সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, CAG, অ্যাটর্নি জেনারেল, UPSC- এর চেয়ারম্যানদের নামের তালিকা।


ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের তালিকা।


নং পদ পদাধিকারী 🔽
1রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 👁‍🗨
2উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু 👁‍🗨
3 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  👁‍🗨
4 লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 👁‍🗨
5 লোকসভার উপাধ্যক্ষ Vacant
6 প্রধান বিচারপতি (SC) শারদ অরবিন্দ ববদে  👁‍🗨
7CAG গিরিশচন্দ্র মুর্মু  👁‍🗨
8UPSC এর চেয়ারম্যান ডঃ প্রদীপ কুমার যোশী  👁‍🗨
9SPSC এর চেয়ারম্যান জানুন  👁‍🗨
10 ভারতের অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল  👁‍🗨
11 এডভোকেট জেনারেল জানুন  👁‍🗨
12 রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস
13 মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র  👁‍🗨
14 Chief of Defence stuff
প্রতিরক্ষা কর্মীদের প্রধান
জেনারেল বিপিন রাওয়াত
15সেনাবাহিনী প্রধান মনোজ মুকুন্দ নারাভানে
16 নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করাম্বির সিং
17 বিমান বাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া


🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
Former Indian politician

 ভারতের রাষ্ট্রপতি


ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 52 অনুযায়ী রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি থাকবেন।  রাষ্ট্রপতি হিসাবে নিয়োজিত হওয়ার জন্য  ন্যূনতম 35 বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। ভারত স্বাধীনের পর 1952 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন ডঃ রাজেন্দ্র প্রসাদ। নিম্নে ভারতের রাষ্ট্রপতিগনের তালিকা দেওয়া হল-


ভারতের রাষ্ট্রপতিগণ এবং তাদের কার্যকাল।
নং রাষ্টপতির নাম মেয়াদ
1 ডঃ রাজেন্দ্র প্রসাদ * 1952-1957
2 ডঃ রাজেন্দ্র প্রসাদ 1957-1962
3 ডঃ রাধাকৃষ্ণন 1962-1967
4 ডঃ জাকির হসেন ** 1967-1969
5 ভি ভি গীরি 1969-1974
6 ফাখ্রুদ্দিন আলি আহমেদ *** 1974-1977
7 নিলম সঞ্জীব রেড্ডি **** 1977-1982
8 জ্ঞানী জৈল সিং 1982-1987
9 আর ভেঙ্কট রমন 1987-1992
10 ডঃ শংকর দায়াল শর্মা 1992-1997
11 কে আর নারায়ানান 1997-2002
12 ডক্টর এপিজে আবদুল কালাম 2002-2007
13 শ্রীমতি প্রতিভা প্যাটেল 2007-2012
14 প্রণব মুখার্জি 2012-2017
15 রামনাথ কোবিন্দ 2017- বর্তমান
তারকা চিহ্ন গুলির বিশ্লেষণ:
* ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি দুইবার নির্বাচিত হয়েছিলেন। একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন তা সংবিধানে উল্লেখিত  নেই।

** ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ইনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান।

*** ফাখ্রুদ্দিন আলি আহমেদ রাষ্ট্রপতি থাকাকালীন মারা গিয়েছিলেন।

**** নিলাম সঞ্জিভা রেডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি ছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

Note: 1969 সালে দুইজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। প্রথমজন ছিলেন ভিভি গিরি (Varahagiri Venkatagiri) এবং দ্বিতীয় জন ছিলেন মোঃ হেদায়েতুল্লাহ। 



ভারতের ভূগোল সংক্ষিপ্ত প্রশ্ন এবং মক টেস্ট।

জীবন বিজ্ঞান কুইজ। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। মক টেস্ট। 

 ভারতের উপরাষ্ট্রপতি


ভারতের সংবিধানের অনুচ্ছেদ 63 অনুযায়ী  রাষ্ট্রের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। অনুচ্ছেদ 64 অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসেবে নিযুক্ত থাকবেন। রাষ্ট্রপতির অনুপস্থিতি তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন (অনুচ্ছেদ 65)। নিম্নে ভারতের উপরাষ্ট্রপতির গনের তালিকা দেওয়া হল- 


ভারতের উপ-রাষ্ট্রপতিগণ এবং তাদের মেয়াদ।
নং উপ-রাষ্টপতির নাম কার্যকাল
1 ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ * 1952-1957
2 ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ 1957-1962
3 ডঃ জাকির হোসেন 1962-1967
4 ভি ভি গিরি 1967-1969
5 গোপাল স্বরূপ পাঠক 1969-1974
6 বি ডি জাট্টি 1974-1979
7 মোঃ হেদায়েতুল্লাহ ** 1979-1984
8 রামস্বামী ভেঙ্কটরমন 1984-1987
9 শংকর দায়াল শর্মা 1987-1992
10 কি আর নারায়ণন 1992-1997
11 কৃষ্ণকান্ত 1997-2002
12 বৈরণ সিং সাখাওয়াত 2002-2007
13 মোহাম্মদ হামিদ আনসারি 2007-2012
14 মোহাম্মদ হামিদ আনসারি 2012-2017
15 ভেঙ্কাইয়া নাইডু 2017- বর্তমান
তারকা চিহ্ন গুলির বিশ্লেষণ:
* ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ পরপর দুইবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

**  ষষ্ঠ  উপরাষ্ট্রপতি মোঃ হেদায়েতুল্লাহ ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি 1968 সাল থেকেই 1970 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী

ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75 অনুযায়ী রাষ্ট্রপতি  সাধারণ নির্বাচনে  সংখ্যাগরিষ্ঠ  দলের  দলনেতা কে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। 


1947 সালের 15 আগস্ট  ভারত স্বাধীন হওয়ার দিন থেকেই  ভারতের  প্রথম প্রধানমন্ত্রী  জহরলাল নেহেরু  নির্বাচিত হন। 1951-52 সালে প্রথম সাধারণ নির্বাচন হওয়ার পর নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রীগনের তালিকা:


ভারতের প্রধানমন্ত্রীগন।



নং প্রধানমন্ত্রী মেয়াদ 🔽
1 জহরলাল নেহেরু 1947-1952
2 জহরলাল নেহেরু 1952-1957
3 জহরলাল নেহেরু 1957-1962
4 জহরলাল নেহেরু 1962-1964
5 গুলজারিলাল নন্দ 1964-1964
6 লাল বাহাদুর শাস্ত্রী 1964-1966
7 গুলজারিলাল নন্দ 1966-1966
8 ইন্দ্রাগান্ধি 1966-1977
9 মোরারজি দেশাই 1977-1979 অকংগ্রেসী
10 চরণ সিং 1979-1980
11 ইন্দ্রাগান্ধি 1980-1984 মৃত্যু
12 রাজীব গান্ধী 1984-1989 মৃত্যু
13 বিশ্বনাথ প্রতাপ সিং 1989-1990
14 চন্দ্রশেখর 1990-1991
15 পি ভি নরসিমা রাও 1991-1996
16 অটল বিহারি বাজপেয়ি 1996-1996 6 দিন
17 এইচ ডি দেবেগৌড়া 1996-1997
18 ইন্দ্র কুমার গুজরাল 1997-1998
19 অটল বিহারি বাজপেয়ি 1998-1999
20 অটল বিহারি বাজপেয়ি 1999-2004
21 ডঃ মনমোহন সিং 2004-2009
22 ডঃ মনমোহন সিং 2009-2014
23 নরেন্দ্র মোদি 2014-2019
24 নরেন্দ্র মোদি 2019- বর্তমান
স্বাধীন ভারতে প্রথম নির্বাচন হয়েছিল 1951-52 সালে। এই নির্বাচনে কংগ্রেস জয়লাভ করে জহরলাল নেহেরু প্রধানমন্ত্রী পদে উপবিষ্ট থাকেন। 
1977 সালে মোরারজি দেশাই এর নেতৃত্বে প্রথম অ-কংগ্রেসি সরকার গঠিত হয়। 

উপপ্রধানমন্ত্রী: ভারত স্বাধীনের পর মোট সাতজন উপ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। সর্বপ্রথম উপ-প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন সরদার বল্লভ ভাই প্যাটেল (1947-1950) এবং সর্বশেষ উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন এল কে আদভানি( 2002- 2004)।

 অন্যান্য  উপ-প্রধানমন্ত্রীদের তালিকা নিম্নে দেওয়া হল:

1. সরদার বল্লভ ভাই প্যাটেল - ( 1947 - 1950)। 
2. মোরারজি দেশাই - ( 1967 - 1969)। 
3. চরণ সিং এবং জগজীবন রাম - 1979-79)। 
4. ওয়াই বি চবন - ( 1979 -   1980) 
5. দেবিলাল - ( 1989-1990)। 
6. দেবি লাল ( 1990 -1991)। 
7. এল কে আদভানি - ( 2002 - 2004)। 

NDA সরকার: 1998 সালে  ইন্দ্র কুমার গুজরাল  এবং  অটল বিহারি বাজপেয়ী এর নেতৃত্বে  বিজেপি পরিচালিত NDA (National Democratic Alliance) গঠিত হয়। দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন  NDA সরকারের প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর (1998-2004) প্রধানমন্ত্রী ছিলেন । 


SPEAKER

OF LOK SABHA

লোকসভা নির্বাচনের পর লোকসভার সদস্যরা  একজন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচন করেন। লোকসভার অধ্যক্ষ লোকসভার আলোচনা পরিচালনা করেন। অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করেন। কোন কারনে লোকসভার অধ্যক্ষের পদ খালি থাকলে পুনরায় লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে পুনরায় নির্বাচিত করেন। সংবিধানের 93 তম অনুচ্ছেদে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচনের বিষয় বলা হয়েছে। 


ভারতের লোকসভার অধ্যক্ষ
Speaker of LOK SABHA

নং নাম কার্যকাল
1 গণেশ বাসুদেব মাভলঙ্কার 1952-1956
2 অনন্তসায়ণাম আয়ঙ্গার 1956-1962
3 হুকাম সিং 1962-1967
4 নিলাম সঞ্জীব রেড্ডি 1967-1969
5 গুর্ডিয়াল সিং ধিল্লন 1969-1975
6 বালিরাম ভগৎ 1976-1977
7 নিলাম সঞ্জীব রেড্ডি 1977-1977
8 কদুর সদানন্দ হাগদে 1977-1980
9 বল রাম জাখার 1980-1989
10 রবি রয় 1989-1991
11 শিবরাজ ভি পাতিল 1991-1996
12 পি এ সাগমা 1996-1998
13 জিএমসি বলাওগি 1998-2002
14 মনোহর গজানন যোশী 2002-2004
15 সোমনাথ চ্যাটার্জি 200-2009
16 শ্রীমতি মীরা কুমারী * 2009-2014
17 সুমিত্রা মহজন 2012-1019
16 ওম বিড়লা 2019- বর্তমান
তারকা চিহ্ন গুলির বিশ্লেষণ:
* শ্রীমতি মীরা কুমারী ভারতের লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ (Speaker)।

ভারত শাসন আইন 1935 এর মাধ্যমে যে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল ভারত স্বাধীন লাভের পর 1950 সালের 28 শে জানুয়ারি এই  কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট নামে পরিচিতি লাভ করে।
ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের প্রধান মূল বিচারপতির অবসরের বয়স 65 বছর কিন্তু নিয়োজিত হওয়ার নূন্যতম বয়স সংবিধানে উল্লেখ করা হয়নি। 


ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
Cheif Justice of Supreme Court.



SL. NAME TENURE

1

হরিলাল  জে কানিয়া

1950-1951

2

এম পতঞ্জলি শাস্ত্রী

1951-1954

3

এম সি মহাজন

1954-1954

4

বি কে মুখার্জি

1954-1965

5

এস আর দাস

1956-1959

6

বি পি সিনহা

1959-1964

7

পি বি গাজেন্দ্রগাদকার

1964-1966

8

এ কে সরকার

1966-1966

9

কে শুভ রাও

1966-1967

10

কে এন ওয়ানচু

1967-1968

11

মোহাম্মদ হিদায়াতুল্লাহ

1968-1970

12

জি সি শাহ

1970-1971

13

এস এম সিকরি

1971-1973

14

এ এন রায়

1973-1977

15

এম এইচ বেগ

1977-1978

16

ওয়াই ভি চন্দ্রচূড়

1978-1985

17

পিএন ভগবতী

1985-1986

18

আর এস পাঠক

1986-1989

19

ই এস ভেঙ্কটরমিয়া

1989-1989

20

এস মুখার্জি

1989-1990

21

রঙ্গনাথ মিশ্র

1990-1991

22

কে এন সিং

1991-1991

23

এম এইচ কেনিয়া

1991-1992

24

এল এম শর্মা

1992-1993

25

এম এন ভেঙ্কটচালিয়া

1993-1994

26

এ এম আহমদী

1994-1997

27

জে এস শর্মা

1997-1998

28

এম এম পুনচি

1998-1998

29

এ এস আনন্দ

1998-2001

30

এস পি ভারুচা

2001-2002

31

বি এন কিরপল

2002-2002

32

জি বি পট্টনায়ক

2002-2002

33

ভি এন খারে

2002-2004

34

এস রাজেন্দ্র বাবু

2004-2004

35

আর সি লাহতি

2004-2005

36

ওয়াই কে সভারওয়াল

2005-2007

37

কে জি বালাকৃষ্ণান

2007-2010

38

এস এইচ কাপাদিয়া

2010-2012

39

আলতামাশ কবির

2012-2013

40

পি সাথাসিবম

2013-2014

41

রাজেন্দ্র মাল লোধা

2014-2014

42

এইচ এল দত্ত

2014-2015

43

টি এস থাকুর

2015-2017

44

জগদীশ সিং কেহার

2017-2017

45

দীপক মিশ্র

2017-2018

46

রঞ্জন গোগোই

2018-2019

47

শারদ অরবিন্দ ববদে

2019-বর্তমান


ভারতের প্রধান বিচারপতি কে নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টের  বিচারপতির সংখ্যা 31। 



COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA

অডিট এবং একাউন্টস ডিপার্টমেন্ট এর প্রধান হলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG)। তিনি সংবিধানের অনুচ্ছেদ 148 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। জাতীয় স্তরে এবং রাজ্যস্তরে তিনি সমস্ত অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। কেন্দ্র ও রাজ্য গুলির আয় ও ব্যয়ের হিসাব পরীক্ষা করে অনুচ্ছেদ 151 অনুযায়ী অডিট রিপোর্ট পেশ করেন।
মেয়াদ: 65 বছর বয়স কিংবা 6 বছর।


প্রথম :  ভি নারহারি রাও

(1948 সাল - 1954 সাল) 

দ্বিতীয়  :  এ কে চন্দ

(1954 সাল - 1960 সাল) 

তৃতীয়  :  শ্রী এ কে রয়

( 1960 সাল - 1966 সাল) 

চতুর্থ  :  এস রঙ্গনাথন

( 1966 সাল - 1972 সাল) 

পঞ্চম  :  এ বক্সী

( 1972 সাল - 1978 সাল) 

ষষ্ঠ  :  জ্ঞান প্রকাশ

( 1978 সাল - 1984 সাল) 

সপ্তম  :  টি এন চতুর্বেদী

( 1984 সাল - 1990 সাল) 

অষ্টম  :  সি জি সমিয়া

( 1990 সাল - 1996 সাল) 

নবম  :  ভি কে শুংগলু

( 1996 সাল - 2002 সাল) 

দশম  :  ভি এন কাউল

( 2002 সাল - 2008 সাল) 

একাদশ  :  বিনোদ রায়

( 2008 সাল - 2013 সাল) 

দ্বাদশ  :  শশীকান্ত শর্মা

( 2013 সাল - 2017 সাল) 

ত্রয়োদশ  :  রাজিভ মেহরিশি

( 2017 সাল - 2020 সাল) 

চতুর্দশ  :  গিরিশচন্দ্র মুর্মু

(2020 সাল - বর্তমান) 


 অনুচ্ছেদ 148 : ভারতের কম্পট্রোলার এবং  অডিটর জেনারেল (CAG)।
অনুচ্ছেদ 149 : CAG এর ক্ষমতা ও দায়িত্ব।



ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন

 UNION PUBLIC SERVICE COMMISSION

ভারতের UPSC এর Chaiman দের তালিকা:
SL NO.
NAME
TENURE
1 স্যার রস বারকার 1926 - 1932
2 স্যার ডেভিড প্যাট্রি 1932 -1936
3 স্যার আয়রে গোল্ডেন 1937 -1942
4 স্যার রবার্টসন 1942-1947
5 এইচ কে কৃপালিনী 1947- 1949
6 আর এন ব্যানার্জি 1949- 1955
7 এন গোবিন্দরজন 1955 -1955
8 ভি এস হেজমাদি 1955-1961
9 বিএন ঝা 1961- 1967
10 কে আর দলমে 1967 -1971
11 আর সি এস সরকার 1971-1973
12 ডক্টর এ আর কিদোয়াই 1973 -1979
13 ডঃ এম এল সাহারে 1979-1985
14 এইচ কে এল কাপুর 1985 -1990
15 জে পি গুপ্তা 1990- 1992
16 শ্রীমতি আরএম খারবুলি 1992 - 1996
17 এস জি এস ছাটয়াল 1996 -1996
18 জিএম কুরেশি 1996 -1998
19 সুরিন্দর নাথ * 1998-2002
20 পি সি হোতা 2002- 2003
21 মাতা প্রসাদ 2003- 2005
22 ডক্টর এস আর হাসিম 2005-2006
23 গুরুবচন জগত 2006-2007
24 সুবীর দত্ত 2007- 2008
25 ডি পি আগারওয়াল 2008-2014
26 রজনী রজদন 2014-2014
27 দীপক গুপ্তা 2014-2016
28 আরবিন্দ সাক্সেনা * 2016-2018
29 আরবিন্দ সাক্সেনা 2018-2020
30 প্রদীপ কুমার জোশি 2020- বর্তমান
  * আরবিন্দ সাক্সেনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

প্রতিষ্ঠা: সর্বভারতীয় চাকরিতে  নিয়োগ  করার জন্য 1926 সালের 1লা অক্টোবর 'পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম' এর মাধ্যমে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পরিবর্তিত হয়। 


🔸STATE PUBLIC SERVICE COMMISSION🔸

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন দুটোই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 315 অনুযায়ী গঠিত হয়। স্টেট পাবলিক কমিশন ভারতের রাজ্যগুলির মধ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য গঠিত হয়। প্রত্যেক রাজ্যের রাজ্যপাল একজন চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের নিয়োগ করে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন গঠন করেন। SPSC এর চেয়ারম্যানসহ প্রত্যেক সদস্যদের মেয়াদ ছয় বছর কিংবা 62 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত ( যেটি আগে পূর্ণ হবে)। অন্যদিকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে সদস্যদের মেয়াদ 6 বছর কিংবা 65 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত ( যেটি আগে পূর্ণ হবে)। 
অপসারণ:
স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর ক্ষেত্রে চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য দেরকে রাজ্যপাল নিয়োগ করলেও কেবলমাত্র রাষ্ট্রপতি তাদেরকে অপসারণ করতে পারেন (যদি অসঙ্গতিপূর্ণ কিছু লক্ষ্য করেন)। 

ভারতের অ্যাটর্নি জেনারেল

ATTORNEY GENERAL OF INDIA

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা:
SL.NO. NAME TENURE
1 এম সি শেতলবাদ 1950 - 1963
2 সিকে দফতারি 1963 -1963
3 নিরেন দে 1968 -1977
4 এস ভি গুপ্তে 1977 -1979
5 এল এন সিনহা 1979- 1983
6 কে পরাশরন 1983- 1989
7 সোলি জে সরাবজি 1989 -1990
8 জি রমাস্বামি 1990 -1992
9 মিলন কে ব্যানার্জি 1992- 1996
10 অশোক কে দেশাই 1996 -1998
11 সোলি জে সোরাবজি 1998 -2004
12 মিলন কে ব্যানার্জি 2004 -2009
13 গুলাম ই বহনবতি 2009-2014
14 মুকুল রোহতগি 2014 -2017
15 কে কে ভেনুগোপাল 2017- বর্তমান
 অ্যাটর্নি জেনারেল:

অ্যাটর্নি জেনারেল  হলেন  কেন্দ্র সরকারের আইন পরামর্শদাতা। তিনি হলেন দেশের সর্বোচ্চ ল অফিসার। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 76 অনুসারে এটর্নি জেনারেল কে নিযুক্ত করেন। রাষ্ট্রপতির নির্দেশ অনুসারে সরকারের প্রয়োজন অনুযায়ী  তিনি  আইনি পরামর্শ দিয়ে থাকেন। 

Advocate General of the State

এডভোকেট জেনারেল
এডভোকেট জেনারেল হলেন রাজ্য সরকারের আইনি পরামর্শ দাতা। তিনি রাজ্যের সর্বোচ্চ ল অফিসার। সংবিধানের 165 ধারা অনুসারে রাজ্যপাল এডভোকেট জেনারেল কে নিয়োগ করেন। যেখানে অ্যাটর্নি জেনারেল কেন্দ্রের আইনি পরামর্শ দাতা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এডভোকেট জেনারেল এর মেয়াদ এবং অপসারণ সম্বন্ধে সংবিধানে উল্লেখ নেই তাই রাজ্যপাল চাইলে এডভোকেট জেনারেল কে অপসারণ করতে পারেন কিংবা তিনি নিজেও রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করে পদত্যাগ করতে পারেন। যেহেতু রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নিযুক্ত হন তাই রাজ্য সরকার পদত্যাগ করলে কিংবা পরিবর্তিত হলে তিনি পদত্যাগ করতে বাধ্য থাকেন। 



Cheif Election Commissioner of India

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার।



SL. NO. NAME TENURE
1 সুকুমার সেন 1950-1958
2 কে ভি কে সুন্দরাম 1958-1967
3 এস পি সেন ভার্মা 1967-1972
4 ডক্টর নগেন্দ্র সিং 1972-1973
5 টি স্বামিনাথান 1973-1977
6 এস এল সাকদার 1977-1982
7 আর কে ত্রিবেদী 1982-1985
8 আর ভি এস পেরি শাস্ত্রী 1986-1990
9 শ্রীমতি ভি এস রমাদেবি * 1990-1990
10 টি এন সেশান 1990-1996
11 এম এস গিল 1996-2001
12 জে এম লিংডো 2001-2004
13 টি এস কৃষ্ণ মুর্তি 2004-2005
14 বি বি ট্যান্ডন 2005-2006
15 এন গোপালাস্বামি 2006-2009
16 নবীন চাওলা 2009-2010
17 এস ওয়াই কুরেশি 2010-2012
18 ভি এস সম্পথ 2012-2015
19 হরিশঙ্কর বর্মা2015-2015
20 নাসিম জাইদি2015-2017
21 অচল কুমার জ্যোতি 2017-2018
22 ওম প্রকাশ রাওয়াত 2018-2018
23 সুনিল আরোরা 2018-2021
24 শ্রী সুশীল চন্দ্র 13th April,2021-বর্তমান

* শ্রীমতি ভি এস রমাদেবি হলেন একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। তিনি 1990 সালের 26 শে নভেম্বর থেকে 1990 সালের 11 ই ডিসেম্বর পর্যন্ত নিযুক্ত ছিলেন। রমা দেবীর অন্যান্য গুরুত্বপূর্ণ পদ:

• রাজ্যসভার জেনারেল সেক্রেটারি (1993-1997)।
• হিমাচল প্রদেশের 12তম রাজ্যপাল (1997-1999)।
• কর্নাটকের 13তম (1999-2002)।
Share to: