সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর| 90 টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

এখানে আপনি সাধারণ জ্ঞানের 90টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর|| Set - 05

Share to:

আমাদের ওয়েব সাইটে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর|

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর|| Set - 05 No of Questions - 90 Subject - GK
[ Maths, History – Indus Civilization, Geography – Indian Rivers, Polity – Constitutional Amendments, Science – Blood and Circulation.]

(General Knowledge 90 questions)


1.🍉 এক তরমুজ বিক্রেতা তার সমস্ত তরমুজের অর্ধেক বিক্রি করার পর একটি তরমুজের অর্ধেক বিক্রি করে। তারপর ও 8 তরমুজ থাকে। তরমুজ বিক্রেতার কাছে মোট কয়টি তরমুজ ছিল?

      A. 16 টি
      B. 17 টি
      C. 18 টি
      D. 19 টি
উত্তর: B


2.📚 নিম্নের কোনটি আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?

      A. ঋকবেদ
      B. সামবেদ
      C. যজুর্বেদ
      D. মনুস্মৃতি
উত্তর: A


3.📚 বৈদিক যুগে “পতঞ্জলি” নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন?

      A. ব্রহ্মসূত্র
      B. যোগা সূত্র
      C. আয়ুর্বেদ শাস্ত্র
      D. অর্থশাস্ত্র
উত্তর: B


4.📚 উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট দিন?

      A. 22 শে মার্চ
      B. 21 শে ডিসেম্বর
      C. 21 শে জুন
      D. 23 শে সেপ্টেম্বর
উত্তর: B


5.📚 নিম্নের কে প্রথম সংস্কৃত ব্যাকরণ রচনা করেন?

      A. কালিদাস
      B. পাণিনি
      C. বাল্মিকী
      D. শংকরাচার্য
উত্তর: B


6.📚 নিম্নের কোন নদীটির কথা ঋকবেদে পাওয়া যায় না?

      A. গঙ্গা
      B. যমুনা
      C. সরস্বতী
      D. নর্মদা নদী
উত্তর: D


7.📚 হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন এর সংখ্যা কত?

      A. 0 টি
      B. 1 টি
      C. 2 টি
      D. ½ টি
উত্তর: A


8.📚 আর্যরা প্রথম কোথায় স্থায়ী বসবাস শুরু করেছিল?

      A. গঙ্গা নদীর উপত্যকায়
      B. যমুনা নদীর উপত্যকায়
      C. সপ্তসিন্ধু তে
      D. মধ্য ভারতে
উত্তর: C


9.📚 একটি বস্তুকে মাটি থেকে উপরে তুললে বস্তুটিতে কোন ধরনের শক্তি সঞ্জিত হয়?

      A. গতিশক্তি
      B. স্থিতিশক্তি
      C. রাসায়নিক শক্তি
      D. দৈবশক্তি
উত্তর: B


10.📚 “জেন্দ আবেস্তা” কাদের ধর্মগ্রন্থ ছিল?

      A. ইহুদিদের
      B. রোমানদের
      C. পারসিকদের
      D. চীনাদের
উত্তর: C


11.📚 ঋগ্বেদ বৈদিক সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?

      A. সভা ছিল বয়স্ক ও জ্ঞানীদের প্রতিষ্ঠান
      B. সভা কক্ষে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল
      C. “সমিতি” – র অধিবেশনে সবাই প্রবেশ করতে পারতো
      D. রাজা সমিতির বাধ্য ছিলেন না
উত্তর: D


12.📚 পৃথিবীর প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ “অষ্টদ্যায়ী” এর লেখক কে ছিলেন?

      A. পাণিনি
      B. কাপিলা
      C. পতঞ্জলি
      D. উপরের কেউ নয়
উত্তর: A


13.📚 ঋকবেদে কয়টি স্তব ছিল?

      A. 1000 টি
      B. 1028 টি
      C. 2024 টি
      D. 5050 টি
উত্তর: B


14.📚 চিকিৎসাশাস্ত্র “আয়ুর্বেদ” কোন বেদের অন্তর্গত?

      A. ঋগ্বেদ
      B. সামবেদ
      C. যজুর্বেদ
      D. অথর্ববেদ
উত্তর: D


15.📚 “ধনুর্বেদ” কিসের সঙ্গে সম্পর্কিত?

      A. সঙ্গীত
      B. চিকিৎসা
      C. বাণিজ্য
      D. ধনুর্বিদ্যা
উত্তর: D


16.📚 “মহাভারত” মহাকাব্যের রচয়িতা কে ছিলেন?

      A. কৃত্তিবাস ওঝা
      B. বাল্মিকী
      C. বেদব্যাস
      D. একের অধিক লেখক এর সৃষ্টি
উত্তর: C


17.📚 ঋক বৈদিক যুগে কিসের ভিত্তিতে সমাজকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল?

      A. পেশা
      B. বর্ন
      C. ধর্ম
      D. স্থান
উত্তর: A


18.📚 নিম্নের কোন নদী গুলি পশ্চিম বাহিনী?

      A. নর্মদা ও কৃষ্ণা
      B. তাপ্তি ও নর্মদা
      C. তাপ্তি ও সিন্ধু
      D. সিন্ধু ও নর্মদা
উত্তর: B


19.📚 নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. অমরকন্টক শৃঙ্গ
      B. পশ্চিমঘাট পর্বতমালা
      C. আরাবল্লী পর্বত
      D. আনা সাগর
উত্তর: A


20.📚 স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন?

      A. 1882 সালে
      B. 1893 সালে
      C. 1906 সালে
      D. 1919 সালে
উত্তর: B


21.📚 নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে?

      A. আরব সাগরে
      B. মান্নার উপসাগর
      C. খাম্বাত উপসাগর
      D. কচ্ছের রন
উত্তর: C


22.📚 অন্তর্বাহিনী নদী লুনি এর উৎপত্তিস্থল কোথায়?

      A. মহাদেব পর্বতের পশ্চিমে
      B. আরাবল্লী পর্বত
      C. মহাকাল পর্বত
      D. আন্না সাগর
উত্তর: D


23.📚 পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?

      A. মৌলানা আবুল কালাম আজাদ
      B. লিয়াকত আলি খান
      C. মোহাম্মদ আলী জিন্না
      D. আগা খান
উত্তর: B


24.📚 লুনি নদীর পতন স্থল কোথায়?

      A. খাম্বাত উপসাগর
      B. কচ্ছের রান
      C. আরব সাগর
      D. থর মরুভূমিতে বিলীন হয়েছে
উত্তর: B


25.📚 ঋকবেদে নিম্নের কোন দেবতার প্রাধান্য ছিল?

      A. অগ্নি
      B. বরুনা
      C. ইন্দ্র
      D. পশুপতি
উত্তর: C


26.📚 উপনিষদ কি প্রকৃতির গ্রন্থ?

      A. ধর্মগ্রন্থ
      B. সাহিত্য
      C. ব্যাকরন
      D. দর্শনশাস্ত্র
উত্তর: D


27.📚 গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন?

      A. বিশ্বমিত্র
      B. ইন্দ্র
      C. গৌতম
      D. বাল্মিকী
উত্তর: A


28.📚 36 টি দ্রব্য বিক্রি করে চারটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ হয় । শতকরা লাভের পরিমাণ কত?

      A. 10 %
      B. 11⅛ %
      C. 12½ %
      D. ওপরের কোনোটিই নয়
উত্তর: C


29.📚 নিম্নের কোন বেদ মন্ত্র ও কবজ এর বিষয়ে আলোচিত?

      A. ঋগ্বেদ
      B. সামবেদ
      C. যজুর্বেদ
      D. অথর্ববেদ
উত্তর: D


30.📚 ভারতের রাষ্ট্রীয় প্রতীক সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?

      A. মুণ্ডক উপনিষদ
      B. মৈত্রী উপনিষদ
      C. মুদগাল উপনিষদ
      D. ব্রাহ্ম উপনিষদ
উত্তর: A


31.📚 মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে সময়ের পার্থক্য কত?

      A. 6 ঘন্টা
      B. 12 ঘন্টা
      C. 24 ঘন্টা
      D. সময়ের কোনো পার্থক্য নেই
উত্তর: B


32.📚 মনুস্মৃতি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?

      A. অর্থনীতি
      B. আইন
      C. ধর্মনীতি
      D. মন্ত্র যজ্ঞ
উত্তর: B


33.📚 ঋক বৈদিক যুগের দেবতা বরুনা ছিল-

      A. অশুভ শক্তি ধ্বংস করার জন্য
      B. প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা কারি
      C. শান্তি স্থাপনের দেবতা
      D. ধন অর্জনের দেবতা
উত্তর: B


34.📚 রাভি নদীর বৈদিক নাম কি ছিল?

      A. ইরাবতী
      B. পূরুষ্নী
      C. বিতস্তা
      D. সরস্বতী
উত্তর: B


35.📚 2020 সাল বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার দিন শেষ। পরবর্তী কোন সালটি বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হবে?

      A. 2024
      B. 2028
      C. 2034
      D. 2048
উত্তর: D


36.📚 আর্য কথার অর্থ কি?

      A. যাযাবর জাতি
      B. ভাষাগোষ্ঠী
      C. ঊর্ধ্বস্থ জাতী
      D. একটি জাতিগত গোষ্ঠী
উত্তর: C


37.📚 বৈদিক যুগের কোন লিপিতে কোন ডান দিক থেকে বামদিকে লেখা হতো?

      A. ব্রাহ্মী
      B. পলি
      C. খারোষ্তী
      D. নন্দন গারি
উত্তর: C


38.📚 নিম্নের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

      A. ভিটামিন এ
      B. ফলিক এসিড
      C. ভিটামিন ডি
      D. ভিটামিন কে
উত্তর: D


39.📚 পুরুষাশুক্ত” যে গ্রন্থে বর্ণ প্রথার উল্লেখ পাওয়া যায়, তা কোন বেদের অন্তর্গত?

      A. অথর্ববেদ
      B. যজুর্বেদ
      C. সামবেদ
      D. ঋগ্বেদ
উত্তর: D


40.📚 খ্রিস্টপূর্ব 6 শতাব্দীতে নিম্নের কোন মহাজনপদ টি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল?

      A. মগধ
      B. কাশি
      C. অবন্তী
      D. গান্ধার
উত্তর: A


41.📚 বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ লেখক পাণিনি নিম্নের কোন মহাজনপদের ব্যক্তি ছিলেন?

      A. গান্ধার
      B. অঙ্গ
      C. কোশল
      D. অস্মক
উত্তর: A


42.📚 একজন সাইকেল-আরোহী ঘন্টায় 5 কিমি গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট বেশি সময় নেয় । আবার ঘন্টায় 7 কিমি গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌছায়। গন্তব্যস্থলে পৌঁছানোর নির্ধারিত সময় কত?

      A. 25 মিনিট
      B. 30 মিনিট
      C. 35 মিনিট
      D. 45 মিনিট
উত্তর: B


43.📚 বিশ্ব এইডস্ দিবস কবে পালিত হয়?

      A. ডিসেম্বর 14
      B. ডিসেম্বর 10
      C. ডিসেম্বর 8
      D. ডিসেম্বর 1
উত্তর: D


44.📚 একজন ব্যক্তি তার যাত্রা পথের অর্ধেক ঘন্টায় 6 কিমি গতিবেগে যায় এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় 3 কিমি গতিবেগে যায় । লোকটির গড় গতিবেগ কত?

      A. 3 কিমি/ ঘন্টা
      B. 3.5 কিমি/ ঘন্টা
      C. 4 কিমি/ঘন্টা
      D. 4.5 কিমি/ ঘন্টা
উত্তর: C


45.📚 14 জন ছাত্রের গড় বয়স 17 বছর। নতুন একজন ছাত্র তাদের দলে যোগ দেওয়ায় নতুন গড় বয়স 3 মাস কমে যায়। নতুন ছাত্রের বয়স কত?

      A. 15 বছর 6 মাস
      B. 14 বছর 5 মাস
      C. 13 বছর 3 মাস
      D. 12 বছর 6 মাস
উত্তর: C


46.📚 শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

      A. তিস্তা
      B. মহানন্দা
      C. তোরসা
      D. রায়ডাক
উত্তর: B


47.📚 কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?

      A. ভাগীরথী
      B. দামোদর
      C. জলঙ্গী
      D. অজয়
উত্তর: C


48.📚 দুটি নল এর মধ্যে প্রথম নল টি দ্বিতীয় নলের তিনগুণ ক্ষমতা যুক্ত । একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে প্রথম নলের যে সময় লাগে দ্বিতীয় নল টির ক্ষেত্রে তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। দুটি নল একসঙ্গে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

      A. 10 মিনিট 20 সেকেন্ড
      B. 8 মিনিট 30 সেকেন্ড
      C. 6 মিনিট 20 সেকেন্ড
      D. 4 মিনিট 30 সেকেন্ড
উত্তর: D


49.📚 একজন কাপড় বিক্রেতা 4% ছাড় দিয়ে কাপড় বিক্রি করেন। কিন্তু ভুল মিটার ব্যবহার করার জন্য 20% লাভ করেন। ব্যবহৃত মিটারের প্রকৃত দৈর্ঘ্য কত?

      A. 70 সেন্টিমিটার
      B. 75 সেন্টিমিটার
      C. 80 সেন্টিমিটার
      D. 85 সেন্টিমিটার
উত্তর: C


50.📚 একটি কারখানার 70 জন কর্মীর প্রত্যেকের বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের প্রত্যেকের বেতন 6,000 টাকা। সমস্ত কর্মীদের বেতন 8 হাজার টাকা হলে ওই কারখানায় মোট কতজন কর্মী রয়েছেন?

      A. 210 জন
      B. 250 জন
      C. 300 জন
      D. 400 জন
উত্তর: A


51.📚 ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চন রোধ করার জন্য ব্যবহার করা হয়-

      A. সোডিয়াম সাইট্রেট
      B. প্রোথমবিন
      C. পটাশিয়াম নাইট্রেট
      D. ক্যালসিয়াম অক্সাইড
উত্তর: D


52.📚 A শ্রেণীর রক্ত নিম্নের কোন শ্রেণীকে রক্ত দান করতে পারে?

      A. A
      B. A ও B
      C. AB ও O
      D. A ও AB
উত্তর: D


53.📚 নিম্নের কোন প্রাণীতে বদ্ধ সংবহন তন্ত্র থাকে?

      A. আরশোলা
      B. চিংড়ি
      C. ঝিনুক
      D. কেঁচো
উত্তর: D


54.📚 'O' শ্রেণীর রক্ত 'সর্বজনীন দাতা' হওয়ার কারণ কি?

      A. অ্যাগ্লুটিনোজেন থাকে না
      B. অ্যাগ্লুটিনোজেন থাকে
      C. অ্যাগ্লুটিনোজেন 'A' থাকে
      D. অ্যাগ্লুটিনোজেন 'B' থাকে
উত্তর: A


55.📚 The hunter aimed __ the tiger.

      A. On
      B. To
      C. At
      D. Tower
উত্তর: C


56.📚 রক্ত তঞ্চনে সহায়ককারী খনিজ কোনটি?

      A. Ca++
      B. K++
      C. Ph++
      D. P++
উত্তর: A


57.📚 শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

      A. 120 দিন
      B. 60 – 80 দিন
      C. 20 – 50 দিন
      D. 1 – 15 দিন
উত্তর: D


58.📚 রক্তের প্রকৃতি কেমন?

      A. আম্লীক
      B. ক্ষারীয়
      C. প্রশমিত
      D. কোনোটিই নয়
উত্তর: B


59.📚 ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত সালে হয়েছিল?

      A. 1951 সালে
      B. 1955 সালে
      C. 1956 সালে
      D. 1961 সালে
উত্তর: A


60.📚 42 তম সংবিধান সংশোধনী কে 'মিনি সংবিধান' বলা হয় । এই সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল?

      A. 1965 সালে
      B. 1972 সালে
      C. 1976 সালে
      D. 1978 সালে
উত্তর: C


61.📚 ভারতের প্রথম নোবেল জয়ী মহান ব্যক্তি কে ছিলেন?

      A. স্যার ভেঙ্কট রমন
      B. রবীন্দ্রনাথ ঠাকুর
      C. মাদার তেরেসা
      D. হরগোবিন্দ খোরানা
উত্তর: B


62.📚 ভোট দানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে?

      A. 42 তম সংবিধান সংশোধনী
      B. 61 তম সংবিধান সংশোধনী
      C. 73 তম সংবিধান সংশোধনী
      D. 91 তম সংবিধান সংশোধনী
উত্তর: B


63.📚 ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন টি সংযুক্ত হয়?

      A. 42 তম সংশোধনী
      B. 44 তম সংশোধনী
      C. 51 তম সংশোধনী
      D. 52 তম সংশোধনী
উত্তর: D


64.📚 73 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে পঞ্চায়েতিরাজ এর কার্যক্রম নির্ধারিত হয়েছিল তা সংবিধানের কোন তফসিলে যুক্ত হয়?

      A. দশম তফসিল
      B. একাদশ তফসিল
      C. দ্বাদশ তফশিল
      D. ত্রয়োদশ তফসিল
উত্তর: B


65.📚 ভারতীয় সংবিধানের নবম তপশীল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে?

      A. প্রথম সংশোধনী
      B. অষ্টম সংশোধনী
      C. 42 তম সংশোধনী
      D. 62 তম সংশোধনী
উত্তর: A


66.📚 10 বছর পূর্বে পুত্র ও পিতার বয়সের অনুপাত ছিল 1 : 3 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2 : 3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?

      A. 2 : 7
      B. 2 : 5
      C. 3 : 4
      D. 3 : 5
উত্তর: D


67.📚 সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয় । এটি কোন সালে হয়েছিল?

      A. 1952 সালে
      B. 1956 সালে
      C. 1959 সালে
      D. 1963 সালে
উত্তর: B


68.📚 2003 সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে বোড়ো, মৈথিলী, সাঁওতালি ও দোগরী ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। এটি কোন সংবিধান সংশোধনী ছিল?

      A. 81 তম সংশোধনী
      B. 86 তম সংশোধনী
      C. 92 তম সংশোধনী
      D. 98 তম সংশোধনী
উত্তর: C


69.📚 104 তম সংবিধান সংশোধনী, 1919 নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?

      A. জম্মু কাশ্মীরের 370 ধারা অপসারণ
      B. সরকারি নিয়োগে মহিলাদের 30% সংরক্ষণ
      C. লোকসভার সদস্যের সংখ্যা বৃদ্ধি
      D. লোকসভা ও বিধানসভায় তপশিলি ও তপশিলি উপজাতিদের সংরক্ষণ
উত্তর: D


70.📚 সংবিধানের 74 তম সংশোধনী নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত?

      A. দশম তফশিল সংযোজন
      B. একাদশ তফশিল সংযোজন
      C. দ্বাদশ তফশীল সংযোজন
      D. উপরের কোনোটিই নয়
উত্তর: C


71.📚 কোন সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটি কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?

      A. 0
      B. 1
      C. 2
      D. 3
উত্তর: B


72.📚 গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?

      A. মানস সরোবর
      B. রোটাং গিরিপথ
      C. যমুনোত্রী হিমবাহ
      D. গঙ্গোত্রী হিমাবাহ
উত্তর: D


73.📚 উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কি ছিল?

      A. ভাগীরথী
      B. শোন
      C. গোমতী
      D. যমুনা
উত্তর: A


74.📚 গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

      A. 2880 কিমি
      B. 2525 কিমি
      C. 2112 কিমি
      D. 1750 কিমি
উত্তর: B


75.📚 ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে কোথায় যুক্ত হয়েছে?

      A. দেবপ্রয়াগ
      B. রুদ্রপ্রয়াগ
      C. হরিদ্বার
      D. এলাহাবাদ
উত্তর: A


76.📚 মন্দাকিনী বা কালিগঙ্গা অলকানন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে?

      A. দেবপ্রয়াগ
      B. রুদ্রপ্রয়াগ
      C. হরিদ্বার
      D. করণপ্রয়াগ
উত্তর: B


77.📚 ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?

      A. ব্রহ্মা
      B. সাংপো
      C. ডিহং
      D. যমুনা
উত্তর: B


78.📚 একটি জলপূর্ণ পাত্রের ওজন 20 কিলোগ্রাম । যখন পাত্রটি 25% জলপূর্ণ থাকে তখন ওজন হয় 8 কিলোগ্রাম। শূন্য পাত্রের ওজন কত?

      A. 2.5 কিলোগ্রাম
      B. 3 কিলোগ্রাম
      C. 3.5 কিলোগ্রাম
      D. 4 কিলোগ্রাম
উত্তর: D


79.📚 বক্র পথে এক সাইকেল আরোহী বক্র এর দিকে হেলে চালায় কিন্তু পড়ে যায় না, কারণ –

      A. অভিকর্ষজ ত্বরণ
      B. গতিজাড্য
      C. অপকেন্দ্র বল
      D. ঘূর্ণন গতি
উত্তর: C


80.📚 A ও B একটি কাজ 12 দিনে শেষ করতে পারে এবং B ও C কাজটি 18 দিনে শেষ করে। A ও C কাটি 9 দিনে শেষ করতে পারলে বি একা কাজটি কতদিনে শেষ করবে?

      A. 24 দিনে
      B. 48 দিনে
      C. 60 দিনে
      D. 72 দিনে
উত্তর: D


81.📚 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি করা হয়েছে?

      A. ইউ এস এ
      B. জার্মানি
      C. ইংল্যান্ড
      D. রাশিয়া
উত্তর: A


82.📚 পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন 6 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে?

      A. 0 কেজি
      B. 1 কেজি
      C. 5 কেজি
      D. 6 কেজি
উত্তর: A


83.📚 রাষ্ট্রের নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য:

      A. আদালতের বিচার যোগ্য
      B. আদালতের বিচার যোগ্য নয়
      C. কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য
      D. উপরের কোনোটিই নয়
উত্তর: B


84.📚 শব্দ –

      A. সরল পথে গতি লাভ করে
      B. বক্র পথে গতি লাভ করে
      C. শূন্য মাধ্যমে গতি লাভ করতে পারে
      D. গ্যাসীয় মাধ্যমে বিস্তার সবচেয়ে বেশি
উত্তর: A


85.📚 ‘?’ চীনের স্থানে কোনটি বসবে?
BZA, DYE, GXI, KWM, ?

      A. NUQ
      B. OVT
      C. PVQ
      D. PVR
উত্তর: C


86.📚 মানুষের রক্তে জলের পরিমাণ কত?

      A. 30%
      B. 70%
      C. 10%
      D. 50%
উত্তর: B


87.📚 নিম্নের কোন দেশ কে ভূমিকম্পের দেশ বলা হয়?

      A. ভুটান
      B. চিলি
      C. জাপান
      D. ইন্দোনেশিয়া
উত্তর: C


88.📚 ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

      A. সরাসরি জনগণের দ্বারা
      B. রাজ্যসভার সদস্যদের দ্বারা
      C. সংসদের উভয় কক্ষের সদস্যের দারা
      D. এম. এল. এ. ও এম. পি.-দের দ্বারা
উত্তর: D


89.📚 ভারতের কোন রাজ্যে সড়ক পথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

      A. উত্তর প্রদেশ
      B. মহারাষ্ট্র
      C. গুজরাট
      D. মধ্যপ্রদেশ
উত্তর: B


90.📚 ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মর্যাদা লাভ করে?

      A. 1947 সালে
      B. 1949 সালে
      C. 1950 সালে
      D. 1956 সালে
উত্তর: B

Go to : Set-4   Set-6