সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

100 টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তরI

এখানে আপনি সাধারণ জ্ঞান এর 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পাবেন।

General Knowledge questions with answers for all competitive examinations in Bengali.


আরও প্রশ্ন-উত্তর পেতে ➡ PREVIOUS NEXT

এখানে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।

🖋 Multiple Choice Questions [Note]:
      

(100 টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর)



1. 📖 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানকে সংশোধন করা যায়?
A. অনুচ্ছেদ 248
B. অনুচ্ছেদ 368
C. অনুচ্ছেদ 236
D. অনুচ্ছেদ 414
উত্তর: B অনুচ্ছেদ 368


2. 📖 সিল্কের রাসায়নিক প্রকৃতি কেমন?
A. প্রোটিন
B. ফ্যাট
C. কার্বোহাইড্রেট
D. কোনোটিই নয়
উত্তর: A প্রোটিন


3. 📖 ভারতের প্রথম ভাইসরয় হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
A. লর্ড ওয়ারেন হেস্টিংস
B. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
C. লর্ড ক্যানিং
D. লর্ড ডালহৌসি
উত্তর: C লর্ড ক্যানিং


4. 📖 আলোর কোন ধর্মের জন্য মরুভূমিতে মরীচিকা গঠিত হয়?
A. আলোর প্রতিফলন
B. ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ
C. আলোর বিচ্ছুরণ
D. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
উত্তর: D অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন


5. 📖 একটি বাস্তুতন্ত্রের ঘাসের ভূমিকা কি?
A. উৎপাদক
B. বিয়োজক
C. প্রাথমিক খাদক
D. প্রোগৌণ খাদক
উত্তর: A উৎপাদক


6. 📖 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি কোথায় হয়?
A. আরব সাগরে
B. ভারত মহাসাগরে
C. ভূমধ্যসাগরে
D. আটলান্টিক মহাসাগর
উত্তর: C ভূমধ্যসাগরে


7. 📖 পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা (22½° উঃ) অতিক্রম করেছে?
A. চারটি
B. পাঁচটি
C. ছয়টি
D. সাতটি
উত্তর: B পাঁচটি


8. 📖 27° সেন্টিগ্রেড এর মান কেলভিন স্কেলে কত?
A. 300 K
B. -274 K
C. -300 K
D. -270 K
উত্তর: A 300K
-237°C = 0K
0°C = 273K
27°C = (273 + 27)K = 300K


9. 📖 স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড মাউন্টব্যাটেন
B. চক্রবর্তী রাজা গোপালাচারী
C. ডঃ রাজেন্দ্র
D. মৌলানা আবুল কালাম আজাদ
উত্তর: B চক্রবর্তী রাজা গোপালাচারী


10. 📖 হাইড্রোফোন এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
A. সমুদ্রের গভীরতা
B. জলের গভীরে শব্দের তীব্রতা
C. বৃষ্টিপাতের পরিমাণ
D. বায়ুর আর্দ্রতা
উত্তর: B জলের গভীরে শব্দের তীব্রতা


11. 📖 চা উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. কেরালা
D. তামিলনাড়ু
উত্তর: B আসাম


12. 📖 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
A. 64.83%
B. 65.45%
C. 74.04%
D. 82.14%
উত্তর: C 74.04%


13. 📖 নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
A. কার্বন ডাই অক্সাইড
B. মিথেন
C. সালফার হেক্সাফ্লুরারিড
D. হাইড্রো অক্সাইড
উত্তর: D হাইড্রো অক্সাইড


14. 📖 ভারতের কোন রাজ্য আয়তনের দিক থেকে দ্বিতীয় স্থান দখল করেছে?
A. উত্তর প্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. মহারাষ্ট্র
D. ছত্রিশগড়
উত্তর: C মহারাষ্ট্র


15. 📖 আর্যরা প্রথমে কোথায় স্থায়ী বসবাস শুরু করে?
A. বালুচিস্তানে
B. পাঞ্জাবে
C. সিন্ধু উপত্যকা
D. কাশ্মীরে
উত্তর: B পাঞ্জাবে


16. 📖 ভারতের কোন পর্বত শ্রেণীর শ্রেণীতে ভারতের সবচেয়ে বৃহত্তম হিমবাহ সিয়াচেন অবস্থিত?
A. কারাকোরাম পর্বত শ্রেণী
B. পিরপাঞ্জাল পর্বত শ্রেণী
C. কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট পর্বতশ্রেণী
D. মধ্য নেপাল পর্বতশ্রেণী
উত্তর: A


17. 📖 কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
A. উড়িষ্যা
B. মধ্যপ্রদেশ
C. পশ্চিমবঙ্গ
D. আসাম
উত্তর: D


18. 📖 73 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতিরাজ চালু হওয়ার পর সর্বপ্রথম কোন রাজ্যে কার্যকর করা হয়?
A. বিহার
B. পশ্চিমবঙ্গ
C. পাঞ্জাব
D. কর্ণাটক
উত্তর: D কর্ণাটক


19. 📖 বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন?
A. বিজ্ঞান
B. সাহিত্য
C. অর্থনীতি
D. চিকিৎসা শাস্ত্র
উত্তর: C অর্থনীতি


20. 📖 নন্দাদেবী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. উড়িষ্যা
B. উত্তরাখন্ড
C. তামিলনাড়ু
D. মধ্যপ্রদেশ
উত্তর: B উত্তরাখণ্ড


21. 📖 কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
A. হাইকোর্টের প্রধান বিচারপতি
B. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
C. রাষ্ট্রপতি
D. রাজ্যপাল
উত্তর: D রাজ্যপাল


22. 📖 থর মরুভূমি কোন দেশে অবস্থিত?
A. পাকিস্তান
B. চীন
C. মিশর
D. ভারত
উত্তর: D ভারত


23. 📖 নিম্নের কোনটি ভারতীয় সংবিধান অনুযায়ী একটি মৌলিক অধিকার নয়?
A. বাক স্বাধীনতা
B. সাম্যের অধিকার
C. সংবিধান প্রতিকারের অধিকার
D. সমান কাজে সমান বেতন
উত্তর: D সমান কাজে সমান বেতন


24. 📖 ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
A. মধ্যপ্রদেশ
B. ছত্রিশগড়
C. গুজরাট
D. মহারাষ্ট্র
উত্তর: A মধ্যপ্রদেশ


25. 📖 তুলসীদাস কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?
A. জাহাঙ্গীর
B. বাবর
C. শাহজাহান
D. আকবর
উত্তর: D আকবর


26. 📖 আমেরিকার সান ফ্রান্সিস্কো তে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. ব্রহ্মবান্ধব রায়
B. লালা হরদয়াল
C. উমেশচন্দ্র ব্যানার্জি
D. পুলিনবিহারী
উত্তর: B লালা হরদয়াল


27. 📖 বন্দেমাতরম গানটি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম কবে গাওয়া হয়েছিল?
A. 1896 খ্রিস্টাব্দে, কলকাতায়
B. 1898 খ্রিস্টাব্দে, মাদ্রাজ
C. 1901 খ্রিস্টাব্দে, কলকাতায়
D. 1904 খ্রিস্টাব্দে, বোম্বাই
উত্তর: A 1896 খ্রিস্টাব্দে, কলকাতায়


28. 📖 ‘ফরওয়ার্ড ব্লক’ দল কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. ডঃ রাজেন্দ্র প্রসাদ
B. নেতাজি
C. মহাত্মা গান্ধী
D. সরদার বল্লভ ভাই প্যাটেল
উত্তর: B নেতাজি (1939 সালে)


29. 📖 ভারতের সংবিধান অনুযায়ী ভারত একটি সার্বভৌম রাষ্ট্র । ‘ সার্বভৌম' কথাটির অর্থ কি?
A. দেশ ধর্মের ভিত্তিতে চালিত হবে না
B. প্রত্যেক জনগণের সাম্যের অধিকার থাকবে
C. রাষ্ট্র বহি: রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নয়
D. প্রত্যেক জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় থাকবে
উত্তর: C রাষ্ট্র বহি: রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নয়


30. 📖 কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়?
A. 1900 সালে
B. 1921 সালে
C. 1929 সালে
D. 1940 সালে
উত্তর: B 1921 সালে


31.📖 মহলানবিশ এর মডেলটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তর: B দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা


32. 📖 সিন্ধু সভ্যতার লোকেরা বাড়ি তৈরি করার জন্য কি ব্যবহার করত?
A. কাঠ
B. পাথর
C. পোড়া ইট
D. উপরের সবগুলি
উত্তর: C পোড়া ইট


33. 📖 সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেত?
A. মিশর
B. মেসোপটেমিয়া
C. চীন
D. আরব
উত্তর: B মেসোপটেমিয়া


34. 📖 বলা হয় সিন্ধু সভ্যতা ছিল একটি অনার্য সভ্যতা, কারণ?
A. এটি শহরকেন্দ্রিক সভ্যতা ছিল
B. কৃষিকার্য ছিল এই সভ্যতার মূল অর্থনীতি
C. এটি নর্মদা নদী উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল
D. এই সভ্যতার চিত্রগ্রাহক লিপি ছিল
উত্তর: D এই সভ্যতার চিত্রগ্রাহক লিপি ছিল


35. 📖 স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ কি?
A. জীবিতদের স্তুপ
B. মৃতদের স্তুপ
C. মহানদের স্তুপ
D. সুস্বাদু ফলের বাগান
উত্তর: B মৃতদের স্তুপ


36. 📖 সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল-
A. কৃষিকাজ
B. নগর পরিকল্পনা
C. মৎস্য শিকার
D. উপরের সবগুলি
উত্তর: B নগর পরিকল্পনা


37. 📖 মহেঞ্জোদারোতে আবিষ্কৃত নৃত্যরত নর্তকী মানবমূর্তি কিসের তৈরি ছিল?
A. তামা
B. সোনা
C. লাল পাথর
D. ব্রোঞ্জ
উত্তর: D ব্রোঞ্জ


38. 📖 সিন্ধু সভ্যতার লোকেরা নিম্নের কোন প্রাণীর সম্বন্ধে জানতো না?
A. ষাঁড়
B. বাঘ
C. হাতি
D. জিরাফ
উত্তর: D জিরাফ


39. 📖 নিম্নের কোনটি সিন্ধু সভ্যতা সম্বন্ধে সঠিক নয়?
A. সিন্ধু সভ্যতার লোকেরা কৃষিকাজ জানতো না
B. সিন্ধু সভ্যতার লোকেরা লোহা ব্যবহার জানত না
C. সিন্ধু সভ্যতা ছিল উন্নত শহর কেন্দ্রিক সভ্যতা
D. জিরাফ ছিল এদের কাছে অপরিচিত
উত্তর: A সিন্ধু সভ্যতার লোকেরা কৃষিকাজ জানতো না


40. 📖 খননকার্যের সাহায্যে প্রাপ্ত নিম্নের কোন জিনিসটি সিন্ধু সভ্যতার লোকেদের বাণিজ্য এবং অর্থনীতির ইঙ্গিত দেয়?
A. মাটির পাত্র
B. সিল
C. নৌকা
D. ঘরবাড়ি
উত্তর: B সিল


41. 📖 সিন্ধু সভ্যতার কোন শহরটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
A. মহেঞ্জোদারো
B. হরপ্পা
C. লোথাল
D. সিন্ধ
উত্তর: B হরপ্পা


42. 📖 ভারতের রূঢ় কোন নদীর তীরে গড়ে উঠেছে?
A. গঙ্গা
B. দামোদর
C. অজয়
D. গোদাবরী
উত্তর: B দামোদর
দূর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয়। এটি দামোদর নদীর তীরে অবস্থিত।


43. 📖 সিন্ধু সভ্যতা সম্বন্ধে নিম্নের কোনটি সঠিক?
A. সিন্ধু সভ্যতায় প্রাপ্ত শীল টি মাটির তৈরি ছিল
B. সিন্ধু সভ্যতার লোকেরা কপার এবং তামার ব্যবহার জানত না
C. সিন্ধু সভ্যতার লোকেরা তুলা চাষ করত
D. সিন্ধু সভ্যতা একটি গ্রাম কেন্দ্রিক ছিল
উত্তর: C সিন্ধু সভ্যতার লোকেরা তুলা চাষ করত


44. 📖 সিন্ধু উপত্যকার সভ্যতার কোন শহরটিতে উন্নত জল সংরক্ষণের ব্যবস্থা ছিল?
A. কালিবঙ্গান
B. লোথাল
C. আলমগীর পুর
D. ঢলাভিরা
উত্তর: D ঢলাভিরা


45. 📖 সিন্ধু সভ্যতার কোন শহরে কুয়োর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়?
A. হরপ্পা
B. লোথাল
C. মহেঞ্জোদারো
D. কালিবঙ্গান
উত্তর: C মহেঞ্জোদারো


46. 📖 নিম্নের কোন বিষয়টি সিন্ধু লোকেরা জানতো না?
A. কুয়ো খনন
B. নিকাশী নির্মাণ
C. স্তম্ভ নির্মাণ
D. পিরামিড নির্মাণ
উত্তর: D পিরামিড নির্মাণ


47. 📖 সিন্ধু সভ্যতার সময় তামার তৈরি রথ এর সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল?
A. কুনতাল
B. বনমালী
C. দাইমাবাদ
D. আলমগীর পুর
উত্তর: C দাইমাবাদ


48. 📖 সিন্ধু সভ্যতার সময় তৈরি ষাঁড় খোদিত শীল কোন শহরে সন্ধান মেলে?
A. হরপ্পা
B. লোথাল
C. মহেঞ্জোদারো
D. আলমগীর পুর
উত্তর: A হরপ্পা


49. 📖 কে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন?
A. জে পি যোশী
B. এনজি মজুমদার
C. দয়ারাম সাহানি
D. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
উত্তর: C দয়ারাম সাহানি


50. 📖 সিন্ধু সভ্যতার কোন শহরে কর্ষিত জমির সন্ধান পাওয়া যায়?
A. লোথাল
B. কালিবঙ্গান
C. বনমালী
D. ঢলাভিরা
উত্তর: B কালিবঙ্গান


51. 📖 সিন্ধু সভ্যতার পশ্চিম তম শহর কোনটি?
A. সুতকজেন্ডার
B. আলমগীর পুর
C. লোথাল
D. রোপার
উত্তর: A সুতকজেন্ডার


52. 📖 হরপ্পা সভ্যতার পূর্বতম শহর কোনটি?
A. আলমগীর পুর
B. রোপার
C. দাইমাবাদ
D. কালিবঙ্গান
উত্তর: A আলমগীর পুর, উত্তরপ্রদেশে অবস্থিত


53. 📖 সিন্ধু সভ্যতার সময়ের সবচেয়ে দক্ষিণতম শহর কোনটি?
A. লোথাল
B. দাইমাবাদ
C. মন্দা
D. চানহুদারও
উত্তর: B দাইমাবাদ


54. 📖 হরপ্পা সভ্যতার সবচেয়ে উত্তরতম শহর কোনটি ছিল?
A. মন্দা
B. হরপ্পা
C. মহেঞ্জোদারো
D. রোপার
উত্তর: A মন্দা


55. 📖 সিন্ধু সভ্যতার শহর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
A. সিন্ধু
B. বিয়ার
C. রাভী
D. স্বরস্বতী
উত্তর: C রাভী


56. 📖 সমস্ত সিন্ধু উপত্যকা সাইটগুলির মধ্যে তিনটি সাধারণ বৈশিষ্ট্য ছিল-
A. আবহাওয়া, উদ্ভিদ এবং সেচ ব্যবস্থা
B. মরুভূমি, নদী, জীবকুল
C. পোড়া ইট এর ব্যবহার, জল নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন জীবজন্তু
D. নির্মাণ কার্য, নগর পরিকল্পনা এবং কবর দেওয়ার নিয়ম
উত্তর: C পোড়া ইট এর ব্যবহার, জল নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন জীবজন্তু


57. 📖 সিন্ধু সভ্যতার শহরগুলো কিরূপ আকারে বিভিন্ন অংশে বিভক্ত ছিল?
A. বর্গক্ষেত্র
B. আয়তক্ষেত্র
C. বৃত্ত
D. অর্ধবৃত্ত
উত্তর: B আয়তক্ষেত্র


58. 📖 নিম্নের কোন ফসলটি হরপ্পা সভ্যতার সময় চাষ করা হতো না?
A. তিল
B. আখ
C. সরিষা
D. যব
উত্তর: B আখ


59. 📖 হরপ্পা সভ্যতার সময়ের বিভিন্ন অস্ত্রগুলো কিসের তৈরি ছিল?
A. পাথর
B. তামা
C. ব্রোঞ্জ
D. উপরের সবগুলি
উত্তর: D উপরের সবগুলি


60. 📖 সিন্ধু সভ্যতার সময়ের বৃহৎ স্নানাগার কোন স্থানে পাওয়া যায়?
A. মহেঞ্জোদারো
B. হরপ্পা
C. কালিবঙ্গান
D. লোথাল
উত্তর: A মহেঞ্জোদারো


61. 📖 সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন জিনিসটা সবচেয়ে বেশি আমদানি করা হতো?
A. ধাতু এবং মূল্যবান পাথর
B. খাদ্যশস্য
C. বস্ত্র
D. মৃৎশিল্পের দ্রব্যাদি
উত্তর: A ধাতু ও মূল্যবান পাথর


62. 📖 হরপ্পা সভ্যতার সময় ব্যবহৃত সিল গুলোতে সবচেয়ে বেশি কোন প্রাণী খোদিত ছিল?
A. ষাঁড়
B. হাতি
C. বাঘ
D. জিরাফ
উত্তর: A ষাঁড়


63. 📖 নীচের কোন স্থানগুলিতে হরপ্পা সভ্যতার সময় এর ধান চাষের চিহ্ন পাওয়া গেছে?
A. লোথাল এবং রংপুর
B. কালিবঙ্গান এবং রোপার
C. আলমগীর পুর এবং হরপ্পা
D. উপরের সবগুলি
উত্তর: A লোথাল এবং রংপুর


64. 📖 ভারতের প্রগৈতিহাসিক জনক কাকে বলা হয়?
A. হেরোডোটাস
B. রবার্ট ব্রুস ফুটে
C. স্যার জন মার্শাল
D. ভিন্সেন্ট স্মিথ
উত্তর: B রবার্ট ব্রুস ফুটে


65. 📖 UNESCO কত সালে মহেঞ্জোদারো কে World Heritage Site হিসাবে ঘোষণা করে?
A. 1980
B. 1984
C. 1987
D. 1992
উত্তর: A 1980


66. 📖 সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কত ছিল?
A. 3000BC – 2000BC
B. 2500BC – 1750BC
C. 2000BC – 1500BC
D. 1500BC – 700BC
উত্তর: B 2500BC - 1750BC


67. 📖 নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়?
A. মেসোপটেমিয়া
B. মিশরীয় সভ্যতা
C. গ্রিক সভ্যতা
D. চীনা সভ্যতা
উত্তর: C গ্রিক সভ্যতা


68. 📖 সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?
A. সিন্ধু
B. ইরাবতী
C. সুতলেজ
D. ঘর্ঘরা
উত্তর: A সিন্ধু


69. 📖 কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?
A. দামোদর
B. গণ্ডক
C. ঘর্ঘরা
D. কোশী
উত্তর: D কোশী


70. 📖 হরপ্পা সভ্যতার কোন স্থানে কেন্দ্রীয় শস্যাগার আবিষ্কৃত হয়?
A. হরপ্পা
B. লোথাল
C. মহেঞ্জোদারো
D. কালিবঙ্গান
উত্তর: C মহেঞ্জোদারো


71. 📖 কত সালে ভারতে প্রথম রেল লাইন স্থাপিত হয়?
A. 1840 সালে
B. 1850 সালে
C. 1853 সালে
D. 1893 সালে
উত্তর: C 1853 সালে


72. 📖 কে ভারতকে 'মহামানবের সাগর' বলে অভিহিত করেছেন?
A. ভিন্সেন্ট স্মিথ
B. রাজা রামমোহন রায়
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. হেরোডোটাস
উত্তর: C রবীন্দ্রনাথ ঠাকুর


73. 📖 কহ্লন রচিত গ্রন্থ 'রাজতরঙ্গিনী' থেকে কোথাকার ইতিহাস জানা যায়?
A. দক্ষিণ ভারতের
B. পারস্যের
C. মধ্য ভারতের
D. কাশ্মীরের
উত্তর: D কাশ্মীরের


74. 📖 চাপের এস আই একক কি?
A. অহম্
B. হার্জ
C. পাস্কাল
D. নিউটন
উত্তর: C পাস্কাল


75. পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হলো:-
A. অ্যানথ্রোপোলজি
B. অনটোলজি
C. অর্নিথলজি
D. কনকোলজি
উত্তর: C অর্নিথলজি


76. সাধারণ তাপমাত্রায় সব ধাতু কঠিন অবস্থায় পাওয়া যায়, ব্যতিক্রম হলো:-
A. রুপা
B. সোনা
C. প্লাটিনাম
D. পারদ
উত্তর: D পারদ


77. কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা কে?
A. স্টিফেন হকিং
B. মালালা ইউসুুুুফজাই
C. নেলসন ম্যান্ডেলা
D. অ্যালবার্ট আইনস্টাইন
উত্তর: B মালালা ইউসুফজাই


78. ভারতবর্ষে "নীল বিপ্লব" কথাটি যুক্ত:-
A. মৎস্য উৎপাদন এর সাথে
B. নীল উৎপাদন এর সাথে
C. জল সংরক্ষণের সাথে
D. গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ এর সাথে
উত্তর: A মৎস্য উৎপাদনের সাথে


79. "ত্রিপিটক" পবিত্র গ্রন্থ:-
A. বৌদ্ধদের
B. হিন্দুদের
C. জৈনদের
D. পার্সিদের
উত্তর: A বৌদ্ধদের


80. AIDS রোগ নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষা টির নাম ',
A. ESR
B. PCR
C. ELISA
D. TMT
উত্তর: C ELISA


81. শুষ্ক বরফ হল-
A. ঘনীভূত লবণাক্ত জল
B. ঘনীভূত নাইট্রোজেন
C. ঘনীভূত কার্বন-ডাই-অক্সাইড
D. -40° সেন্টিগ্রেট তাপমাত্রায় রক্ষিত বরফ
উত্তর: C ঘনীভূত কার্বন-ডাই-অক্সাইড


82. সাধারণ প্লাস্টিক পলিমারের ক্ষেত্রে PVC শব্দটি বোঝায়:-
A. Poly Vinyl Chloride
B. Penta Valent Carbon
C. Plastic Vinyl Carbonate
D. Penta Valent Carbonate
উত্তর: A


83. "আলোকবর্ষ" দিয়ে পরিমাপ করা যায়:-
A. আলোক প্রাবল্য
B. সময়
C. গতিবেগ
D. দূরত্ব
উত্তর: D দূরত্ব


84. নিম্নলিখিত সম্মান গুলির মধ্যে কোনটি "ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান"?
A. পরম বীর চক্র
B. ভারতরত্ন
C. অশোক চক্র
D. পদ্মশ্রী
উত্তর: A পরম বীর চক্র


85. হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়?
A. হৃদপিণ্ড
B. চোখ
C. রক্ত
D. প্লীহা
উত্তর: C রক্ত


86. "সিলি পয়েন্ট" কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. ফুটবল
B. ক্রিকেট
C. টেনিস
D. হকি
উত্তর: B ক্রিকেট


87. "I.N.A" কোন বিখ্যাত ব্যক্তিত্বের সাথে যুক্ত?
A. সরদার বল্লভ ভাই প্যাটেল
B. নেতাজি সুভাষচন্দ্র বোস
C. ডঃ রাজেন্দ্র প্রসাদ
D. মহাত্মা গান্ধী
উত্তর: B নেতাজি সুভাষচন্দ্র বসু


88. সাক্ষী মালিক একজন বিখ্যাত:-
A. লেখিকা
B. নৃত্যশিল্পী
C. ক্রিকেট খেলোয়ার
D. কুস্তিগীর
উত্তর: D কুস্তিগীর


89. কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল?
A. 1942
B. 1911
C. 1935
D. 1905
উত্তর: B 1911


90. নিম্নের কোনটি সঠিক?
A. রাইট ভ্রাতৃদ্বয়- স্টিম ইঞ্জিন
B. জেএল বিয়ার্ড- রেডিও
C. চার্লস ব্যাবেজ- টেলিভিশন
D. আলেকজান্ডার গ্রাহাম বেল- টেলিফোন
উত্তর: D আলেকজান্ডার গ্রাহাম বেল - টেলিফোন


91. কোন ভারতীয় শাসক "দীন-ই-ইলাহী" প্রবর্তন করেছিলেন? ',
A. ঔরঙ্গজেব
B. আকবর
C. শের শাহ সুরি
D. অশোক
উত্তর: B আকবর


92. The shepherd was looking After the ___of sheep.
A.Gang
B. Group
C. Cluster
D. Flock
উত্তর: D Flock


93. রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন:-
A. আর্য সমাজের
B. প্রার্থনা সমাজের
C. ব্রাহ্ম সমাজের
D. রামকৃষ্ণ মিশনের
উত্তর: C ব্রাহ্মসমাজ


94. 📖 হরপ্পা সভ্যতার কোন শহরে পোতাশ্রয়ের সন্ধান পাওয়া যায়?
A. হরপ্পা
B. মহেঞ্জোদারো
C. লোথাল
D. আলমগীর পুর
উত্তর: C লোথাল


95. 📖 "গরিবি হটাও" স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল?
A. দ্বিতীয় পরিকল্পনা
B. চতুর্থ পরিকল্পনা
C. পঞ্চম পরিকল্পনা
D. ষষ্ঠ পরিকল্পনা
উত্তর: C পঞ্চম পরিকল্পনা( ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময়)


96. 📖 নিম্নের কোনটি একটি স্কেলার রাশি?
A. গতিবেগ
B. সরণ
C. দ্রুতি
D. বল
উত্তর: C দ্রুতি


97. 📖 যানবাহনের নির্গত ধোয়ার সঙ্গে নির্গত কোন মৌলটি মানসিক রোগ সৃষ্টির জন্য দায়ী?
A. NO2
B. SO2
C. Pb
D. Hg
উত্তর: C Pb বা লেড


98. 📖 'India Wins Freedom' গ্রন্থের রচয়িতা কে?
A. মৌলানা আবুল কালাম আজাদ
B. ইন্দিরা গান্ধী
C. জাহারলাল নেহেরু
D. এপিজে আবদুল কালাম
উত্তর: A মৌলানা আবুল কালাম আজাদ
গ্রন্থটি উর্দু ভাষায় রচনা করা হয়েছিল।


99.📖 14 ই নভেম্বর দিনটি কোন দিবস হিসেবে পালন করা হয়?
A. মাতৃভাষা দিবস
B. রাষ্ট্রপুঞ্জ দিবস
C. যুব দিবস
D. শিশু দিবস
উত্তর: D শিশু দিবস
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন 14 ই নভেম্বর কে শিশু দিবস হিসেবে পালন করা হয়।


100.📖 বৈদ্যুতিক হিটার এর কোয়েল টি কিসের তৈরি?
A. অ্যালুমিনিয়াম
B. নাইক্রোম
C. টাংস্টেন
D. তামা
উত্তর: B নাইক্রোম