বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলাগণ
উপাধি | ব্যক্তিত্ব |
---|---|
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি | প্রতিভা পাটিল 🗨 |
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী 🗨 |
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল | সরোজিনী নাইডু 🗨 |
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী 🗨 |
ভারতের প্রথম মিস ইউনিভার্স | সুস্মিতা সেন 🗨 |
ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া (1966) 🗨 |
ভারতের প্রথম মিস আর্থ | নিকোলে ফারিয়া (2010) |
ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক | জিনাত আমন (1970) |
ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল | লারা দত্ত (1997) |
ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড | অদিতি গোয়িত্রিকার(2001) (Beauty with Brains) |
ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী | মাদার টেরেসা (1979) |
ভারতের প্রথম মহিলা আইনজীবী | কর্নেলিয়া সোরাবজী |
ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) | লেয়লা শেঠ (1991) H P হাইকোর্ট |
ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) | মীরা সাহিব ফতিমা বিবি (1989) |
ভারতের প্রথম মহিলা স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু |
ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) | কামিনী রায় |
ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু | আরতি সাহা (1959) |
ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী | রাজকুমারী অমৃতা কৌর |
ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) | মীরা কুমার |
ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা | বাচেন্দ্রী পাল (1984) |
ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) | কোনেরু হাম্পি |
ভারতের প্রথম মহিলা IAS অফিসার | ঈশা বসন্ত যোশী |
ভারতের প্রথম মহিলা IPS অফিসার | কিরন বেদী। |
ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট | পি. টি. উষা |
ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী | মমতা ব্যানার্জী |
ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. | কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য |
ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) | হরিতা কৌর দেওল |
ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা | কমলজিৎ সাঁধু (Bangkok Asian Games 1970) |
ভারতের প্রথম মহিলা ট্রেন চালক | সুরেখা যাদব |
ভারতের প্রথম মহিলা Doctoret of Science | অসীমা চ্যাটার্জী |
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি →
প্রতিভা পাটিল
প্রতিভা দেবীসিংহ পাতিল এক ভারতীয় রাজনীতিবিদ যিনি 2007 থেকে 2012 পর্যন্ত ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পাতিল একমাত্র মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি এর আগে 2004 থেকে 2007 সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
আরো দেখুনভারতের বিভিন্ন জাতীয় পুরস্কার সমূহ এবং প্রদানকারী সংস্থা
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী →ইন্দিরা গান্ধী
ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রথম এবং, আজ অবধি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা। তিনি 1966 সালের জানুয়ারী থেকে 1977 সালের মার্চ পর্যন্ত এবং 1980 সালের জানুয়ারী থেকে 1984 সালের অক্টোবর মাসে তাঁর হত্যাকাণ্ড পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এবং তাকে তার বাবার পরে দ্বিতীয় দীর্ঘকালীন ভারতীয় প্রধানমন্ত্রী করা হয়েছিল।
প্রথম মহিলা রাজ্যপাল →সরোজিনী নাইডু
সরোজিনী নাইডু হায়দরাবাদের একটি বাঙালি পরিবারে জন্ম
নিয়েছিলেন এবং মাদ্রাজ, লন্ডন এবং কেমব্রিজে পড়াশোনা
করেছিলেন। ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসলে তিনি
ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য ভারতীয়
জাতীয় কংগ্রেসের আন্দোলনে আকৃষ্ট হয়েছিলেন। তিনি
ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একটি অংশ হয়েছিলেন
এবং মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন
সক্রিয় সদস্য হয়ে উঠেছিলেন এবং স্বরাজ সম্পর্কে তাঁর
ধারণা হয়েছিলেন। তিনি 1925 সালে ভারতীয় জাতীয়
কংগ্রেসের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি
(1917 সালে অ্যানি বেসান্ত)
নিযুক্ত হন এবং পরে 1947 সালে তিনি ইউনাইটেড
প্রদেশ (বর্তমান উত্তর প্রদেশ)
এর রাজ্যপাল নির্বাচিত হন। রাজ্যপাল হিসেবে
থাকাকালীন 2 মার্চ 1949 সালে তিনি হৃদরোগে
মারা যান। তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল।
কবিতা লেখা, চিত্র অংকন এবং বিভিন্ন কলা কার্য তে সুদক্ষ হওয়ার জন্য মহাত্মা গান্ধী সরোজিনী নাইডু
কে 'ভারতের নাইটিঙ্গেল' বা 'ভারত কোকিলা' নামে অভিহিত করেন।
সুচেতা কৃপালিনী
সুচেতা কৃপালানী ছিলেন একজন
ভারতীয় মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ।
তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
হিসাবে 1963 থেকে 1967 সাল পর্যন্ত
উত্তরপ্রদেশ সরকারের প্রধানের
দায়িত্ব পালন করেছিলেন।
মনে রাখার বিষয় সুচেতা কৃপালিনীর
স্বামী J. B. Kripalini ( জীবতরাম ভগবানদাস কৃপালিনী)
ভারত স্বাধীন হওয়ার সময় অর্থাৎ 1947
সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।
সুস্মিতা সেন
সুস্মিতা সেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি 1975 সালের 19 নভেম্বর বর্তমান তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন।
1994 সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া অর্জন করে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাত্র ১৮ বছর বয়সে
মিস ইউনিভার্স জিতেছিলেন।
তিনি হলেন মিস ইউনিভার্স বিজয়ী প্রথম ভারতীয় মহিলা
চারটি বৃহত্তম আন্তর্জাতিক সৌন্দর্যের প্রতিযোগিতা,
যথা- মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ এবং মিস ইন্টার্নেশনাল
এর মধ্যে প্রথম তিনটি তে মোট 9 জন ভারতীয় প্রতিযোগিনী
বিজয়ী হয়েছেন।
মিস ওয়ার্ল্ড | 6 জন (1966, 1994,1997,1999,2000,2017) |
মিস ইউনিভার্স | দুইজন( সুস্মিতা সেন,1994 এবং লারা দত্ত,2000) |
মিস আর্থ | একজন(2010) |
বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা || মক টেস্ট|| প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় 20 সেকেন্ড।
Over
QUIZ RESULT
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
এছাড়াও এখানে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার ( Group-D থেকে WBCS) জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর কুইজ এর মাধ্যমে অনুশীলন করতে পারবেন।
সাধারণ জ্ঞান ছাড়াও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান ইত্যাদি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং কুইজ অনুশীলন করতে পারবেন।
Read More...