18 টাকা মোট সুদ = 12+18 = 30 টাকা অতএব, বার্ষিক সুদের হার = 150 / 30 = 5 % সমহারে 300 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 3 বছরের সুদের অন্তর 60 টাকা হলে ব্যাংকের বার্ষিক সুদের হার কত? মনে করি বার্ষিক সুদের হার 1% অতএব, 300 টাকার 4 বছরের সুদ =12 টাকা 600 টাকার 3 বছরের সুদ = 18 টাকা সুদের অন্তর = 18 -12= 6 টাকা অতএব, বার্ষিক সুদের হার =60/6=10% এক ব্যক্তি 40 হাজার টাকা 6% বার্ষিক সরল সুদে জমা দেওয়ার এক বছর পর কিছু টাকা 8% বার্ষিক সরল সুদে জমা দেন এবং প্রথমবার জমা দেওয়ার পাঁচ বছর পর দুই ক্ষেত্রে সমান হয়। দ্বিতীয় বার কত টাকা জমা দিয়েছিলেন? 40000 টাকার 6% বার্ষিক সরল সুদে 5 বছরের সুদ = 400×6×5 টাকা =12000 টাকা  দ্বিতীয় বার জমা দেওয়া টাকা কেটেছিল 5 - 1 =4 বছর মনে করি x টাকা জমা দেওয়া হয়েছিল । 8% সরল সুদ
ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)

ভারতের সংবিধান (তফশীল এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ)

12 টি  তফশিল:  প্রথম তফশীল - রাষ্ট্রের নাম এবং অঙ্গরাজ্যের নাম। (অনুচ্ছেদ 1 এবং 4)  দ্বিতীয় তফশিল - ভারতের রাষ্ট্রপতি, রাজ্যপাল,লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি, উপ সভাপতি, বিধানসভার অধ্যক্ষ এবংউপাধ্যক্ষ, বিধান পরিষদের সভাপতি এবং উপ-সভাপতি, সুপ্রিম কোর্টের বিচারক এবং হাইকোর্টের বিচারক এবং ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বেতন এবং তাদের অধিকার সমূহ।   (অনুচ্ছেদ 59, 65, 75,97,125,148, 158,164,168 এবং 221)।  তৃতীয় তফশিল -  কেন্দ্রীয় মন্ত্রী,  লোকসভার সদস্য, লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী, সুপ্রিম কোর্টের বিচারক, ভারতের  কম্পট্রোলার  এবং অডিটর জেনারেল,  বিধানসভার মন্ত্রী,  বিধানসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী , বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারকদের শপথ গ্রহণ ।   (অনুচ্ছেদ 75, 84, 99, 124, 146, 173, 188 এবং 219)  চতুর্থ তফশিল -রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল  গুলিতে রাজ্যসভার সদস্য সংখ্যা  বিভাজন।  (অনুচ্ছেদ 4 এবং 80) পঞ্চম তফশিল - বিভিন্ন তপশিলী ও উপজাতী এলাকার  শাসনকার্য পরিচালনার বিধি-বিধান। ( অনুচ্ছেদ 244 ) ষষ্ঠ তফশিল - 

হৃদপিন্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি এবং সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তর।

মানব শরীরের বিভিন্ন অঙ্গ এবং রক্ত মানব শরীরে হাড়ের সংখ্যা-206 নবজাতকের হাড়ের সংখ্যা-300 এর বেশি মানব শরীরে রক্তের স্বাভাবিক চাপচাপ-120/80 শিশুর দুধ দাঁতের সংখ্যাসংখ্যা-20 মানব হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা-4 ( ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ ও বাম নিলয়) মানব রক্তের ক্ষারীয়তা(PH) -7.4 pH মানব শরীরের বৃহত্তম গ্রন্থি-লিভার বা যকৃৎ বৃহত্তম অঙ্গ-চর্ম বা চামড়া হৃদস্পন্দন সংখ্যা- 72-78/ সেকেন্ড মানব শরীরে রক্তের রক্ত রঞ্জক= হিমোগ্লোবিন (লাল)। (ঝিনুক, শামুক, চিংড়ি  প্রভৃতি প্রাণীর রক্তের হিমোগ্লোবিন এর পরিবর্তে হিমোসায়ানিন থাকে। তাই এদের রক্ত নীলাভ দেখায়। পতঙ্গদের রক্তে কোন রঞ্জক থাকেনা তাই এদের রক্ত  বর্ণহীন।)  Share To: MOCK TEST SET GK-1 রক্তে জলের পরিমাণ-   91-92% রক্তে কঠিন পদার্থের পরিমাণ-  8-9% রক্তে রক্তরসের পরিমান-   55% ( প্রায়)  মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু-   120 দিন শ্বেত রক্ত কণিকার আয়ু-   1-15 দিন রোগজীবাণু ধ্বংস করে- শ্বেত রক্তকণিকা রক্তবাহে রক্ত তঞ্চন রোধ করে- হেপারিন  (এটি বেসোফিল শ্বেত কণিকা থেকে নিঃসৃত হয়)